PDF এর পূর্ণরূপ Portable Document Format.
EMS
EMS এর পূর্ণরূপ Electronic Manufacturing Services.
OMR
OMR এর পূর্ণরূপ Optical Mark Recognition.
VoIP
VoIP এর পূর্ণরূপ Voice over Internet Protocol.
RAM
RAM এর পূর্ণরূপ Random Access Memory
Electronic mail কে সংক্ষেপে ই-মেইল বলা হয়। আমেরিকান নাগরিক স্যামুয়েল টমলিনসন ১৯৭১ সালে - ইমেইল আবিষ্কার করেন। ই-মেইল শব্দটি কম্পিউটারের সাথে সম্পৃক্ত। এটি এক ধরনের উন্নত ও দ্রুত ডাক ব্যবস্থা। ই- মেইল সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয়ে গঠিত একটি ডাকসেবা ব্যবস্থা যা তড়িৎগতিতে নির্ভুলভাবে গন্তব্যস্থানে তথ্য পৌছে দেয়। কোনো ই-মেইল পাঠাতে অবশ্যই প্রাপকের ই-মেইল ঠিকানা লিখতে হয়।
ভাইরাস হলো কম্পিউটারের এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ (Self executed), সংক্রমণ (Self extracted), নিজস্ব সংখ্যাবৃদ্ধি (Self replicated) করে। এই প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটারের সিপিইউ কর্তৃক গ্রহণ করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য এবং অস্বস্তিদায়ক কাজ করতে বাধ্য করে। এই প্রোগ্রামের উদ্দেশ্য। কম্পিউটার ব্যবহারকারীকে বিড়ম্বনায় ফেলা। কম্পিউটারের পরিভাষায় ভাইরাস (VIRUS) শব্দটি ভাঙলে পাওয়া যায়। Vital Information Resources Under Seize. অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন (Frederick Cohen) ভাইরাস নামকরণ করেন ১৯৮৩ সালে।
দুইটি ইনপুট ডিভাইস হলো Keyboard, Mouse এবং দুইটি আউটপুট ডিভাইস হলো Monitor, Printer.
টেলিভিশনের মত দেখতে কম্পিউটার ব্যবস্থার অংশটিকে মনিটর বলা হয়। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। এটি তিন ধরনের হয়ে থাকেঃ সিআরটি মনিটর, এলসিডি মনিটর এবং এলইডি মনিটর।
৩টি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের নাম হলো গুগল, ইয়াহু, ফায়ারফক্স।
সাইটের নাম উদ্ভাবক প্রতিষ্ঠাকাল Facebook মার্ক জাকারবার্গ ৪ ফেব্রুয়ারি ২০০৪ Twitter জ্যাক ডর্সি ২১ মার্চ ২০০৬ Google Plus + গুগল জুন ২০১১
পাম (Palm) অর্থাৎ হাতের তালুর মধ্যে রেখে কাজ করা যায়, এমন সাইজের কম্পিউটারকে পামটপ কম্পিউটার বা পামপিসি বলা হয় । একে পকেট পিসি বা পিডিএ (PDA এর পূর্ণরূপ হলো Personal Digital Assistance) ও বলা হয় এই ধরনের কম্পিউটারে পেন ভিত্তিক ইনপুট ব্যবস্থা, হাতের লেখা সনাক্তকরণ, ওয়্যারলেস কমিউনিকেশন টুলস ব্যবহৃত হয়।
১ মিলি সেকেন্ড = ১ সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ (10-3 Second).
১ মাইক্রো সেকেন্ড = ১ সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ (10-6 Second).
১ ন্যানো সেকেন্ড = ১ সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ (10-9 Second).
১ পিকো সেকেন্ড = ১ সেকেন্ডের একলক্ষ কোটি ভাগের এক ভাগ (10-12 Second).
অসংখ্য ইন্টিগ্রেটেড (IC) সার্কিট দিয়ে প্রসেসর তৈরি হয়। আইসি তৈরি হয় ট্রানজিস্টর দিয়ে। একটি প্রসেসরে ট্রানজিস্টর এর সংখ্যা যত বেশি হবে প্রসেসরের গতি তত বেশি হবে। প্রসেসরের গতি সাধারণত Hz (হার্জ) এককে পরিমাপ করা হয়। বর্তমানে প্রসেসর জগতে ইন্টেল কোর i7 এবং i5 বহুল ব্যবহৃত হয়। এগুলো উচ্চগতিসম্পন্ন Ghz (গিগাহার্জ) এককের প্রসেসর। প্রথম প্রসেসর ইন্টেল-৪০০৪ এ ট্রানজিস্টরের সংখ্যা ছিল মাত্র ২৩০০টি অপরদিকে কোর i7 প্রসেসরে ট্রানজিস্টরের সংখ্যা ২২৭০০০০০০০ টি। বর্তমানে প্রচলিত মাইক্রোপ্রসেসর সাধারণত তিনভাগে ভাগ করা যায়ঃ CISC Processor বা সিস্ক প্রসেসর, RISC Processor বা রিস্ক প্রসেসর এবং Special Purpose Processor বা বিশেষ ব্যবহার কার্যের প্রসেসর। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU) কে মাইক্রোপ্রসেসরও বলা হয়। ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়।
ইন্টেল মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক/প্রযুক্তি কোম্পানি। ১৯৬৮ সালের ১৮ জুলাই ইন্টেলের জন্ম। ইন্টেলের প্রতিষ্ঠাতা বা জনক হিসেবে পরিচিত গর্ডন ই, মুর ও রবার্ট নয়েচ। 'ইন্টেল' প্রথম বাণিজ্যিক প্রসেসর তৈরি করে ১৯৭১ সালে।