সকল বিষয়

'স্মার্ট বাংলাদেশ' হলো এমন এক আধুনিক বাংলাদেশ যেখানে সবকিছু প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে, দেশের নাগরিকরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে এবং এর মাধ্যমে সমগ্র অর্থনীতি পরিচালিত হবে। 'স্মার্ট বাংলাদেশ' এর ভিত্তি মূলত চারটি; সেগুলো হলো স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সরকার। স্মার্ট বাংলাদেশের মেয়াদকাল ২০২২-২০৪১। বাংলাদেশের নীতিনির্ধারকরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ১৪ দফা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এই দফাগুলোর মধ্যে অন্যতম হলো বাংলাদেশকে জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা। ডিজিটাল অন্তর্ভুক্তির অধীনে আত্ম-কর্মসংস্থান ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, ছাত্রছাত্রীদের অনলাইন কার্যক্রম নিশ্চিতকরণের জন্য 'ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ, ওয়ান ড্রিম' ব্যবস্থা হাতে নেওয়া, আত্ম-কর্মসংস্থান এবং উদ্যোক্তা উন্নয়ন প্লাটফর্ম প্রতিষ্ঠাকরণ, দ্রুত টেকসই দ্রুত প্রবৃদ্ধির জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণসহ আরো বেশ কিছু কর্মপরিকল্পনা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ২০৩০ সালের মধ্যে এসডিজি, ২০৪১ সাল নাগাদ রূপকল্প-৪১ এবং ২১০০ সাল নাগাদ ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। তাছাড়া স্মার্ট বাংলাদেশবান্ধব আর্থিক বাজেট রাখতে হবে প্রতিবছর। বাংলাদেশের স্মার্ট ধারণার বাস্তবায়ন বাংলাদেশকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এই লক্ষ্যে বহুমুখী তৎপরতাও শুরু হয়েছে বেশ। তবে স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য অনুসঙ্গ হিসেবে অনেক কিছু প্রয়োজন তার অনেক কিছুই এখনো নিশ্চিত করা যায়নি। স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য সবচেয়ে যেটি প্রয়োজন, সেটি হলো নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ। এক্ষেত্রে চর্তুর্থ শিল্প বিপ্লবের সুফল পেতে দেশের সবাইকে উপযুক্ত করে তোলাটাও বেশ জরুরি। এখানেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া কারিগরি শিক্ষার বিকাশ ঘটানো সম্ভব হয়নি এখনো। আর এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আধুনিক তথ্য-প্রযুক্তির যাবতীয় বিষয় ভালোভাবে রপ্ত করাটাও বেশ বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের শ্রমিকরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে যাওয়ার প্রবণতা বেশ কম। কারিগরি শিক্ষা না থাকায় অদক্ষ, আধাদক্ষ শ্রমিক বিদেশে যাওয়ার কারণে কাঙ্ক্ষিত বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। যা স্মার্ট বাংলাদেশ নির্মাণের আরেকটি অন্তরায় হিসেবে কাজ করবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে শুধু স্লোগান বা কল্পনার মধ্যে সীমাবদ্ধ না রেখে যথাযথ আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে বিভিন্নখাতে মানুষকে সম্পৃক্ত করে কার্যক্রম হাতে নিতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। 

সন্ধি বিচ্ছেদ করুন:
2.

প্রত্যাবর্তন

Created: 3 months ago | Updated: 6 hours ago

প্রত্যাবর্তন = প্রতি + আবর্তন।

সন্ধি বিচ্ছেদ করুন:
3.

গত্রান্তর

Created: 3 months ago | Updated: 6 hours ago

গত্রন্তর (গত্যন্তর হবে) = গতি + অন্তর 

সন্ধি বিচ্ছেদ করুন:
4.

মরুদ্যান

Created: 3 months ago | Updated: 7 hours ago

মরুদ্যান = মরু + উদ্যান

সন্ধি বিচ্ছেদ করুন:
5.

ভূর্ধ্ব

Created: 3 months ago | Updated: 8 hours ago

ভূর্ধ্ব = ভূ + ঊর্ধ্ব 

সন্ধি বিচ্ছেদ করুন:
6.

অভ্যুত্থান

Created: 3 months ago | Updated: 7 hours ago

অভ্যুত্থান = অভি + উত্থান 

প্রত্যেকটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লিখুন:
7.

নদী

Created: 3 months ago | Updated: 6 hours ago

নদী = জলপ্রবাহ, প্রবাহিনী, তটিনী।

প্রত্যেকটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লিখুন:
8.

কোকিল

Created: 3 months ago | Updated: 7 hours ago

কোকিল = পরভূত, কাকপুষ্ট, বসন্তদূত।

প্রত্যেকটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লিখুন:
9.

