সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ
সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠ = সার্বজনীন।
স্মরণের যোগ্য
স্মরণের যোগ্য = স্মরণার্হ।
প্রিয় কাজ করারা ইচ্ছা
প্রিয় কাজ করারা ইচ্ছা = প্রিয়চিকীর্ষা।
স্বৈর
স্বৈর = স্ব+ ঈর।
অন্তর্লীন
অন্তর্লীন = অন্তঃ + লীন।
মাত্রন্ডপদেশ
ওজন বুঝে চলা
ওজন বুঝে চলা (আত্মসম্মান রক্ষা করা) ওজন বুঝে চলা বুদ্ধিমানের কাজ।
সপ্তমে চড়া
সপ্তমে চড়া (প্রচণ্ড উত্তেজনা): এসব অনাচার দেখে তাঁর মেজাজ সপ্তমে চড়ে গেল।
কলমের এক খোঁচা
কলমের এক খোঁচা (লিখিত আদেশ): সরকারি চাকরি পেয়ে ধরাকে সরা জ্ঞান করছ; এ এলাকায় এমন কেউ আছেন যার কলমের খোঁচায় যেকোনো মুহুর্তে চাকরি হারাতে পার।
গোঁফ খেজুরে
গোঁফ খেজুরে = গোঁফে খেজুর যার। (ব্যধিকরণ বহুব্রীহি)
শশব্যস্ত
শশব্যস্ত = শশকের ন্যায় ব্যস্ত। (কর্মধারয় সমাস)
মামাবাড়ি
মামাবাড়ি = মামার বাড়ি। (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
সে আমাকে সবকিছু বলেছিল।
সে আমাকে সবকিছু বলেছিল। = কর্মকারকে ২য়া বিভক্তি।
সারারাত বৃষ্টি ছিল।
সারারাত বৃষ্টি ছিল। = অধিকরণে শূন্য বিভক্তি।
শিকারি বিড়াল গোঁফে চেনা যায়।
শিকারি বিড়াল গোঁফে চেনা যায়। = করণে সপ্তমী।