জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন কী দিবস হিসেবে পালিত হয়?
জাতীয় শিশু দিবস (১৭ মার্চ মার্চ)। ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত মুজিব বর্ষ পালিত হবে বিশ্বের প্রায় ১৯৫টি দেশে।
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর রয়েছে?
বাংলাদেশে ৩টি সমুদ্র বন্দর রয়েছে (পায়রা, মংলা এবং চট্টগ্রাম)।
তাজিনডং কি নামে পরিচিত ?
তাজিনডং বিজয় নামে পরিচিত । এর উচ্চতা ১২৩১ মিটার ।
বাংলদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি প্রফেসর লুই আই কান (এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক)।
ECNEC এর পূর্ণরূপ কি?
ECNEC এর পূর্ণরূপ Executive Committee of the National Economic Council. ECNEC ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সভাপতি হলেন মাননীয় প্রধানমন্ত্রী।
FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
FAO এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত ।
সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
সতীদাহ প্রথা বিলোপ করেন রাজা রামমোহন রায় (১৮২৯ সালে)।
বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে?
বিশ্বকাপ ফুটবল ২০২২ অনুষ্ঠিত হয়েছে কাতারে। ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ৷
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক ।