চেষ্টায় সব হয়।
চেষ্টায় সব হয়। = করণে ৭মী
ভিক্ষুককে ভিক্ষা দাও।
ভিক্ষুককে ভিক্ষা দাও। = কর্মে শূন্য
বাঘকে ভয় পায় না কে?
বাঘকে ভয় পায় না কে? = অপাদানে ২য়া
তিলে তৈল আছে।
তিলে তৈল আছে। – অধিকরণে ৭মী
গাড়ি স্টেশন ছাড়ে।
গাড়ি স্টেশন ছাড়ে। = অপাদানে শূন্য
এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন।
এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন। = কর্মে ৭মী
অনুদিত
অনূদিত
অনুদিত = যা উদিত হয়নি;
অনূদিত – ভাষান্তরিত
অসুর
অশূর
অসুর = দৈত্য,
অশূর = যে বীর নয়
এন
এণ
এন = দোষ,
এণ = হরিণ
পরিচ্ছন্ন
পরিচ্ছিন্ন
পরিচ্ছন্ন = পরিষ্কার,
পরিচ্ছিন্ন = সসীম
Knowledge without conscience is but the ruin of soul
The science of today is the technology of tomorrow.
The phrase "science of today is the technology of tomorrow" suggests that the scientific discoveries and advancements made today lay the foundation for the technology that will shape our future. In other words, scientific research and experimentation lead to the development of new technologies that can improve our lives, drive innovation, and solve complex problems.
Scientists explore the unknown, conduct experiments, and generate new knowledge about the natural world. This knowledge can then be applied to create new technologies and tools that can revolutionize various industries, improve healthcare, enhance communication, and address environmental challenges, among other things.
For instance, breakthroughs in fields such as biotechnology, artificial intelligence, nanotechnology, and renewable energy are all based on scientific research that has been translated into practical applications and technologies. These advancements often have the potential to transform society and drive economic growth.
Therefore, the saying emphasizes the close relationship between science and technology, highlighting how scientific discoveries serve as the building blocks for the technological innovations that will shape our future
He is suspected ............. receiving stolen goods.
He is suspected of receiving stolen goods.
We urged ...... him to consider it.
We urged upon him to consider it.
He is ......... a liar and a villain.
He is both a liar and a villain.
Is he competent ......... the work?
Is he competent for the work?
Time and tide ........ for none.
Time and tide wait for none.
No country should yield........ foreign pressure.
No country should yield to foreign pressure.
A trying time
A trying time = দুঃসময়; They have had a very trying time indeed.
Fade away
Fade away = গুরুত্ব হারানো; As the years passed, the memories faded away.
A black sheep
A black sheep = কুলাঙ্গার; He is a black sheep.
By dint of
By dint of = বদৌলতে; I succeeded by dint of hard work
Day dream
Day dream = দিবাস্বপ্ন; We should not kill time in day dreams.
Dead loss
Dead loss = অকার্যকর; Yesterday's meeting was a dead loss nothing was decided.
পুকুরটির দৈর্ঘ্য = ৩২ মিটার
পুকুরটির প্রস্থ = ২০ মিটার
পুকুরটির গভীরতা = ৩ মিটার
সুতরাং পুকুরটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ৩২ × ২০ × ৩ = ১৯২০ ঘনমিটার।
০.১ ঘনমিটার পানি সেচতে সময় লাগে ১ সেকেন্ড
সুতরাং ১ ঘনমিটার পানি সেচতে সময় লাগে = ১/০.১ সেকেন্ড
সুতরাং ১৯২০ ঘনমিটার পানি সেচতে সময় লাগে = ১৯২০/০.১ = ৩২০ মিনিট = ৫ ঘন্টা ২০ মিনিট।
যদি a4+ a2b2+1 +b4 = 3 এবং a2 + ab + b2 = 3 হয়, তবে a2 + b2 এর মান কত?
