একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পুকুরের পানির গভীরতা ৩ মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানিশূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে?
তুহিন ২৪০ টাকায় কিছু ডিম কিনল। সে যদি ১টি ডিম বেশি পেত তবে প্রতিটি ডিমের দাম গড়ে ১ টাকা কম হত। সে কতটি ডিম কিনেছিল?
৫+৮+১১+১৪+………ধারাটির কততম পদ ৩৮৩?
২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সে মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
একটি ভেড়া ৮% ক্ষতিতে বিক্রয় করা হলে, ভেড়াটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ভেড়াটির ক্রয়মূল্য নির্ণয় করুন।