বালির Fineness Modulus (FM) কি এবং কিভাবে নির্ণয় করা হয় বর্ণনা করুন। দুইটি নমুনা বালির একটির পরিমাণ 500gm এবং FM 1.8। অপরটির পরিমাণ 750gm এবং FM 2.8। দুইটি নমুনাকে মিশ্রিত করলে উহার FM কত হবে?
দেওয়ানী মোকদ্দমায় পক্ষগণের হাজিরা ও গরহাজিরার ফলাফল কী? এসকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কী? The Code of Civil Procedure, 1908 এর প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিন।
বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানীর দিন কোনোপক্ষই হাজির না থাকায় নামঞ্জুর করা হয়। কিছুদিন পর বাদী The Code of Civil Procedure, 1908 এর ১৫১ গ্রামতে একটি দরখাস্ত দাখিল করে তিনি ধার্য তারিখে অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি বক্তব্যে অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত নামঞ্জুদের আদেশটি বাতিল চান। তদবিরুদ্ধে প্রাসঙ্গিক আইন উল্লেখে আপত্তির মুসাবিদা করুন।
The Specific Relief Act, 1877 অনুযায়ী কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবতযোগ্য নয়? সংশ্লিষ্ট ধারাসমূহের উল্লেখে সংক্ষেপে উত্তর দিন।
পিতা F তার পুত্র Z. কে ৩৩ লক্ষ টাকা মূল্যমানের ১১ শতক অবিভক্ত ভূমির মধ্যে ৫ শতক দানপত্রের মাধ্যমে দান করেন। F এর মৃত্যুর পর তার অপর পুত্র X ও Y দানপত্রটি জাল ও তাতে অন্তর্ভুক্ত ভূমিতে Z. স্বত্ব অর্জন করে নাই মর্মে দাবী করেন। এমতাবস্থায়, Z. এর পক্ষে প্রতিকার প্রার্থনায় উপযুক্ত আদালতে দাখিলের নিমিত্ত একটি আরজির মুসাবিদা করুন এবং পৃথকভাবে আরজিতে প্রার্থিত প্রতিকারের পক্ষে আইনসমূহ উল্লেখ করুন।
The Code of Criminal Procedure, 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকারসমূহ আলোচনা করুন।