গতানুগতিক
গতানুগতিক = গত + অনুগতিক
শুদ্ধোদন
শুদ্ধোদন = শুদ্ধ + ওদন
প্রত্যুষ
প্রত্যুষ = প্রতি + ঊষ
ক্ষুৎপিপাসা
ক্ষুৎপিপাসা = ক্ষুধ্ + পিপাসা
দুর্গতি
দুর্গতি = দুঃ + গতি
ঘরমুখো
ঘরমুখো = = ঘরের দিকে মুখ যার = প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস
পঙ্কজ
পঙ্কজ = পঙ্কে জন্মে যা = উপপদ তৎপুরুষ সমাস
একগুঁয়ে
একগুঁয়ে = এক দিকে গোঁ যার = সমানাধিকরণ বহুব্রীহি
যুধিষ্ঠির
যুধিষ্ঠির = যুদ্ধের স্থির থাকে যে = অলুক তৎপুরুষ সমাস
মুখচন্দ্র
মুখচন্দ্র = = মুখ চন্দ্রের ন্যায় = উপমিত কর্মধারয়
শরতের শিশির
শরতের শিশির = সুসময়ের বন্ধু = আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাকো?
পাথরে পাঁচ কিল
পাথরে পাঁচকিল = অত্যন্ত সৌভাগ্য = শেয়ার ব্যবসায় লাভ হয়ে আজ মনে হচ্ছে আমার জীবনে পাথরে পাঁচ কিল এসেছে।
ঝাঁকের কৈ
ঝাঁকের কৈ = একই দলের লোক = স্বার্থের কারণে আজ জামাল এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।
অকাল বোধন
অকাল বোধন = অসময়ের জাগরণ = সবকিছু হারিয়ে আজ সুমনের অকাল বোধন হয়েছে।
কাক ভূষণ্ডি
কাক ভূষণ্ডি = সম্পূর্ণ ভেজা
হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা = জিঘাংসা
যা বলা হয় নি
যা বলা হয় নি = অনুক্ত
যার অন্য কোনো উপায় নেই
যার অন্য কোনো উপায় নেই = নিরুপায়
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল।
যে পুরুষ বিয়ে করেছে
যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার
Mourning
Mourning = Mourn
Spirit
Spirit = Spirit
Terror
Terror =Terrorize
Type
Type = Type
Vitality
Vitality = Vitalize
Priest
Priest = Priestess
Actor
Actor = Actress
Buck-rabbit
Buck-rabbit = Doe -rabbit
Duke
Duke = Duchess
Milkman
Milkman = Milkmaid
You should do the work. (Imperative)
You should do the work. (Imperative)
= Do the work.
He plays football. (Imperative)
He plays football. (Imperative)
= Let him play football.
I know him. (Complex)
I know him. (Complex)
= I know who he is.
Nobody likes him. (Interrogative)
Nobody likes him. (Interrogative)
= Does anybody like him?
Everything in the shop was costly. (Negative)
Everything in the shop was costly. (Negative)
= Nothing in the shop was cheap.
There are lots of things to do.
There are lots of things to do.
= There are lots of things to be done.
I know him.
I know him.
= He is known to me.
You can do it.
You can do it.
= It can be done by you.
Is he eating fruit?
Is he eating fruit?
= Is fruit being eaten by him?
Let her sing a song.
Let her sing a song.
= Let a song be sung by him.
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য ৫ মিটার ।
রাস্তাসহ বাগানের প্রস্থ মিটার ।
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল বর্গমিটার ।
শুধু বাগানের ক্ষেত্রফল বর্গমিটার।
∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৭৫ - ৩১৫ = ১৬০ বর্গমিটার।
অতএব, মোট খরচ হবে টাকা।
দেওয়া আছে,
এখন, L.H.S=
=
=
মান বসিয়ে পাই,
=(2)2−2
=4−2
=2
আবার,
R.H.S=
=
=
=
মান বসিয়ে পাই ,
=(2)2−2
=4−2
=2
অতএব, (প্রমাণিত)
ধরি, মিনারটির উচ্চতা = x মিটার
tan 300 = AB/BC
1/√3 = x/20
x = 20/√3
মিনারটির উচ্চতা = 20/√3 মিটার।
ভূমি জরিপ ৪ প্রকার যথা ভূ সংস্থানিক, কিস্তোয়ার, নগর, প্রকৌশল।
থিওডোলাইট :
থিওডোলাইট হল মনোনীত দৃশ্যমান বিন্দুগুলোর মধ্যবর্তী কোণ অনুভূমিক এবং উল্লম্ব তল বরাবর পরিমাপের জন্য একটি নির্ভুল আলোক যন্ত্র। প্রচলিতভাবে ভূমি জরিপের জন্য ব্যবহৃত হলেও বিল্ডিং এবং অবকাঠামো নির্মাণেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আবহাওয়া এবং রকেট লঞ্চের মত বিশেষায়িত প্রয়োগগুলোতেও এটি ব্যবহৃত হয়।
মৌজা
মৌজা = মৌজা হচ্ছে রাজস্ব আদায়ের সর্বনিম্ন একক-এলাকা। এটি ভূমি জরিপের একটি ভৌগলিক ইউনিট।
জেএল নম্বর
জেএল নম্বর = জেএল নম্বর (Jurisdiction List Number) থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নম্বর দ্বারা চিন্থিত করা হয়। মৌজার এ নম্বরকে জেএল নম্বর বলে।
খতিয়ান
খতিয়ান = মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা (অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।
পর্চা
