"The Court has no jurisdiction to extend time where the petitioner has been negligent and inactive." The Limitation Act, 1908 এর 'তামাদির সময় বৃদ্ধি' সংক্রান্ত বিধান উল্লেখে বক্তব্যটি ব্যাখ্যা করুন।
চিত্রে প্রদর্শিত Shear force 1 Bending moment diagram অংকন করুন।
Concrete Gi Workability বলতে কি বুঝো? Water cement ratio সঙ্গে সম্পর্ক বর্ণনা করুন। Workability নির্ণয়ের Test method গুলোর নাম লিখুন এবং একটি Test method বর্ণনা করুন।
Concrete curing an পদ্ধতি বর্ণনা করুন। নাকটি construction site- 4 public workers-দের নিরাপত্তার জন্য কি কি কার্যক্রম গ্রহণ করতে হয় তা লিখুন।
একটি RCC. footing এর সাইজ 2.5m 2.5m। উহার 40cm পুরুত্বের ভিতরে 16man MS Rod উভয় দিকে 150mm পর পর ব্যবহার করা হয়েছে Footing টি EGL কে 2.0m নিচে হলে উক্ত footing-এর জন্য প্রয়োজনীয় পাথর, বালি, সিমেন্ট, ত • মাটি খননের পরিমাণ নির্ণয়। (মিশ্রণের অনুপাত ১:১.৫:৩)
বালির Fineness Modulus (FM) কি এবং কিভাবে নির্ণয় করা হয় বর্ণনা করুন। দুইটি নমুনা বালির একটির পরিমাণ 500gm এবং FM 1.8। অপরটির পরিমাণ 750gm এবং FM 2.8। দুইটি নমুনাকে মিশ্রিত করলে উহার FM কত হবে?