"বন্যা" শব্দের চলিত রূপ কী?
বন্য শব্দের চলিত রূপ হল “বুনো”
"কৃষ্টি" শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন।
কৃষ+তি = কৃষ্টি
"পেয়ারা" কোন ভাষা থেকে আগত শব্দ?
"পেয়ারা "শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ হতে
বাংলা ছন্দ কত রকমের?
বাংলাছন্দকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়
"কল্লোল" শব্দটির অর্থ কী?
মহাতরঙ্গ, শব্দকারী তরঙ্গ; কলরব, পরম আহ্লাদ; মহানন্দ।
ণ-ত্ব বিধান: যে নিয়মে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’-তে পরিণত হয়, তাকে ণ-ত্ব বিধান বলে। ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম:
১. ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ অথবা ং (অনুস্বার) থাকলে তার পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ, রেণু, পাষাণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
৩. ট বর্গের পূর্বে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড ইত্যাদি।
৪. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন’ হয়, ‘ণ’ হয় না। যেমন: দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি।
সন্ধি (সন্ধি বিচ্ছেদ করুন)
সম + √ধি + ই = সন্ধি
অপচয় (বিপরীত শব্দ লিখুন)
অপচয় এর বিপরীত শব্দ হলো - সঞ্চয়
চক্ষুদান করা (বাগধারাটির অর্থ কী)
চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা
সাহেব, বিবি ও গোলাম (কোন ধরনের সমাস)
তিন বা বহু পদে দ্বন্দ্ব সমাস হলে তাকে বহুপদী দ্বন্দ্ব সমাস বলে। যেমন: সাহেব-বিবি-গোলাম, হাত-পা-নাক-মুখ-চোখ।
পুকুরে মাছ আছে (পুকুরে কোন কারকে কোন বিভক্তি)
'পুকুরে মাছ আছে'- এখানে 'পুকুর' কোন অধিকরণ কারক? ঐকদেশিক অধিকরণ কারকঃ বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে৷ যেমন - পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে) । বনে বাঘ আছে ( বনের যেকোনো এক স্থানে)।
By hook or by crook
By hook or by crook = They will have the fuel by hook or by crook.
A man of letters
A man of letter = Mr.Hasan is a man of letter
Make a day
Make a day = They're going to make a day of it.
A black ship
I hope that, from 2004, the digital tachograph will prevent black sheep from finding new boltholes!
Safe and sound
Ox (make it plural)
He has a reputation ___ eloquence (fill the gap with appropriate preposition)
He has a reputation for eloquence
Do or die (make it complex)
One of the girls (have) done it (use right form of verb)
When water ____, it turns into ice (fill the gap appropriately).
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী?
১ ফুট = কত মিটার?
log10 1000 = কত?
শতকরা কত?
a2 + 25b2 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ রাশি হবে?
"শেষের কবিতা" কোন ধরনের রচনা?
ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি?
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কী?
স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট জেলা কোন সেক্টরের অধীন ছিলো?
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
বাংলাদেশের জাতীয় পতাকার দৈঘ্য ও প্রস্থের অনুপাত কত?
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি?
ছন্দের জাদুকর কে?
ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?
RAM এর পূর্ণরূপ কী?
সিলেট জেলায় কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?
কী-বোর্ডে কতটি ফাংশন কী থাকে?
পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা কে?
Poet of politics নামে কে আখ্যায়িত?
সিলেটের আদি নাম কি?
T20 বিশ্বকাপ-২০২৪ কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে?
2024 সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কী?
ইমেইল এর ক্ষেত্রে cc এর পূর্ণরূপ কী?