মাইক্রোকম্পিউটারের অপর নাম কি?
মাইক্রো কম্পিউটারের অপর নাম পার্সোনাল কম্পিউটার।
দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন।
দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমের নামঃ Facebook, Instagram
একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের নাম লিখুন।
ওপেন সোর্স প্রকল্পের কিছু উদাহরণ হলো:
URL ও LAN এর পূর্ণরূপ লিখুন।
URL= Uniform Resource Locator
LAN= Local Area Network
ব্যান্ডউইথ কী?
কোন নেটওয়ার্ক ব্যবস্থায় একস্থান থেকে অন্যস্থানে ডেটা প্রবাহের হার কে ব্যান্ডউইথ (Bandwidth) বলে।
piconet?
স্বল্প দূরত্বে অবস্থিত কোনো ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান - প্রদানের জন্য তৈরি নেটওয়ার্ক বা Wireless Personal Area Network (WPAN) কে পিকোনেট বলে।
দুইটি ইনপুট ডিভাইস এর নাম লিখুন।
দুইটি ইনপুট ডিভাইস এর নামঃ মাউস, কীবোর্ড
দুইটি আউটপুট ডিভাইস এর নাম লিখুন।
দুইটি আউটপুট ডিভাইস এর নামঃ Printer, Speaker
MS Word এ ফাইল সেইভ করার শর্টকাট কমান্ড লিখুন।
MS Word এ ফাইল সেইভ করার শর্টকাট কমান্ড হলো Ctr+S
দুইটি ওয়েব ব্রাউজারের নাম লিখুন।
দুইটি ওয়েব ব্রাউজারের নামঃ Google Chrome, Mozilla Firefox
BIOS কম্পিউটারের কোথায় সংরক্ষিত থাকে?
BIOS কম্পিউটারের ROM এ সংরক্ষিত থাকে
CPU এর পূর্ণরূপ লিখুন।
Central Processing Unit =CPU
দুইটি অপারেটিং সিস্টেমের নাম লিখুন।
দুইটি অপারেটিং সিস্টেমের নাম হলোঃ উইন্ডোজ, আইওএস
বর্তমানে আমরা যে সকল কম্পিউটার ব্যবহার করছি এ সকল কম্পিউটারই চতুর্থ প্রজন্মের কম্পিউটার হিসেবে পরিচিত।
১৯৫১ সালে ইউনিভ্যাক-১ প্রথম ইলেকক্টনিক কম্পিউটার ।