২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহম্মদ। উল্লেখ্য, তিনি ইরিত্রিয়ার সাথে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ বিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতায় তার প্রচেষ্টা ও প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘর্ষ এড়াতে তার গৃহীত পদক্ষেপের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয় ।
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। উল্লেখ্য, সেতুটির প্রস্থ ১৮.৫ মিটার। আর সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ২৩ জুন ১৯৯৮ সালে ।
জিয়ান্নি ইনফান্তিনো হলেন বর্তমান ফিফার নবমতম সভাপতি। উল্লেখ্য, তিনি ইতালী এবং সুইজ উভয় দেশের নাগরিক। তিনি ২০০৯ সাল থেকে উয়েফা'র মহাসচিবের দায়িত্বে রয়েছেন। আর ২৬ ফেব্রুয়ারি ২০১৬ সালে ফিফা'র এক্সট্রাঅর্ডিনারী কংগ্রেসে তাকে ফিফা'র সভাপতিরূপে নির্বাচতি করা হয় ।
২০২০ সালের ৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জাপানের রাজধানী টোকিওতে ।
দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি। মূল রাজধানী হলো প্রিটোরিয়া (প্রশাসনিক), কেপটাউন (আইনসভা) ও ব্লুমফনটেন (বিচার বিভাগীয় । আর এর মুদ্রার নাম র্যান্ড ।