মুক্তিযোদ্ধাদের যেসব খেতাবে ভূষিত করা হয়েছেঃ ক) বীরশ্রেষ্ঠ (৭ জন)। খ) বীর উত্তম (৬৯ জন)। গ) বীর বিক্রম (১৭৫ জন) । ঘ) বীর প্রতীক (৪২৬ জন)।
সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত ৬ জন হলেনঃ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ (ইপিআর), ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সেনাবাহিনী), ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন (নৌবাহিনী), সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল (সেনাবাহিনী), ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান (বিমানবাহিনী), সিপাহি মোহাম্মদ হামিদুর রহমান (সেনাবাহিনী)।
একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন বহুলাংশে নির্ভর করে ঐ দেশের প্রশিক্ষিত জনসংখ্যা তথা জনশক্তির দক্ষতা ও পারদর্শিতার ওপর। কারণ দেশের আগামীর নেতৃত্বকে যথাযথ ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করা না গেলে সেই দেশের জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে দেশ, পরিবর্তন আসছে শিক্ষা ব্যবস্থায়, কারণ শিক্ষিত ও দক্ষ জনশক্তি ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয় না। এজন্য সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আজ জোয়ার এসেছে কারিগরি শিক্ষার। কারিগরি শিক্ষাই এখন দেশকে দিতে পারে তার সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মূল মন্ত্র। এই সকল কারণে দক্ষ জনশক্তি অনেক প্রয়োজন ।
দক্ষ জনশক্তি গড়ে তোলার ৪টি উপায়ঃ কারিগরি শিক্ষার উপর জোরপ্রদান। কর্মমূখী শিক্ষা ব্যবস্থার প্রচলন। দেশে বিদেশে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা । উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ।