একটি ঘড়ি নির্মাতা ২০% লাভে দোকানদারের নিকট ঘড়ি বিক্রয় করেন এবং দোকানদার ১০% লাভে ক্রেতার নিকট ঘড়ি বিক্রয় করেন। ক্রেতা যে ঘড়িটি ৩৯৬ টাকায় ক্রয় করলেন, সেই ঘড়িটির নির্মাণ খরচ কত?
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুন। প্রতি বর্গমিটারে ৭,৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
উৎপাদকে বিশ্লেষণ করুন: 4x4 - 25x2 +36
কোন ভগ্নাংশের লবের সাথে ১ যোগ করলে ১/২ হয় এবং হরের সাথে ১ যোগ করলে তা ১/৩ হয়। ভগ্নাংশটি নির্ণয় করুন।
ধরি, ভগ্নাংশটি x/y
প্রশ্নমতে, (x+1)/y = 1/2 এবং x/(y+1) = 1/3
বা, 2x + 2 = y বা, 3x = y + 1
বা, 6 + 2 = y [ x এর মান বসিয়ে] বা, 3x = 2x + 2 + 1 [ y = 2x + 2]
বা, y = 8 বা, x = 3
সুতরাং, নির্ণেয় ভগ্নাংশ = ৩/৮