কর অঞ্চল- ২৫, ঢাকা || অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (05-07-2024) || 2024

All

10x3-9x2-144x-81 রাশিটিতে x = - 3 বসালে রাশিটির মান শূন্য হয়।

∴ (x + 3) হবে রাশিটির একটি উৎপাদক।

10x3-9x2-144x-81

=10x3+30x2-39x2-117x-27x-81

=10x2(x+3)-39x(x+3)-27(x+3)

=(x+3)(10x2-39x-27)

=(x+3)(10x2-45x+6x-27)

=(x+3) (5x(2x-9)+3(2x-9)

= (x + 3)(2x - 9)(5x + 3)

একক স্থানীয় অঙ্ক × এবং দশক স্থানীয় অঙ্ক y হলে - সংখ্যাটি = y দশক + x একক = 10y + x

স্থান বিনিময়কৃত সংখ্যাটি = x দশক + y একক = 10x + y

প্রথম শর্তমতে, x + y +17=4y . . . . . . (i)

দ্বিতীয় শর্তমতে, (10y+x) - 9 = 10x + y

বা, 10y+x-9=10x+y

বা, 9x = 9y - 9

বা, x=y-1 . . . . . . (ii)

এখন, x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই

y-1+y+17=4y

বা, 4y - 2y = 16

বা, 2y = 16

∴ y=8

এখন, y এর মান (ii) নং সমীকরণে বসিয়ে পাই

x=8-1

∴ x=7

নির্ণেয় সংখ্যা = 10×8+7=80+7=87

মুনাফা আসলের  অংশ অর্থাৎ মুনাফা ৩ টাকা হলে আসল ৮ টাকা।

মুনাফা-আসল = (৩+৮) টাকা বা ১১ টাকা।

মুনাফা-আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা

            “           ১     ”       “        ”   "

            “          ৬৬০০     ”       “        ”   ×"

বা ৪৮০০ টাকা

৪ বছরে মুনাফা = (মুনাফা-আসল)

= (৬৬০০ - ৪৮০০) = ১৮০০ টাকা

৪৮০০ টাকায় ৪ বছরে মুনাফা ১৮০০ টাকা

     ১         “     ১     ”           ”      ×  "

  ১০০         “     ১     ”           ”      × ×  "

বা ৯.৩৭৫ টাকা।

∴ আসল ৪৮০০ টাকা ও মুনাফার হার ৯.৩৭%।

Related Sub Categories