স্বাধীনতা
স্বাধীনতা = স্ব +অধীনতা
দুস্থ
দুস্থ = দুঃ +থ
অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ।
প্রত্যুষ
প্রত্যুষ = প্রতি + ঊষ।
ব্যক্ত
ব্যক্ত - গুপ্ত।
উদার
উদার - কৃপণ।
গুরুজনে কর নতি
গুরুজনে কর নতি = কর্মকারকে ৭মী
সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না
সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না - অপাদানে সপ্তমী।
গোঁফ খেজুরে
গোঁফ-খেজুরে (নিতান্ত অলস) - গোঁফ-খেজুরে লোককে দিয়ে এসব কাজ হবে না।
কান কাটা
কান কাটা (নির্লজ্জ) - এমন কানকাটা লোকের আবার লোকভয় কিসের?
তামার বিষ
তামার বিষ (অর্থের কুপ্রভাব) - তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে কর না।
কর দিতে হয় না যে জমির
কর দিতে হয় না যে জমির = নিষ্কর।
ফল পাকলে যে গাছ মরে যায়
ফল পাকলে যে গাছ মরে যায় = ওষধি।
মূহুর্ত
মুহুর্ত - মুহূর্ত।
প্রতিযোগীতা
প্রতিযোগীতা - প্রতিযোগিতা।
সর্বশান্ত
সর্বশান্ত - সর্বস্বান্ত।
প্রোজ্জল
প্রোজ্জল - প্রোজ্জ্বল।