৮% সরল মুনাফায় ৩০০০ টাকার ৩ বছরে কত টাকা লাভ হবে?
বার্ষিক ৪% হার সুদে ৫৫০ টাকা এবং বার্ষিক ৮% হার সুদে ৭০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের ওপর গড়ে শতকরা বার্ষিক সুদ কত পাওয়া যায়?
একজন ফল বিক্রেতা প্রতি কেজি পেয়ারা ১৬০ টাকা হিসেবে ক্রয় করে প্রতি কেজি ১৮০ টাকা দরে বিক্রয় করলে শতকরা লাভ হবে?
৫টি লিচু যে দরে ক্রয় করা হয় ৪টি লিচু সেই দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
আয়তাকার ১টি জমির ক্ষেত্রফল ২৪০০ বর্গমিটার। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ হলে জমিটির পরিসীমা কত?