চিত্রে প্রদর্শিত Shear force 1 Bending moment diagram অংকন করুন।
The Code of Criminal Procedure, 1898 এর সংশ্লিষ্ট ধারা ও বিখ্যাত মামলার রায়ের উল্লেখে গ্রেফতারকৃত ব্যক্তির অধিকারসমূহ আলোচনা করুন।
X, Y কে প্রহার করেন। এতে Y প্রচন্ড ক্রোধান্বিত হন। Z, Y এর ক্রোধের সুযোগ নিয়ে Y কর্তৃর্ক X কে হত্যার অভিপ্রায়ে Y এর হাতে একটি ছুরি তুলে দেন। Y ঐ ছুরির সাহায্যে ০৩/১১/২০২৩ তারিখ সকাল ৯.০০ টায় সদর থানাধীন রসুলপুর বাজারে X কে হত্যা করেন। এই ঘটনায় পুলিশ Y ও Z কে অভিযুক্ত করে The Penal Code, 1860 এর ১০৯, ৩৪, ৩২৩ ও ৩২৬ ধারায় প্রতিবেদন দাখিল করে। The Penal Code, 1860 অনুযায়ী Y ও Z এর ফৌজদারী দায় নিরূপণপূর্বক পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে দাখিলের নিমিত্ত একটি নারাজি দরখাস্ত প্রস্তুত করুন।
অব্যাহতি ও খালাসের মধ্যে পার্থক্য কী? অভিযোগ গঠনকালে আসামীপক্ষের কাগজপত্র দেখে অব্যাহতি দেওয়া যায় কি?
১৫/০২/২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় X তার বন্ধু P, Q ও R এর সাথে স্থানীয় বাজারে যাওয়ার পথে সদর থানাধীন রাজাপুর নামক স্থানে Y ও Z তাদেরকে আটক করে ৩০,০০০ টাকা চাঁদা দাবী করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হঠাৎ N, Y ও Z, X কে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকেন। M রাস্তার পাশের চায়ের দোকান থেকে ফুটন্ত পানি এনে X এর শরীরে ঢেলে দেন। X মারাত্মক আহত হন। এই ঘটনায় The Penal Code, 1860 অনুসারে প্রত্যেক আসামীর ফৌজদারী দায় নিরূপণপূর্বক একটি নালিশ প্রস্তুত করুন।
কোন পারিপার্শ্বিকতায় কোনো ব্যক্তি কর্তৃক 'আইনবলে বাধ্য' বা 'আইনবলে প্রদত্ত' ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসাবে গণ্য হবে?