গতানুগতিক
গতানুগতিক = গত + অনুগতিক
শুদ্ধোদন
শুদ্ধোদন = শুদ্ধ + ওদন
প্রত্যুষ
প্রত্যুষ = প্রতি + ঊষ
ক্ষুৎপিপাসা
ক্ষুৎপিপাসা = ক্ষুধ্ + পিপাসা
দুর্গতি
দুর্গতি = দুঃ + গতি
ঘরমুখো
ঘরমুখো = = ঘরের দিকে মুখ যার = প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস
পঙ্কজ
পঙ্কজ = পঙ্কে জন্মে যা = উপপদ তৎপুরুষ সমাস
একগুঁয়ে
একগুঁয়ে = এক দিকে গোঁ যার = সমানাধিকরণ বহুব্রীহি
যুধিষ্ঠির
যুধিষ্ঠির = যুদ্ধের স্থির থাকে যে = অলুক তৎপুরুষ সমাস
মুখচন্দ্র
মুখচন্দ্র = = মুখ চন্দ্রের ন্যায় = উপমিত কর্মধারয়
শরতের শিশির
শরতের শিশির = সুসময়ের বন্ধু = আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাকো?
পাথরে পাঁচ কিল
পাথরে পাঁচকিল = অত্যন্ত সৌভাগ্য = শেয়ার ব্যবসায় লাভ হয়ে আজ মনে হচ্ছে আমার জীবনে পাথরে পাঁচ কিল এসেছে।
ঝাঁকের কৈ
ঝাঁকের কৈ = একই দলের লোক = স্বার্থের কারণে আজ জামাল এ রকম করছে, কাজ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে যাবে।
অকাল বোধন
অকাল বোধন = অসময়ের জাগরণ = সবকিছু হারিয়ে আজ সুমনের অকাল বোধন হয়েছে।
কাক ভূষণ্ডি
কাক ভূষণ্ডি = সম্পূর্ণ ভেজা
হনন করার ইচ্ছা
হনন করার ইচ্ছা = জিঘাংসা
যা বলা হয় নি
যা বলা হয় নি = অনুক্ত
যার অন্য কোনো উপায় নেই
যার অন্য কোনো উপায় নেই = নিরুপায়
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ = শ্বাপদসংকুল।
যে পুরুষ বিয়ে করেছে
যে পুরুষ বিয়ে করেছে = কৃতদার