পর্চা = কোন জরিপ যখন সম্পন্ন হয় তখন চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হওয়ার পর মালিকানার বিবরণ সম্বলিত বিবরণী হল খতিয়ান। কিন্তু জরিপের প্রাথমিক পর্যায়ে জমির মালিককে যে খসড়া মালিকানার বিবরণী দেয়া হয় তাকে পর্চা বলে।
তফসিল
তফসিল = তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরণ।
কোন মৌজার নকশা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে মৌজায় যে কাঠামো স্থাপন করা হয় সেটাই ট্রাভার্স। ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো ওপেন ট্রাভার্সিং, বন্ধ ট্রাভার্সিং, চেইন ট্রাভার্সিং, কম্পাস ট্র্যাভার্সিং, থিওডোলাইট ট্রাভার্সিং, প্লেন টেবিল ট্রাভার্সিং।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন তৎকালীন পাকিস্তান সরকারের চলচ্চিত্র বিভাগের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আবুল খায়ের, যিনি ভাষণের ভিডিও ধারণ করেন।
ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ অনুযায়ী ভূমি উন্নয়ন কর কত বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে?
ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ অনুযায়ী ভূমি উন্নয়ন কর ২৫ বিঘা পর্যন্ত মওকুফ করা হয়েছে
বিশ্বের প্রথম AI শিশুর নাম কী?
বিশ্বের প্রথম AI শিশুর নাম Tong Tong (টং টং)
বিশ্ব ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?
বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয় ১৫ মার্চ
বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর প্রধান লক্ষ্য লিখুন।
বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর প্রধান লক্ষ্য হলো- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা
কত ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে?
৬০ ডেসিবল অধিক মাত্রার শব্দ পরিবেশকে দূষিত করে
বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লিখুন।
বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ ভেড়ামারায় অবস্থিত। ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ১৯৭৬ সালে। তখন দুটি ইউনিট থেকে মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। প্রতিটি প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিলো ২০ মেগাওয়াট।
QR Code এর পূর্ণরূপ লিখুন।
QR Code এর পূর্ণরূপ Quick Response Code (কুইক রেসপন্স কোড)
একটি ডিজিটাল মুদ্রার নাম লিখুন।
একটি ডিজিটাল মুদ্রার নাম হলো বিটকয়েন
‘বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহাসিক স্থান’ হিসেবে ঘোষণা করেছে?
‘বাংলাদেশের ষাট গম্বুজ মসজিদকে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহাসিক স্থান’ হিসেবে ঘোষণা করেছে
কৃত্রিমভাবে তৈরি জীবজন্তুর অভয়ারণ্য যেখানে প্রাণীরা খোলামেলা বিচরণ করে তাকে কী বলে?
কৃত্রিমভাবে তৈরি জীবজন্তুর অভয়ারণ্য যেখানে প্রাণীরা খোলামেলা বিচরণ করে তাকে সাফারি পার্ক বলে
সবুজ অর্থনীতি কী?
পরিবেশের ক্ষতিসাধন না করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে অর্থনৈতিক উন্নয়নই সবুজ অর্থনীতি।
মহান মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি?
জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য যা ১৯৭৩ সালে ভাস্কর আবদুর রাজ্জাক নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটিই প্রথম ভাস্কর্য।
‘সংবিধান ও আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা, নাগরিক দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য’- সংবিধানের ২১ (১) নং অনুচ্ছেদে বলা হয়েছে
ম্যাগসেসে পুরস্কার ২০২৩ বিজয়ী বাংলাদেশীর নাম লিখুন।
ম্যাগসেসে পুরস্কার ২০২৩ বিজয়ী বাংলাদেশীর নাম হলো করভী রাখসান্দ
বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%।
সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার। কিছু কিছু অফিস শনিবার খোলা থাকে।
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৮৮০
আন্তর্জাতিক সময় অঞ্চল: বিএসটি (জিএমটি +৬ ঘণ্টা)
জনগণ
জনসংখ্যা : ১৬.১৭ কোটি (সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
পুরুষ : ৮.১০ কোটি
মহিলা : ৮.০৭ কোটি
শিক্ষার হার : ৬৩.৬%
ভাষা :
বাংলা (জাতীয় ভাষা) - ৯৫% জনগণ
অন্যান্য ভাষা - ৫%
ইংরেজির ব্যবহার প্রচলিত আছে।
ধর্ম
মুসলিম - ৮৬.৬%,
হিন্দু - ১২.১%
বৌদ্ধ - ০.৬%
খ্রিস্টান - ০.৪% এবং
অন্যান্য - ০.৩%.
