ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি
ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি- জিতেন্দ্রিয়
মনে যার জন্ম
মনে যার জন্ম- মনসিজ
কর দিতে হয় না যে জমির
কর দিতে হয় না যে জমির- নিষ্কর
কথাচ্ছলে
কথাচ্ছলে = কথা+ছলে
তন্মধ্যে
তন্মধ্যে = তৎ+মধ্যে
নদীর
নদীর = নদী+এর
প্রচ্ছদ
প্রচ্ছদ = প্র+ছদ
আকাশ মেঘে ঢাকা
আকাশ মেঘে ঢাকা- করণ কারকে ৭মী
ইট-পাথরের বাড়ি বেশ শক্ত
ইট-পাথরের বাড়ি বেশ শক্ত- করণ কারকে ৬ষ্ঠী
দেশের জন্য প্রাণ দাও
দেশের জন্য প্রাণ দাও- সম্প্রদান কারকে ৬ষ্ঠী
দরিদ্রকে ধন দাও
দরিদ্রকে ধন দাও- সম্প্রদান কারকে ৪র্থী
জোৎস্না
জোৎস্না- জ্যোৎস্না
ঐক্যমত্য
ঐক্যমত্য- ঐকমত্য
অন্তোষ্টিক্রিয়া
অন্তোষ্টিক্রিয়া- অন্ত্যোষ্টিক্রিয়া
সায়ত্ত্বশাসন
সায়ত্ত্বশাসন- স্বায়ত্তশাসন
উৎকণ্ঠা
উৎকণ্ঠা- স্বস্তি
আশু
আশু- বিলম্ব
জ্বলন
জ্বলন- নির্বাপণ
উদ্যত, উদ্ধত
উদ্যত- প্রবৃত্ত
উদ্ধত- ধৃষ্ট/অবিনীত
আসক্তি, আসত্তি
আসক্তি- অনুরাগ
আসত্তি-নৈকট্য
কৃতি, কৃতী
কৃতি- কর্ম
কৃতী- কীর্তিমান
কুট, কূট
কুট- দুর্গ, পর্বত
কূট- জটিল, বক্র
জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো বিদ্যুৎ। আধুনিক সভ্যতার প্রতিটি ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম। শিল্পোন্নয়ন থেকে শুরু করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থায় বিদ্যুৎ একটি অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে। বিদ্যুৎ উৎপাদন এবং এর সুষম বণ্টনের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা সম্ভব।
বিদ্যুতের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালায়, যা কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের অর্থনীতি শক্তিশালী করে। কৃষিখাতে বিদ্যুৎ সেচ ব্যবস্থা, শস্য সংরক্ষণ এবং কৃষিজ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। একইভাবে, বিদ্যুৎবিহীন স্বাস্থ্যখাতও অচল। আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিদ্যুতের ওপর নির্ভরশীল, যা জনস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে, বিদ্যুতের অপচয় এবং অপর্যাপ্ততা জাতীয় উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে। তাই বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়া প্রয়োজন। একটি দেশের সার্বিক উন্নয়নে টেকসই বিদ্যুৎ ব্যবস্থার ভূমিকা অমূল্য। বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে একটি জাতি সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে।