নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ভিন্ন প্রকারের?
2.

(ক) চর্বি (খ) প্রোটিন (গ) চিনি (ঘ) গ্লুকোজ

Created: 3 months ago | Updated: 1 day ago

উল্লিখিত শব্দগুলোর মধ্যে চর্বি শব্দটি ভিন্ন।

পৃথিবীকে উত্তর- দক্ষিণে বিভক্তকারী কাল্পনিক রেখার নাম নিরক্ষরেখা।

শ্রীলংকা একটি জলবেষ্টিত দেশ।

Monitor, Key-board, Sound, Mouse  Sound.

যে সকল পদার্থ মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং যেগুলোকে উত্তোলন করে ব্যবহার করা যায় তাকে খনিজ সম্পদ বলে। 

৩টি খনিজ সম্পদ হচ্ছেঃ  প্রাকৃতিক গ্যাস, কয়লা ও চুনাপাথর।

Created: 3 months ago | Updated: 4 days ago

ইনস্যুলিন: অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গার হ্যানস অংশ হতে নিঃসৃত এক ধরণের হরমোন, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে তাকে ইনস্যুলিন বলে। ইনস্যুলিনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয়। এর কাজ: 

ক. কোষে গ্লুকোজ গ্রহণে সহায়তা করে। 

খ. ইনস্যুলিন কলা-কোষে গ্লুকোজ দহনে সহায়তা করে । 

গ. রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে তা কমিয়ে স্বাভাবিক করা হলো ইনসুলিনের কাজ।

Related Sub Categories