একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?
তামা, দস্তা ও রুপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দত্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ৩৮ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে?
একটি শিকল রেখা হতে আঁকা বাঁকা সীমানা রেখায় ১৫ মিটার পরপর নিমরূপ অফসেট পাওয়া গেল। শিকল রেখা ও সীমানার মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল কত?
অফসেট সমূহঃ ০.০০, ২.৭৫, ৩.৮৫, ৩.৮০, ৪.৭০, ৩.৬৫, ৫.০০, ৫.৯০
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
একটি কাজ ‘ক’ ২০ দিনে, ‘খ’ ৩০ দিনে এবং ‘গ’ ৬০ দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে ‘খ’ এবং প্রতি চতুর্থ দিনে ‘গ’, ‘ক’ কে সাহায্য করলে ঐ কাজটি কত দিনে সম্পন্ন হবে?
এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্যমূল্যের উপর ১০% ছাড় দিয়ে ২০% লাভ করে। দ্রব্যটির ক্রয়মূল্য ৩০০ টাকা হলে ঐ দ্রব্যটির ধার্যমূল্য কত টাকা?