বয়স-ভিত্তিক বণ্টন :
০-১৪ বছর : ৩০.৮%
১৫-৪৯ বছর : ৫৩.৭%
৫০-৫৯ বছর : ৮.২%
৬০ বছরের ঊর্ধ্বে : ৮.১%
(সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
জনসংখ্যার বৃদ্ধির হার: ১.২২%
জন্মহার: প্রতি হাজারে ১৮.৮ জন
মৃত্যুহার : প্রতি হাজারে ৫.১ জন
লিঙ্গ বণ্টন :
লিঙ্গ অনুপাত (প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ) : ১০০.৩
উর্বরতা হার : নারীপ্রতি ২.৩ শিশু (সূত্র)
জাতিগোষ্ঠী:
বাঙালি : ৯৮%
ক্ষুদ্র নৃ গোষ্ঠী : ২%
প্রধান নৃ গোষ্ঠীসমূহ : চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মনিপুরী, ত্রিপুরা, তনচংগা
ভূগোল
ভৌগোলিক অবস্থান :
২৬° ৩৮' উত্তর অক্ষাংশ থেকে ২০° ৩৪' উত্তর অক্ষাংশ এবং
৮৮° ০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশ
আয়তন : ১৪৭,৫৭০ বর্গকিমি (ভূমি : ১৩৩,৯১০ বর্গকিমি, জলজ : ১০,০৯০ বর্গকিমি)
সীমানা :
উত্তরে ভারত (পশ্চিমবঙ্গ আর মেঘালয়)
পশ্চিমে ভারত (পশ্চিম বঙ্গ )
পূর্বে ভারত (ত্রিপুরা ও আসাম) এবং মিয়ানমার
দক্ষিণে বঙ্গোপসাগর
সীমানা দৈর্ঘ্য : ৪,২৪৬ কিমি. (মায়ানমার : ১৯৩ কিমি., ভারত : ৪,০৫৩ কিমি.)
সমুদ্র সীমানা : ৫৮০ কিমি.
মহীসোপান : মহাদ্বীপীয় মার্জিন বাইরের সীমা অবধি
বিশেষ অর্থনৈতিক এলাকা : ২০০ নটিক্যাল মাইল
সমুদ্র এলাকা : ১২ নটিক্যাল মাইল
ভুমির ধরন : প্রধানত সমভুমি, পূর্ব ও দক্ষিনপূর্বে পাহাড়ি ভুমি
রাজধানী : ঢাকা
এলাকাভিত্তিক পরিসংখ্যান :
বিভাগ ৮টি - ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর,ময়মনসিংহ
জেলা ৬৪ টি
উপজেলা ৪৯১ টি
প্রধান নদীসমূহ : পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রম্মপুত্র, কর্ণফুলী, তিস্তা, শীতলক্ষ্যা, রূপসা, মধুমতি, গড়াই, মহানন্দা
জলবায়ু
জলবায়ুর ধরন : উপ ক্রান্তীয় মৌসুমি বায়ু
গড় তাপমাত্রা : শীতকালে ১১° সি - ২০° সি (অক্টোবর - ফেব্রুয়ারি)
গ্রীষ্মকালে ২১° সি - ৩৮° সি (মার্চ - সেপ্টেম্বর)
বৃষ্টিপাত : ১১০০ মিমি. - ৩৪০০ মিমি. (জুন - আগস্ট)
আর্দ্রতা :
সর্বোচ্চ ৯৯% (জুলাই),
সর্বনিম্ন ৩৬% (ডিসেম্বর - জানুয়ারি)
অর্থনীতি
অর্জন : বাংলাদেশ D-8 এর সদস্য।
গোল্ডম্যান স্যাস কর্তৃক “Next Eleven Economy of the world” হিসেবে বিবেচিত।
মাথাপিছু আয় : $১,৬০২ (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭)
জিডিপি প্রবৃদ্ধি (%) : ৭.২৪ (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭)
দারিদ্র্যের হার : ২৩.৫% (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭)
মানব উন্নয়ন সূচকে অবস্থান : ১৩৯ তম
আন্তর্জাতিক অনুদান নির্ভরতা: ২%
প্রধান ফসল : ধান, পাট, চা, গম, আঁখ, ডাল, সরিষা, আলু, সবজি, ইত্যাদি।
প্রধান শিল্প : পোশাকশিল্প (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), পাট (বিশ্বের সর্ববৃহৎ উৎপাদনকারী), চা, সিরামিক, সিমেন্ট, চামড়া, রাসায়নিক দ্রব্য, সার, চিংড়ি প্রক্রিয়াজাত, চিনি, কাগজ, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, ঔষধ, মৎস্য।
প্রধান রপ্তানি : পোশাক (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), হিমায়িত চিংড়ি, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি, পাট ও পাটজাত দ্রব্য (পাট উৎপাদনে বাংলাদেশ প্রথম), সিরামিক্স, আইটি আউটসোর্সিং, ইত্যাদি।
প্রধান আমদানি : গম, সার, পেট্রোলিয়াম দ্রব্যাদি, তুলা, খাবার তেল, ইত্যাদি।
প্রধান খনিজ সম্পদ : প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, চিনামাটি, কাচ বালি, ইত্যাদি।
