"Pleading shall contain only material facts"-The Code of Civil Procedure, 1908 এর Order VI অনুযায়ী প্লিডিং এর বিষয়বস্তুর নিরিখে আলোচনা করুন।
Y দেওয়ানী ৮৩/২০২২ নং ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন এবং আরজিতে দাবী করেন যে, তিনি ইতোপূর্বে গৃহীত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও কাউকে নিয়োগ না দিয়ে ঐ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার অবৈষ। সংশ্লিষ্ট আইন ও কারণ উল্লেখে আরজিটি প্রত্যাখ্যানের দরখাস্ত প্রস্তুত করুন।
দেওয়ানী মোকদ্দমায় পক্ষগণের হাজিরা ও গরহাজিরার ফলাফল কী? এসকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কী? The Code of Civil Procedure, 1908 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন।
বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানীর দিন কোনোপক্ষই হাজির না থাকায় নামঞ্জুর করা হয়। কিছুদিন পর বাদী The Code of Civil Procedure, 1908 এর ১৫১ গ্রামতে একটি দরখাস্ত দাখিল করে তিনি ধার্য তারিখে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি বক্তব্যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নামঞ্জুদের আদেশটি বাতিল চান। তদবিরুদ্ধে প্রাসঙ্গিক আইন উল্লেখে আপত্তির মুসাবিদা করুন।
The Specific Relief Act, 1877 অনুযায়ী কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবতযোগ্য নয়? সংশ্লিষ্ট ধারাসমূহের উল্লেখে সংক্ষেপে উত্তর দিন।
পিতা F তার পুত্র Z. কে ৩৩ লক্ষ টাকা মূল্যমানের ১১ শতক অবিভক্ত ভূমির মধ্যে ৫ শতক দানপত্রের মাধ্যমে দান করেন। F এর মৃত্যুর পর তার অপর পুত্র X ও Y দানপত্রটি জাল ও তাতে অন্তর্ভুক্ত ভূমিতে Z. স্বত্ব অর্জন করে নাই মর্মে দাবী করেন। এমতাবস্থায়, Z. এর পক্ষে প্রতিকার প্রার্থনায় উপযুক্ত আদালতে দাখিলের নিমিত্ত একটি আরজির মুসাবিদা করুন এবং পৃথকভাবে আরজিতে প্রার্থিত প্রতিকারের পক্ষে আইনসমূহ উল্লেখ করুন।
The Code of Criminal Procedure, 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকারসমূহ আলোচনা করুন।
X, Y কে প্রহার করেন। এতে Y প্রচন্ড ক্রোধান্বিত হন। Z, Y এর ক্রোধের সুযোগ নিয়ে Y কর্তৃর্ক X কে হত্যার অভিপ্রায়ে Y এর হাতে একটি ছুরি তুলে দেন। Y ঐ ছুরির সাহায্যে ০৩/১১/২০২৩ তারিখ সকাল ৯.০০ টায় সদর থানাধীন রসুলপুর বাজারে X কে হত্যা করেন। এই ঘটনায় পুলিশ Y ও Z কে অভিযুক্ত করে The Penal Code, 1860 এর ১০৯, ৩৪, ৩২৩ ও ৩২৬ ধারায় প্রতিবেদন দাখিল করে। The Penal Code, 1860 অনুযায়ী Y ও Z এর ফৌজদারী দায় নিরূপণপূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্ত একটি নারাজি দরখাস্ত প্রস্তুত করুন।
অব্যাহতি ও খালাসের মধ্যে পার্থক্য কী? অভিযোগ গঠনকালে আসামীপক্ষের কাগজপত্র দেখে অব্যাহতি দেওয়া যায় কি?
১৫/০২/২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় X তার বন্ধু P, Q ও R এর সাথে স্থানীয় বাজারে যাওয়ার পথে সদর থানাধীন রাজাপুর নামক স্থানে Y ও Z তাদেরকে আটক করে ৩০,০০০ টাকা চাঁদা দাবী করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হঠাৎ N, Y ও Z, X কে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকেন। M রাস্তার পাশের চায়ের দোকান থেকে ফুটন্ত পানি এনে X এর শরীরে ঢেলে দেন। X মারাত্মক আহত হন। এই ঘটনায় The Penal Code, 1860 অনুসারে প্রত্যেক আসামীর ফৌজদারী দায় নিরূপণপূর্বক একটি নালিশ প্রস্তুত করুন।
কোন পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক 'আইনবলে বাধ্য' বা 'আইনবলে প্রদত্ত' ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসাবে গণ্য হবে?
সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে নব্বই লাখ টাকায় Q খরিদ করেন। Y ও Z এর সাথে যোগসাজসে ঐ সমবায় সমিতির সেক্রেটারি X ঐ সম্পত্তির মূল্য চল্লিশ লাখ টাকা উল্লেখে Z এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্যে প্রমাণিত হয়। X, Y ও Z কে The Penal Code, 1860 এয় কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন।
The Penal Code, 1860 অনুসারে নিম্নবর্ণিত বিষয়সমূহের মধ্যে পার্থক্য লিখুনঃ
i) গুরুতর আঘাত ও আঘাত;
ii) সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্য;
iii) মনুষ্যহরণ ও অপহরণ;
iv) অবৈধ বাধা ও অবৈধ অবরোধ।
X মৃত্যু হবে জেনেও Y এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে গুলি ছোড়েন। কিন্তু ঐ গুলিতে Z এর মৃত্যু হয়। X এক্ষেত্রে The Penal Code, 1860 এর কোন ধারার অধীনে অপরাধ করেছেন? ব্যাখ্যা করুন।
The Evidence Act, 1872 অনুসারে শিশু, বোবা ও বৈরী সাক্ষীর সাক্ষ্য কখন ও কতটুকু গ্রহণযোগ্য? মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য কি?
X অগ্নিদগ্ধ হয়ে ০২/০৩/২০২৩ তারিখে ডাক্তার ID এর নিকট প্রকাশ করেন যে, N ও Z তার গায়ে 'দাহ্য পদার্থ' ঢেলে আগুন ধরিয়ে দেন। X পরদিন পুলিশ কর্মকর্তা P এর নিকট বলেন যে, N, Y ও Z তার গায়ে 'কেরোসিন' ঢেলে আগুন ধরিয়ে দেন। X ১৫/০৩/২০২৩ তারিখে মুমূর্ষু অবস্থায় মারা যান। X এর বক্তব্যের ভিত্তিতে N, Y ও Z কে সাজা প্রদান করা যাবে কি? The Evidence Act, 1872 এর মৃত্যুকালীন ঘোষণা সংক্রান্ত বিধানানুসারে উত্তর দিন।
"Evidence has to be weighed and not counted" The Evidence Act, 1872 এর ১১৪ ও ১৩৪ ধারার আলোকে দেওয়ানী মোকদ্দমা ও ফৌজদারী মামলায় এই ধারণার প্রয়োগযোগ্যতা উদাহরণসহ আলোচনা করুন।
বাটোয়ারা মোকদ্দমায় বাদী পিতৃত্ব প্রমাণের জন্য DNA পরীক্ষার প্রতিবেদন জমা দেন। আদালত অভিমত ব্যক্ত করেন যে, উক্ত প্রতিবেদন দেওয়ানী মোকদ্দমায় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য নয়। আদালতের এই অভিমত The Evidence Act, 1872 অনুসারে আইনসঙ্গত কি? উত্তরের স্বপক্ষে সংশ্লিষ্ট বিধান উল্লেখে যুক্তি দিন।
"Limitation bars the remedy but does not destroy the right." -The Limitation Act, 1908 অনুসারে এই ধারণাটি ব্যতিক্রমসহ (যদি থাকে) আলোচনা করুন।
নাবালক X এর সম্পত্তি তার মাতা Y বৈধ কর্তৃত্ব ছাড়াই ২০১২ সালে বিক্রয় করেন। X ২০১৮ সালে সাবালকত্ব অর্জন করেন। X উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য ২০২৩ সালে মোকদ্দমা করতে চান। মোকদ্দমাটি দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য তামাদি উল্লেখে X কে পরামর্শ দিন।
"The Court has no jurisdiction to extend time where the petitioner has been negligent and inactive." The Limitation Act, 1908 এর 'তামাদির সময় বৃদ্ধি' সংক্রান্ত বিধান উল্লেখে বক্তব্যটি ব্যাখ্যা করুন।
X ২০/০২/২০২০ তারিখ খাস দখলের মোকদ্দমায় ডিক্রি পান। Y ঐ ডিক্রি রদ-রহিতের জন্য পৃথক মোকদ্দমা করলে আদালত ২৫/০১/২০২৩ তারিখ ডিক্রির কার্যকারীতা ৬ মাসের জন্য স্থগিত করেন। X ২২/১১/২০২৩ তারিখ উক্ত ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করতে চান। তামাদি সংশ্লিষ্ট বিধান উল্লেখে X কে পরামর্শ দিন।
প্রাসঙ্গিক বিধান উল্লেখে বার কাউন্সিলের চেয়ারম্যান এর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করুন।
আইনজীবী X বাদী হয়ে মোকদ্দমা করেন। Y বিবাদীর আইনজীবী। মোকদ্দমাটি চলাকালে প্রায়ই প্রকাশ্য আদালতে X eY তর্কাতর্কি করেন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে পরস্পরকে আক্রমণ করেন। The Canons of Professional Conduct and Etiquette এর আলোকে উভয় আইনজীবীর আচরণ মূল্যায়ন করুন।
"In doing professional duty an Advocate must obey the voice of his conscience and not that of his client." The Canons of Professional Conduct and Etiquette অনুসারে নীতিটি ব্যাখ্যা করুন।
একজন আইনজীবীর শিক্ষাগত যোগ্যতার সনদ জাল বা ভূয়া হলে বার কাউন্সিল তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিতে পারে?