বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় || সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (20-12-2024) || 2024

All

এককথায় প্রকাশ করুন:
1.

ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি

Created: 2 months ago | Updated: 19 hours ago

ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি- জিতেন্দ্রিয়

এককথায় প্রকাশ করুন:
2.

মনে যার জন্ম

Created: 2 months ago | Updated: 1 day ago

মনে যার জন্ম- মনসিজ

এককথায় প্রকাশ করুন:
3.

কর দিতে হয় না যে জমির

Created: 2 months ago | Updated: 1 day ago

কর দিতে হয় না যে জমির- নিষ্কর

সন্ধি-বিচ্ছেদ করুন:
4.

কথাচ্ছলে

Created: 2 months ago | Updated: 1 day ago

কথাচ্ছলে = কথা+ছলে

সন্ধি-বিচ্ছেদ করুন:
5.

তন্মধ্যে

Created: 2 months ago | Updated: 1 day ago

তন্মধ্যে = তৎ+মধ্যে

সন্ধি-বিচ্ছেদ করুন:
6.

নদীর

Created: 2 months ago | Updated: 1 day ago

নদীর = নদী+এর

সন্ধি-বিচ্ছেদ করুন:
7.

প্রচ্ছদ

Created: 2 months ago | Updated: 1 day ago

প্রচ্ছদ = প্র+ছদ

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
8.

আকাশ মেঘে ঢাকা

Created: 2 months ago | Updated: 1 day ago

আকাশ মেঘে ঢাকা- করণ কারকে ৭মী

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
9.

ইট-পাথরের বাড়ি বেশ শক্ত

Created: 2 months ago | Updated: 1 day ago

ইট-পাথরের বাড়ি বেশ শক্ত- করণ কারকে ৬ষ্ঠী

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
10.

দেশের জন্য প্রাণ দাও

Created: 2 months ago | Updated: 1 day ago

দেশের জন্য প্রাণ দাও- সম্প্রদান কারকে ৬ষ্ঠী

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
11.

দরিদ্রকে ধন দাও

Created: 2 months ago | Updated: 1 day ago

দরিদ্রকে ধন দাও- সম্প্রদান কারকে ৪র্থী

শুদ্ধ বানান লিখুন:
12.

জোৎস্না

Created: 2 months ago | Updated: 1 day ago

জোৎস্না- জ্যোৎস্না

শুদ্ধ বানান লিখুন:
13.

ঐক্যমত্য

Created: 2 months ago | Updated: 1 day ago

ঐক্যমত্য- ঐকমত্য

শুদ্ধ বানান লিখুন:
14.

অন্তোষ্টিক্রিয়া

Created: 2 months ago | Updated: 1 day ago

অন্তোষ্টিক্রিয়া- অন্ত্যোষ্টিক্রিয়া

শুদ্ধ বানান লিখুন:
15.

সায়ত্ত্বশাসন

Created: 2 months ago | Updated: 1 day ago

সায়ত্ত্বশাসন- স্বায়ত্তশাসন

বিপরীত শব্দ লিখুন:
16.

উৎকণ্ঠা

Created: 2 months ago | Updated: 1 day ago

উৎকণ্ঠা- স্বস্তি

বিপরীত শব্দ লিখুন:
17.

আশু

Created: 2 months ago | Updated: 16 hours ago

আশু- বিলম্ব

বিপরীত শব্দ লিখুন:
18.

জ্বলন

Created: 2 months ago | Updated: 1 day ago

জ্বলন- নির্বাপণ

নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ লিখুন:
19.

উদ্যত, উদ্ধত

Created: 2 months ago | Updated: 1 day ago

উদ্যত- প্রবৃত্ত 

উদ্ধত- ধৃষ্ট/অবিনীত

নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ লিখুন:
20.

আসক্তি, আসত্তি

Created: 2 months ago | Updated: 1 day ago

আসক্তি- অনুরাগ 

আসত্তি-নৈকট্য

নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ লিখুন:
21.

কৃতি, কৃতী

Created: 2 months ago | Updated: 1 day ago

কৃতি- কর্ম 

কৃতী- কীর্তিমান

নিম্নোক্ত শব্দ জোড়ের অর্থ লিখুন:
22.

কুট, কূট

Created: 2 months ago | Updated: 1 day ago

কুট- দুর্গ, পর্বত 

কূট- জটিল, বক্র

জাতীয় উন্নয়নে বিদ্যুৎ

জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো বিদ্যুৎ। আধুনিক সভ্যতার প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম। শিল্পোন্নয়ন থেকে শুরু করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থায় বিদ্যুৎ একটি অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে। বিদ্যুৎ উৎপাদন এবং এর সুষম বণ্টনের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব।

বিদ্যুতের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালায়, যা কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের অর্থনীতি শক্তিশালী করে। কৃষিখাতে বিদ্যুৎ সেচ ব্যবস্থা, শস্য সংরক্ষণ এবং কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। একইভাবে, বিদ্যুৎবিহীন স্বাস্থ্যখাতও অচল। আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিদ্যুতের ওপর নির্ভরশীল, যা জনস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তবে, বিদ্যুতের অপচয় এবং অপর্যাপ্ততা জাতীয় উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া প্রয়োজন। একটি দেশের সার্বিক উন্নয়নে টেকসই বিদ্যুৎ ব্যবস্থার ভূমিকা অমূল্য। বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে একটি জাতি সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।

Related Sub Categories