প্রচ্ছদ
প্রচ্ছদ = প্র+ছদ
উচ্চারণ
উচ্চারণ = উৎ+চারণ
বনস্পতি
বনস্পতি = বনঃ+পতি
যথেষ্ট
যথেষ্ট = যথা+ইষ্ট
পরোক্ষ
পরোক্ষ = অক্ষির অগোচরে (অব্যয়ীভাব সমাস)
প্রতিবাদ
প্রতিবাদ = বিরুদ্ধ বাদ (অব্যয়ীভাব সমাস)
অন্তরীপ
অন্তরীপ = অন্তর্গত অপ যার (নিপাতনে সিদ্ধ বহুব্রীহি)
বিপদাপন্ন
বিপদাপন্ন = বিপদকে আপন্ন (২য়া তৎপুরুষ সমাস)
চাঁদের হাট
চাঁদের হাট (প্রিয়জনের সমাগম): চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে।
শাঁখের করাত
শাঁখের করাত (উভয় সংকট)= বড় সাহেবের অপকর্মের কথা বললে চাকরি থাকবে না, আবার এত বড় একটি অন্যায় মেনে নিতেও পারছি না; আমি পড়েছি শাঁখের করাতে।
সাক্ষী গোপাল
সাক্ষী গোপাল (নিষ্ক্রিয় দর্শক) কিছুই যখন বলতে পারবে না তাহলে সাক্ষী গোপালের মতো এখানে বসে আছো কেন?
ভূষণ্ডির কাক
ভূষণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি)= বিট্রিশ বিরোধী আন্দোলন সম্পর্কে সে অবগত, কারণ সে ভূষণ্ডির কাক।
যা নিবারণ করা কষ্টকর
যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার
যা পূর্বে ছিল এখন নেই
যা পূর্বে ছিল এখন নেই- ভূতপূর্ব
যার উপস্থিত বুদ্ধি আছে
যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- ইতিহাসবেত্তা
International Mother Language Day is celebrated every year on February 21. It honors linguistic and cultural diversity worldwide. UNESCO proclaimed this day in 1999. The day commemorates the events of 1952 in Dhaka, Bangladesh. In 1952, students were martyred for advocating the recognition of their mother language, Bangla. The day highlights the importance of preserving native languages. These languages are crucial for cultural identity and heritage. Events like cultural programs, language festivals, and educational activities are held globally. Schools conduct special classes and activities to raise awareness among students. The day promotes unity and understanding among different linguistic communities.
Work hard or you can not prosper in life (Make it complex).
Work hard or you can not prosper in life (Make it complex).
= Unless you work hard, you cannot prosper in life.
Twenty years ago, I was leaving in Paris (Make it compound).
Twenty years ago, I was leaving in Paris (Make it compound).
= It was twenty years ago and I was living in Paris.
When he was four, he left his village (Make it complex).
When he was four, he left his village (Make it complex).
= At the age of four, he left his village.
In spite of his working hard, he failed in the examination (Make it interrogative).
In spite of his working hard, he failed in the examination (Make it interrogative).
= Though he worked hard, he failed in the examination.
Karim liked the late spring (Make it interrogative)
Karim liked the late spring (Make it interrogative)
= Didn't Karim like the late spring.
He ran away having (take) the money.
He ran away having taken the money.
The colour of his eyes (be) blue.
The colour of his eyes is blue.
I got the work (do) by him.
I got the work done by him.
He speaks as though (know) everything.
He speaks as though knew everything.
I would help him if he (want).
I would help him if he wanted.
কাল তেমন ঠান্ডা ছিল না।
কাল তেমন ঠান্ডা ছিল না।
= Yesterday there had not so cold.
এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল।
এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল।
= Once Dhaka was famous for Moslin.
তোমার বড় ভাই আমার ভাই এর চেয়ে বড়
তোমার বড় ভাই আমার ভাই এর চেয়ে বড়
= Your elder brother is taller than my brother.
রাজশাহীর আম খুবই সুস্বাদু।
রাজশাহীর আম খুবই সুস্বাদু।
= The mango of Rajshahi is very delicious.
গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন।
গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেছেন।
= Yesterday the honorable finance Minister presented the budget in Parliament.
মনেকরি, ৫টি লিচুর ক্রয়মূল্য = ৪টি লিচুর বিক্রয়মূল্য = ১ টাকা
তাহলে, ১টি লিচুর ক্রয়মূল্য টাকা
আবার, ১টি লিচুর বিক্রয়মূল্য টাকা
∴ লাভ
টাকা
শতকরা লাভ
= ২৫%
প্রদত্ত ধারাটি, ১২ + ২৪+৪৮ + ... + ৭৬৮
এখানে, ১ম পদ, a = ১২
সাধারণ অনুপাত r = ২৪ ÷ ১২ = ২
মনেকরি,
n তম পদ = ৭৬৮
∴ arn-১ = ৭৬৮
⇒ n = ৭
∴ আমরা জানি, গুণোত্তর ধারার ক্ষেত্রে,
n তম পদের সমষ্টি
∴ ৭ “ ” "
= ১৫২৪
L.H.S
=
= 1+3
= 4
= R.H.S
∴ L.H.S = R.H.S (Showed)
সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়
NATO-North Atlantic Treaty Organization.
SDG- Sustainable Development Goals
সার্বজনীন পেনশন স্কিম চালু হয় ১৭ আগস্ট, ২০২৩ সালে।
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ ৭টি।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ ৭৯৭০০০ কোটি টাকা।
দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম পঞ্চগড়।
দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল মীরসরাই অর্থনৈতিক অঞ্চল।
মহান মুক্তিযুদ্ধে সাব-সেক্টর ৬৪টি।
বাংলাদেশের ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়
টি-২০ বিশ্বকাপ-২০২৪ এ ২০টি দেশ অংশগ্রহণ করছে
ইরানের অর্ন্তবর্তীকালীন প্রেসিডেন্টের নাম মোহাম্মদ মোখবার।
বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম আমার দেখা নয়াচীন (২০২০)
SDG এর প্রথম গোল দারিদ্র্য বিলোপ
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১২ মে, ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়