অন্তর্ধান
অন্তর্ধান = অন্তঃ + ধান।
ঐতিহ্য
ঐতিহ্য = ঐতিহ + য
ঝরনা
ঝরনা = ঝর + না।
প্রিয়ংবদা
প্রিয়ংবদা = প্রিয়ম্ + বদা ।
সদ্যোজাত
সদ্যোজাত = সদ্য + জাত।
অনেক দেখেছে যে
অনেক দেখেছে যে = ভূয়োদর্শী
উদরই সব যার
উদরই সব যার = উদরসর্বস্ব
যা পূরবে দেখা যায়নি
যা পূর্বে দেখা যায়নি = অদৃষ্টপূর্ব
কষ্টে নিবারণ করা যায় না যা
কষ্টে নিবারণ করা যায় না যা = অনিবার্য
যে নারীর স্বামী বিদেশ থাকে
যে নারীর স্বামী বিদেশ থাকে = প্রোষিতভর্তৃকা
অক্ষয় বট
অক্ষয় বট (প্রাচীন ব্যক্তি) = সমাজে এখনো অক্ষয় বটদেরই মূল্য বেশী।
ঊনপাঁজুরে
ঊনপাঁজুরে (দুর্বল বা শ্রম কাতর) = রকীবের মত 'উনপাজুরে' লোক দিয়ে গার্ডের কাজ চলবে না।
কলির সন্ধ্যা
কলির সন্ধ্যা (দুঃখের সূচনা বা আসন্ন বিপদ) = চাকরি হতে চ্যুত হয়ে তার জীবনে কলির সন্ধ্যা নেমে আসলো।
দাদ নেওয়া
দাদ নেওয়া (প্রতিশোধ নেওয়া) = আজ তাকে বাগে পেয়েছি সেদিনের অপমানের দাদ নেওয়া যেতে পারে।
পাথরে পাঁচ কিল
পাথরে পাঁচ কিল (অত্যন্ত সৌভাগ্য, অদৃষ্ট সুপ্রসন্ন, অতিশয় সুদিন বা সুখের সময়) = শেয়ার ব্যবসায় লাভ হয়ে আজ মনে হচ্ছে আমার জীবনে পাথরে পাঁচ কিল এসেছে।
অধিভুক্ত
অধিভুক্ত = অধিতে ভুক্ত = তৎপুরুষ সমাস
কৃতবিদ্যা
কৃতবিদ্যা = কৃত বিদ্যা যার = সমানাধিকরণ (বহুব্রীহি) সমাস
গুণমুগ্ধ
গুণমুগ্ধ = গুণে মুগ্ধ = তৎপুরুষ সমাস
ছায়াতরু
ছায়াতরু = ছায়া প্রধান তরু বা ছায়া প্রদানকারী তরু = মধ্যপদলোপী কর্মধারয়
দিগ্বিদিক
দিগ্বিদিক = দিক/দিগ্ ও বিদিক = দ্বন্দ্ব সমাস
স্বার্থপর
স্বার্থপর = পরার্থ বা নিঃস্বার্থ
মুখর
মুখর = মৌন/ শান্ত বা নির্জন
বিরল
বিরল = বহুল/অহরহ বা সচরাচর
পূর্বসূরি
পূর্বসূরি = উত্তরসূরি
পরকীয়
পরকীয় = স্বকীয়
দূষণের কারণঃ
প্রতিকারঃ