পাখি

Created: 3 months ago | Updated: 14 hours ago

পাখি = বিহগ, পক্ষী, বিহঙ্গ। 

প্রত্যেকটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লিখুন:
10.

আকাশ

Created: 3 months ago | Updated: 6 hours ago

আকাশ = নভঃ, আসমান, গগণ।

প্রত্যেকটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লিখুন:
11.

পদ্ম

Created: 3 months ago | Updated: 7 hours ago

পদ্ম = কমল, উৎপল, শতদল

মানুষ তার নিজের ভবিষ্যতের নির্মাতা। সে যদি তার সময়ের যথাযথ বিভাজন করে এবং সে অনুযায়ী দায়িত্ব পালন করে নিশ্চিতভাবে সে জীবনে উন্নতি এবং সমন্ধি লাভ করবে; কিন্তু সে যদি অন্যথা করে তাহলে বিলম্ব হলে সে নিশ্চিতকরে অনুশোচনা করবে এবং তাকে দিনের পর দিন শোচনীয় জীবনযাপন করতে হবে।

Write down the synonym of words:
13.

Booming

Created: 3 months ago | Updated: 6 hours ago

Booming = Growing 

Write down the synonym of words:
14.

Narcissism

Created: 3 months ago | Updated: 6 hours ago

Narcissism=Self love/selfishness 

Created: 3 months ago | Updated: 7 hours ago

He can not run a mile let alone ten miles. 

Created: 3 months ago | Updated: 6 hours ago

Unless

She will fail unless she works hard

সে ব্যর্থ হবে যদি না সে কঠোর পরিশ্রম করে।

Bangabandhu Sheikh Mujib Tunnel/ Karnaphuli Tunnel is the country's first underground road tunnel and one of the megaprojects of the government. The journey of the tunnel started in 2016 and the construction work of the tunnel was inaugurated by the Prime Minister, Sheikh Hasina. The tunnel being completed, it was inaugurated on October 28, 2023, by Prime Minister Sheikh Hasina for vehicles for plying. This tunnel connects Chattogram to the destinations of Cox's Bazar, Teknaf, and Matarbari. The main length of the tunnel is 3.32 km with 5.35 km link roads. The project cost Tk 10,389 crore. Bangladesh goverment and the Exim Bank of China have jointly invested the project. The China Communication and Construction Company Limited (CCCC) is responsible for the tunnel's construction. With this inauguration, this tunnel has reduced around 40 kilometers of the existing distance between Chattogram and Cox's Bazar. The vehicles can run through this tunnel at a maximum speed of 80 km per hour. It is expected that within one year of inauguration of the tunnel, 50 lacs of vehicles will ply through this tunnel. Within 2025, on an average, 28,505 vehicles will cross the tunnel per day. It is forecasted that this tunnel will boost Bangladesh's GDP by 0.166%,

বাংলা অনুবাদ:
18.

Do not speak an unpleasant truth.

Created: 3 months ago | Updated: 8 hours ago

Don't speak an unpleasant truth = অপ্রিয় সত্য কথা বলো না 

বাংলা অনুবাদ:
19.

Necessity is the mother of invention.

Created: 3 months ago | Updated: 13 hours ago

Necessity is the mother of invention = প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী 

মনেকরি ,

7 বছর পূর্বেপিতারবয়স 5x বছর

7 বছরপুত্রের বয়স 2x বছর

তাহলেবর্তমানে পিতারবয়স =5x+7

এবংপুত্রের বয়স = 2x+7 

সুতরাংবর্তমানে তাদেরবয়সেরসমষ্টি = (5x+7)+(2x+7)=7x+14 বছর

শর্তমতে , 7x+14 =70

=> 7x=70 -14

=> 7x=56

=>x=8.

বর্তমানে পিতারবয়স =5x8=40+7=47 বছর

এবংপুত্রের বয়স = 2x8=16+7 =23 বছর

Created: 3 months ago | Updated: 8 hours ago

২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় ১৭ নভেম্বর ১৯৯৯ সালে 

আয়তনের দিক হতে খুলনা বিভাগের সবচেয়ে ছোট জেলা মেহেরপুর 

পানামা খাল মহাসাগরকে সংযুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে

গ্রিনিচ মান সময়ের সাথ বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘণ্টা 

কেন্দীয় শহীদ মিনারের স্থাপতি হামিদুর রহমান

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরীহ বাঙ্গালির উপর পরিচালিত হামলা অপারেশন সার্চলাইট নামে পরিচিত

জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত

ম্যাগস্যাসে পুরস্কার ফিলিপাইন থেকে দেয়া হয় এবং মানবকল্যাণে বা সমাজসেবায় অবদানের জন্য দেয়া হয়

পারসোনা নন গ্রাটা - গ্রাহক রাষ্ট্র কর্তৃক অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি বা কূটনীবিদ

ভুটানের মুদ্রার নাম গুলট্রাম

Related Sub Categories