স্বাধীনতা
স্বাধীনতা = স্ব +অধীনতা
দুস্থ
দুস্থ = দুঃ +থ
অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ।
প্রত্যুষ
প্রত্যুষ = প্রতি + ঊষ।
ব্যক্ত
ব্যক্ত - গুপ্ত।
উদার
উদার - কৃপণ।
গুরুজনে কর নতি
গুরুজনে কর নতি = কর্মকারকে ৭মী
সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না
সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না - অপাদানে সপ্তমী।
গোঁফ খেজুরে
গোঁফ-খেজুরে (নিতান্ত অলস) - গোঁফ-খেজুরে লোককে দিয়ে এসব কাজ হবে না।
কান কাটা
কান কাটা (নির্লজ্জ) - এমন কানকাটা লোকের আবার লোকভয় কিসের?
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব) - তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে কর না।
কর দিতে হয় না যে জমির
কর দিতে হয় না যে জমির = নিষ্কর।
ফল পাকলে যে গাছ মরে যায়
ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি।
মূহুর্ত
মুহুর্ত - মুহূর্ত।
প্রতিযোগীতা
প্রতিযোগীতা - প্রতিযোগিতা।
সর্বশান্ত
সর্বশান্ত - সর্বস্বান্ত।
প্রোজ্জল
প্রোজ্জল - প্রোজ্জ্বল।
He is ____ University Student.
He is a University Student.
Ayon is ____ than other students in the class.
Ayon is taller than other students in the class.
_____ Brahmaputra is the longest river of Bangladesh.
The Brahmaputra is the longest river of Bangladesh.
I saw _____ one eyed man there.
I saw a one eyed man there.
Put the glass ____ the table.
Put the glass on the table.
সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
= It has been drizzling since morning.
চকচক করলেই সোনা হয় না।
চকচক করলেই সোনা হয় না।
= All that glitters is not gold.
আমি তোমাকে চিনি না, চিনি কি?
আমি তোমাকে চিনি না, চিনি কি?
= I do not know you, do I?
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।
সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত।
= The Sundarban is to the south of Bangladesh.
ছেলেটি খেলতে খেলতে চলে গেল।
ছেলেটি খেলতে খেলতে চলে গেল।
= The boy went away playing.
Cloudy
Cloudy - bright/ clear.
Jovial
Jovial - Unfriendly
Male
Male - Female
Peacock
Peacock - Peahen
Bride
Bride - Groom
We say him a liar
We say him a liar.
= We call him a liar.
He did not prosper in life inspite of work hard.
He did not prosper in life in spite of work hard.
= He did not prosper in life in spite of working hard.
She did not ate rice last night.
She did not ate rice last night.
= She did not eat rice last night.
The boy sank.
The boy sank.
= The boy drowned.
If you study hard, you succeed.
If you study hard, you succeed.
= If you study hard, you will succeed.
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০-১০) টাকা বা ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা বা ১০৫ টাকা
দুই বিক্রয়মূল্যের পার্থক্য (১০৫- ৯০) বা ১৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
“ ” ১ “ ” “ ” " টাকা
“ ” ৪৫ “ ” “ ” " টাকা
বা ৩০০ টাকা।
এখানে- আসল, P = ৩০০০ টাকা; মুনাফার হার,
r = ৮%; সময়, 11 = ৩ বছর; মুনাফা, I =?
I = Pnr = টাকা = ৭২০ টাকা।
পিতার বয়স X বছর হলে পুত্রের বয়স (50- x) বছর
20 বছর পর তাদের বয়স হবে যথাক্রমে (x + 20) ও
(50 - x + 20) বছর বা (70 - x) বছর
শর্তমতে, (x + 20) = 2(70 - x)
বা, x + 20 = 140 - 2x
বা, 3x = 120
∴ x = 40.
কোভিড-১৯ সর্বপ্রথম চীনে প্রাদুর্ভাব হয়
পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কি.মি.; প্রস্থ- ১৮.১০মি.।
১৫৮৪ খ্রিষ্টাব্দে; সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান।
আফগানিস্তানের প্রধান ভাষা - দারি ও পশতু। রাজধানী - কাবুল।
বাংলাদেশে ৮টি বিভাগ আছে । সর্বশেষ বিভাগ ময়মনসিংহ।
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল ও বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীরশ্রেষ্ঠ।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান ।
এবং মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।