উচ্চারণ
উচ্চারণ = উৎ + চারণ
অন্তর্ভুক্ত
অন্তর্ভুক্ত = অন্তঃ + ভুক্ত
অন্বেষণ
অন্বেষণ = অনু + এষণ
যাবজ্জীবন
যাবজ্জীবন = যাবৎ + জীবন
সপ্তর্ষি
সপ্তর্ষি = সপ্ত + ঋষি।
অল্পভাষী
অল্পভাষী = অল্প কথা বলে যে (উপপদ তৎপুরুষ সমাস)।
নীলপদ্ম
নীলপদ্ম = নীল যে পদ্ম (সাধারণ কর্মধারয় সমাস)।
অপরাহ্ন
অপরাহ্ন = অহ্নের অপর (শেষভাগ) - (তৎপুরুষ সমাস)।
তেপান্তর
তেপান্তর = তিন প্রান্তের সমাহার (দ্বিগু সমাস)।
প্রিয়ংবদা
প্রিয়ংবদা = প্রিয় কথা বলে যে নারী (উপপদ তৎপুরুষ সমাস)।
সার্থক
সার্থক = ব্যর্থ
প্রবৃত্তি
প্রবৃত্তি = নিবৃত্তি
উৎকর্ষ
উৎকর্ষ = অপকর্ষ
ঔদার্য
ঔদার্য = কার্পণ্য
আসক্ত
আসক্ত = বিরক্ত
ব্যাঙের আধুলি
ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ): এই সামান্য কটা টাকা ব্যাঙের আধুলি আর কি
আট কপালে
আটকপালে (হতভাগ্য): আমার মতো আটকপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে?
অরণ্যে রোদন
অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন): মামুনের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র ।
পায়াভারী
পায়াভারী (অহংকার): ভালো চাকরি পেয়ে ওর খুব পায়াভারী হয়েছে।
বালির বাঁধ
বালির বাঁধ (ক্ষণস্থায়ী): বড়লোকের দয়ার উপর ভরসা করা যায় না- সে তো বালির বাঁধ।
মাথা (প্রধান) = করিম সাহেব গ্রামের মাথা
মাথা (মেধা) = রহিমার অঙ্কে মাথা ভালো ।৷
মাথায় আসা (বোধগম্য হওয়া) = অঙ্কটি আমার মাথায় আসছে না।
মাথা কাটা যাওয়া (লজ্জা পাওয়া) = লজ্জায় আমার মাথা কাটা গেল ।
মাথা খাওয়া (নষ্ট করা ) = আদর করে ছেলের মাথা খেয়েছো
সম্প্রতি কখনও গরম ও কখনও বৃষ্টির কারণে পরিবেশ এক অস্বস্থিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরই সাথে যুক্ত হয়েছে বেশ কয়েকটি অনুষঙ্গ। মশার উপদ্রব তার মধ্যে একটি। বসত-বাড়ির চারপাশে মশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নগর ও শহর জীবন হয়ে উঠেছে অসহ্য। দিন ও রাতে মশার কামড়ে শিবালয়বাসী অতিষ্ঠ। বিষয়টি এরকম যেন দিনেও মশারী টানিয়ে থাকতে হচ্ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানাবিধ ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষজন। জন জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। এ পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়ায় ভুগে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া এখন প্রায় মহামারী রূপ ধারণ করেছে। অতএব, এটা এখনই বন্ধ করতে না পারলে তা আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে স্থানীয় লোকজন বিশ্বাস করে। এ লক্ষ্যে কতিপয় বিষয় নিয়ে আমাদের ভাবতে হবেঃ
ক. ডোবা-নালা, ঝোঁপ-ঝাড়ে বদ্ধ পানি বের করার ব্যবস্থা নিতে হবে।
খ. বাড়ির মেঝে পরিস্কার রাখতে হবে।
গ. বসত বাড়ির আশ পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
ঘ, মশারি টানিয়ে ঘুমাতে হবে এবং মশা নিরোধক Chemical ব্যবহার করতে হবে।
ঙ. ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা করতে হবে।
চ. স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।