বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কী?
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম অস্তিত্বে আমার দেশ
দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে?
দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া
বিশ্বের প্রায় সব দেশ কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য?
বিশ্বের প্রায় সব দেশ জাতিসংঘ সংস্থার সদস্য
'মুজিব একটি জাতির রূপকার' সিনেমাটি মুক্তি পায় কবে?
'মুজিব একটি জাতির রূপকার' সিনেমাটি মুক্তি পায় ১৩ অক্টোবর, ২০২৩ । সিনেমাটি পরিচলানা করেন শ্যাম বেনেগাল
শহীদ সেলিনা পারভীন পেশায় কী ছিলেন?
শহীদ সেলিনা পারভীন পেশায় সাংবাদিক ছিলেন
'Blue Beret' কী?
‘Blue Beret’ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর শিরস্ত্রাণ
VWP এর পূর্ণরূপ কী?
VWP এর পূর্ণরূপ Visa Waiver Program
'ইয়ম কিন্তুর' যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়?
'ইয়ম কিপ্পুর' যুদ্ধ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়
ইউক্রেনের মুদ্রার নাম কী?
ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া
সপ্তাহের সাত দিনকে কারা বিভক্ত করে?
সপ্তাহের সাত দিনকে ক্যালডীয়রা বিভক্ত করে
কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত?
গুপ্তযুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত
চাণক্য কে ছিলেন?
চাণক্য - চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন
শুষ্ক বরফকে কী বলা হয়?
শুষ্ক বরফকে বলা হয় কার্বন ডাই-অক্সাইড
হামাস কী?
হামাস - ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী।
১৯৬৬ সালের ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
১৯৬৬ সালের ৬ দফার ৩টি দফা অর্থনীতি বিষয়ক ছিল
সংবিধানে 'আন্তর্জাতিক চুক্তি'র কথা বলা আছে কত অনুচ্ছেদে?
সংবিধানে 'আন্তর্জাতিক চুক্তি'র কথা বলা আছে ১৪৫ (ক) অনুচ্ছেদে
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির রচয়িতা কে?
খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় গানটির রচয়িতা লালন শাহ
'ফর্মুলা ওয়ান' কী?
'ফর্মুলা ওয়ান' কার (গাড়ী) রেসিং প্রতিযোগিতা
'কার্টাগোনা' প্রটোকল কী?
কার্টাগোনা' প্রটোকল জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
বঙ্গবন্ধু কবে প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন?
২০.বঙ্গবন্ধু প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ১ মার্চ, ১৯৬৬
আব্রাহাম অ্যাকর্ডস হলো ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। ১৫ সেপ্টেম্বর, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এটি স্বাক্ষরিত হয়। আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ চুক্তিকে নতুন মধ্যপ্রাচ্যের ভোর' হিসেবে আখ্যা দেন। এ চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয় এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর মরক্কো ও সুদানও ইসরাইলকে স্বীকৃতি দেয় ।
ভারত মহাসাগর ও প্রশান্ত মাহাসাগর ঘিরে যেসব দেশ রয়েছে, সেগুলোকে নিয়েই ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠিত। এ অঞ্চলের দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ প্রভৃতি। যুক্তরাষ্ট্র এ অঞ্চলে চীনের অর্থনৈতিক ও সামরিক প্রভাব ঠেকাতে ২০২১ সালে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি বা আইপিএস কৌশল ঘোষণা করে। এর লক্ষ্য, চীনকে মোকাবেলা করার জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি। এর পাশাপাশি কোয়াডকে শক্তিশালী করে চীনের বিআরআই প্রকল্পকে বাধাগ্রস্ত করা।