একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, এর উচ্চতা নির্ণয় করুন।
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ধানে চাল ও তুষের পরিমাণ ৭:৩ হলে এতে শতকরা কত পরিমাণ চাল আছে?
একটি গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান হতে গাছের শীর্ষের উন্নতি 60° হলে গাছটির উচ্চতা নির্ণয় করুন।
২০ জন শ্রমিক একটি পুকুর ৩০ দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক ২০ দিনে পুকুরটি খনন করতে পারবে?
রফিক একটি কাজ ১০ দিনে করতে পারে। শফিক ঐ কাজ ১৫ দিনে করতে পারে। তারা দুই জন একত্রে ঐ কাজ কতদিনে করতে পারবে?