অরণ্যে রোদন
অরণ্য রোদন = নিস্ফল আবেদন
তাসের ঘর
তাসের ঘর = ক্ষণস্থায়ী
নাবিক
নাবিক = নৌ+ইক
পরীক্ষা
পরীক্ষা = পরি+ঈক্ষা
মনঃকষ্ট
মনঃ+কষ্ট=মনোকষ্ট
পা থেকে মাথা পর্যন্ত
পা থেকে মাথা পর্যন্ত = আপদমস্তক
যা জলে ও স্থলে চরে
যা জলে ও স্থলে চরে= উভচর
উপকারীর উপকার যে স্বীকার করে
উপকারীর উপকার যে স্বীকার করে = কৃতজ্ঞ
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না
যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না - বনস্পতি
'ছোট প্রাণ, ছোট ব্যথা, . . . . . . . ছোট ছোট দুঃখ কথা' কবিতার লাইনটির রচয়িতা কে?
উক্ত লাইনটি রবীন্দ্রনাথের কবিতার লাইন। এই কবিতাটি ছোট গল্পের বৈশিষ্ট্য প্রকাশ করে
ছোট প্রাণ, ছোট ব্যথা ছোট ছোট দুঃখকথা. নিতান্তই সহজ সরল,. সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি. তারি দু’চারিটি অশ্রুজল । নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা. নাহি তত্ত্ব নাহি উপদেশ । অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে. শেষ হয়ে হইল না শেষ
কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত একটি গ্রন্থের নাম লিখুন।
কবি কাজী নজরুল রচিত কাব্য গ্রন্থ অগ্নিবীণা,দোলনচাঁপা, রিক্তের বেদন, ব্যথার দান, বিষের বাঁশি
বাংলা নারী জাগরণের অগ্রদূত কে?
বাংলা নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কে গণ্য করা হয়। তিনি ১৯ শতকের শেষ এবং ২০ শতকের শুরুর দিকে বাংলার নারী শিক্ষার উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারীর অবস্থান পরিবর্তনে অসামান্য ভূমিকা পালন করেন। বেগম রোকেয়ার রচনাবলি, যেমন "সুলতানার স্বপ্ন" ও "অবরোধবাসিনী," নারীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে বড় ভূমিকা রেখেছে।
প্রাচ্য
প্রাচ্য এর বিপরীত প্রতীচ্য
আবির্ভাব
আবির্ভাব এর বিপরীত হলো তিরোভাব
মিলন
মিলন এর বিপরীত হলো বিচ্ছেদ