১০ দ্রাঘিমা পার্থক্যেরজন্য সময়ের পার্থক্য = ৪ মিনিট
১০.৫০ দ্রাঘিমা পার্থক্যের জন্য সময়ের পার্থক্য = ৪ × ১০.৫ মিনিট= ৪২ মিনিট
চট্টগ্রামে যখন ১২:০০তখন তখন দিল্লির সময় ১২ঘ: - ০ঘ৪২মি. = ১১ঘ ১৮মি.
দৈর্ঘ্য বরাবর রাস্তাটির ক্ষেত্রফল= ৪০ ১.৫ বর্গমিটার
= ৬০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল = (৩০ ১.৫) ১.৫ বর্গমিটার
= ২৮.৫ ১.৫ বর্গমিটার
= ৪২.৭৫ বর্গমিটার
অতএব, রাস্তাদ্বয়ের ক্ষেত্রফল = (৬০ + ৪২.৭৫) বর্গমিটার
= ১০২.৭৫ বর্গমিটার
উত্তর: রাস্তাদ্বয়ের মোট ক্ষেত্রফল ১০২.৭৫ বর্গমিটার।
আমরা জানি, 1/2 ভূমি উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
=> 1/2 18 উচ্চতা = 216
=> উচ্চতা = 24 মিটার
আয়তাকার অফিসটির প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = ৩x = মিটার
এবং ক্ষেত্রফল = ৩x x = ৩x² বর্গমিটার
প্রশ্নমতে, ৩x² = ১১০২.৫০/৭.৫০
⇒ x² = ১৪৭/৩
∴ x = ৭
∴ অতএব, প্রস্থ = ৭ মিটার, এবং দৈর্ঘ্য= (৩৭) মিটার বা ২১ মিটার
উত্তর: দৈর্ঘ্য ২১ মিটার এবং প্রস্থ ৭ মিটার
আমরা জানি, 1 কি.মি = 1000 মিটার
∴ 1.75 কি.মি = 1750 মিটার
40 বার ঘুরে 1750 মিটার পথে
1 “ ” “ ”
= 43.75 মিটার
যেহেতু চাকা ১ বার ঘুরলে তার পরিধির সমান ঘুরে,
সুতরাং চাকার পরিধি, 2πr = 43.75
= 6.96 মিটার
উত্তর: 6.96 মিটার