দেয়া আছে, a4 + a2 b2 + b4 = 3…………(i)
এবং a2+ab+b2= 3………….(ii)
(i) সমীকরণ হতে পাই, a4+a2b2+b4=3
এখন (ii) এবং (iii) নং সমীকরণ যোগ করে পাই
প্রমাণ করুন যে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
CPU এর পূর্ণরূপ কী? কোন কোন অংশ নিয়ে গঠিত?
CPU এর পূর্ণরূপ Central Processing Unit.. ৩টি অংশ নিয়ে CPU গঠিত। 1.ALU, 2. Control Unit 3 3. Register
'কম্পিউটার মেমরি' কাকে বলে? মেমরি প্রধানত কত প্রকার?
কম্পিউটারে ডাটা ইনপুট ও আউটপুটের জন্য যে স্টোরেজ ব্যবহার করা হয় তাকে কম্পিউটার মেমরি বলে। মেমরি প্রধানত ২ প্রকার।
'সফটওয়্যার' কী? সফটওয়্যার প্রধানত কত প্রকার?
সফটওয়্যার হলো কোন নির্দিষ্ট কাজ করার জন্য একগুচ্ছ প্রোগ্রামের সমষ্টি। যেমন: বিজয়, মাইক্রোসফট অফিস, গুগল ক্রোম ইত্যাদি। সফটওয়্যার ২ প্রকার।
৪টি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম লিখুন।
৪টি আধুনিক কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম হলোঃ Windows, Linux, MacOS, Unix
Virus এর পূর্ণরূপ কী? কোন বিজ্ঞানী এর নামকরণ করেন?
Virus এর পূর্ণরূপ Vital Information Resources under Siege; এর নামকরণ করেন ফ্রেড কোহেন
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী? কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ এটি তৈরি করেন?
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপীলিকা; শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ এটি তৈরি করেন
'মেনুবার' এ কয়টি মেনু থাকে? MS Word এ কোন মেনুতে Symbol থাকে?
'মেনুবার' এ ১১ মেনু থাকে। Insert মেনুতে Symbol থাকে।
এক্সেল কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম? MS Excel এ মোট কয়টি Row আছে?
এক্সেল স্প্রেডশীট প্যাকেজ প্রোগ্রাম। ১০৪৮৫৭৬ টি
কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কী কী?
কম্পিউটার নেটওয়ার্ক কত ৪ প্রকার। যথা, PAN, LAN, MAN, WAN
মাইক্রোপ্রসেসর কী? কেন একে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়?
কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি কম্পিউটার প্রক্রিয়াকরণের সাথে জড়িত যাবতীয় নির্দেশাবলী এবং কাজ সম্পাদন করে থাকে তাকে মাইক্রোপ্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
কম্পিউটারের সকাল গাণিতিক যুক্তি মাইক্রোপ্রসেসর সম্পাদন হয়ে থাকে বিধায় একে কম্পিউটারের মস্তিস্ক বলা হয়।
মাদার বোর্ড কী? মাদার বোর্ডের ২টি অংশের নাম লিখুন।
মাদারবোর্ড হচ্ছে মুল সার্কিট বোর্ড যা সিপিইউ, স্টোরেজ ডিভাইজ, গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড সহ কম্পিউটারের যাবতীয় হার্ডওয়ার গুলোর হোম বেইজ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
আধুনিক কম্পিউটারের জনক কে? তিনি কোন দেশের নাগরিক?
চার্লস ব্যাবেজ আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত। চার্লস ব্যাবেজ ইংল্যান্ড (বর্তমানের যুক্তরাজ্য) এর নাগরিক ছিলেন।
চতুর্থ প্রজন্মের কম্পিউটার বলতে কি বোঝায়? WWW কী?
১৯৭১ সালে Large Scale Integration ও Very Large Scale Integration মাইক্রোপ্রসেসর এবং সেমিকোন্ডাকটর মেমোরি দিয়ে তৈরিকৃত কম্পিউারই মূলত চতুর্থ প্রজন্মের কম্পিউটার। WWW = World Wide Web