Y দেওয়ানী ৮৩/২০২২ নং ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেন এবং আরজিতে দাবী করেন যে, তিনি ইতোপূর্বে গৃহীত সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া সত্ত্বেও কাউকে নিয়োগ না দিয়ে ঐ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার অবৈষ। সংশ্লিষ্ট আইন ও কারণ উল্লেখে আরজিটি প্রত্যাখ্যানের দরখাস্ত প্রস্তুত করুন।