মুদ্রা : টাকা (বিডিটি - প্রতীক ৳)
১০০০, ৫০০, ১০০, ৫০, ২০, ১০, ৫, ২, ও ১ টাকার নোট আর
৫০, ২৫, ১০, ৫, ২৫, ১০, ৫ ও ১ পয়সা
শ্রমিক বণ্টন: ৫.৪১ কোটি
পুরুষঃ ৩.৭৯ কোটি,
নারীঃ ১.৬২ কোটি (সূত্র : বিইএস)
শিল্প-ভিত্তিক শ্রমিক বণ্টন:
কৃষি : ৪৮.৪%,
শিল্প : ২৪.৩%,
অন্যান্য : ২৭.৩%
সুত্র : বাংলাদেশ পরিসংখান ব্যুরো
পরিবহন ব্যবস্থা : সড়ক, আকাশপথ, রেল, নদীপথ (বিস্তারিত)
ইপিজেড : ঢাকা, উত্তরা, আদমজী, চট্রগ্রাম, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী, এবং মংলা।
ঐতিহাসিক দিনসমূহ
স্বাধীনতা দিবস: ২৬ মার্চ
বিজয় দিবস: ১৬ ডিসেম্বর
শহীদ দিবস: ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিচিত)
পর্যটন
পর্যটন আকর্ষণ: ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজার, কাপ্তাই, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুয়াকাটা, বগুড়া, খুলনা, সুন্দারবন, সিলেট, রাজশাহী, দিনাজপুর, এবং কুমিল্লা
বিমানবন্দর: ঢাকা (আন্তর্জাতিক), চট্রগ্রাম (আন্তর্জাতিক), সিলেট (আন্তর্জাতিক), যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল, কক্সবাজার
আরও তথ্য: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন
তথ্য প্রযুক্তি (আইটি)
জাতীয় ডোমেইন: .bd
ইন্টারনেট অনুপ্রবেশ : ৬.৬৭ কোটি (২০১৭) সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
মোবাইল ব্যাবহারকারী : ১২ কোটি ৮৩ লক্ষ (২০১৭) সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
মোবাইল অনুপ্রবেশ : জনসংখ্যার ৮০%
বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রম
জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ
৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ
জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বের ৭ম বৃহৎ দেশ, ১০ কোটির উপর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ (সূত্র)
গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত, যা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ
কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত
জিডিপির দিক থেকে, বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ৩৫তম দেশ কিন্তু জিডিপি বৃদ্ধির দিক থেকে পৃথিবীর ২৮তম অর্থনীতি (সূত্র)
বাংলাদেশের পোশাকশিল্প পৃথিবীর ২য় বৃহত্তম পোশাকশিল্প (সূত্র)
পৃথিবীর সর্ববৃহৎ পাট উৎপাদনকারী দেশ (পাট উদ্ভিজ্জ আঁশের মধ্যে উৎপাদনের দিক দিয়ে ২য়, তুলার পরেই অবস্থান)
সুন্দরবন (বাংলাদেশ ও ভারত) পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন
বাংলাদেশের পোশাকশিল্পে নূন্যতম মজুরি পৃথিবীর সর্বনিম্ন (বেসরকারি সুত্র)
দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশে দীর্ঘতম সড়ক টানেল কোনটি?
বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গপথ।
বাংলাদেশের সর্ব পূর্ব ও সর্ব পশ্চিমের উপজেলা কোনটি?
বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা থানচি এবং সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
যুক্তরাষ্ট্রের দুইটি রাজনৈতিক দলের নাম লিখুন।
যুক্তরাষ্ট্রের দুইটি রাজনৈতিক দলের নাম হলোঃ রিপাবলিকান পার্টি, ডেমোক্রাটিক পার্টি
ITI কী?
ITI এর পূর্ণরূপ Industrial Training Institute. আইটিআই অর্থাৎ ‘ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট’ এটি একটি শিল্প বা বৃত্তিমূলক কোর্স।