কেবলমাত্র মেয়েদের জন্য
কেবলমাত্র মেয়েদের জন্য = শুধু মেয়েদের জন্য।
অভিযোগ প্রমান হয়েছে
অভিযোগ প্রমান হয়েছে = অভিযোগ প্রমাণিত হয়েছে।
লোকটি এই মামলায় সাক্ষী দেবে
লোকটি এই মামলায় সাক্ষী দেবে = লোকটি এ মামলায় সাক্ষ্য দেবে।
ছেলেটি নির্দোষী প্রতিয়মান হয়
ছেলেটি নির্দোষী প্রতিয়মান হয় = ছেলেটি নির্দোষ প্রতীয়মান হয়।
গড্ডালিক প্রবাহে গা ভাসানো উচিৎ নয়
গড্ডালিক প্রবাহে গা ভাসানো উচিৎ নয় = গড্ডলিকা প্রবাহে গা ভাসানো উচিত নয়।
অশ্রু
অশ্রু = অশ্রু দিয়ে লেখা এ গান, কভু ভুলে যেও না।
সেরেস্তা
সেরেস্তা = এ সেরেস্তার প্রধান সেরেস্তাদার।
ফিরিস্তি
ফিরিস্তি = মুখে মুখে ফিরিস্তি দিয়ে হবে না, কাজে প্রমাণ দাও।
নিষ্পত্তি
নিষ্পত্তি = মামলাটি নিষ্পত্তি হয়েছে।
সুরতহাল
সুরতহাল = মৃতের সুরতহাল প্রতিবেদন কোর্টে উপস্থাপন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র দোষী ও অপরাধীদের শাস্তি বিধানের জন্য বিচার বিভাগ প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের বিচার বিভাগ দণ্ড প্রদান এবং সংবিধানের ব্যাখ্যা দান করে। বিচার বিভাগ আইনের অনুশাসন ও দেশের সংবিধানকে অক্ষুন্ন রাখে। বাংলাদেশের বিচার বিভাগ মূলত দুই ভাগে বিভক্ত। যথা: উচ্চতর বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট) ও অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালত সমূহ)। বর্তমান বিচার বিভাগের প্রধান বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
তারিখ: ১৫.১১.২০২৪ খ্রি.
বরাবর
জেলা ও দায়রা জজ,
দিনাজপুর
বিষয়: অফিস সহকারী পদে যোগদান প্রসঙ্গে
সূত্র: জেলা ও দায়রা জজ আদালত, দিনাজপুরের অভ্যন্তরীণ নিয়োগ শাখার স্মারক নম্বর ০৫.০০০. ০০০০. ১২৮. ১৯.০২.২২; তারিখ: ১৫.১১.২০২৪ খ্রি.।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী উপর্যুক্ত বিষয় ও সূত্রের নির্দেশমতে অদ্য ১৫ নভেম্বর, ২০২৪ তারিখ পূর্বাহ্ণে অফিস সহকারী পদে যোগদানপত্র দাখিল করলাম।
এমতাবস্থায়, আমার যোগদানপত্র গ্রহণ করতে মহোদয়ের সদয় মর্জি প্রার্থনা করছি।
বিনীত নিবেদক
মো. রেজাউল করিম
মোবাইল: ০১৭৫৫........
ই-মেইল: [email protected]
accommodation
accommodation = accommodation
neibour
neibour = neighbour
desciplin
desciplin = discipline
acused
acused = accused
recive
recive = receive
crime
crime = She promised to fight crime and reform government.
judgement
judgement = But he was a man of strong sense and sound Judgement.
allegation
allegation = There is no substance to the allegation.
dispute
dispute= Many people would dispute that statement.
democracy
democracy = A strong opposition is vital to a healthy democracy.
Tree plantation is essential for maintaining ecological balance and combating environmental issues like global warming. Trees absorb carbon dioxide, release oxygen, and provide shelter to wildlife. They prevent soil erosion, purify the air, and offer shade and beauty to our surroundings. Increasing tree coverage can mitigate the effects of deforestation and climate change. Therefore, everyone should actively participate in tree plantation drives to ensure a healthier and greener future.
অনুবাদ: ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ককে সহজতর করেছে। এগুলো সোসাল নেটওয়ার্কিং পরিষেবা অথবা সোসাল নেটওয়ার্ক অথবা সোসাল মিডিয়া হিসেবে পরিচিত। বর্তমানে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। গুগল প্লাস, টুইটার, লিংকিন ইত্যাদি বহুল ব্যবহৃত সামাজিক পরিষেবা। সামাজিক নেটওয়ার্ক পরিষেবাগুলি ওয়েবভিত্তিক তাই ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার উপায় প্রদান করা হয়। এই পরিষেবাগুলি সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করেছে এবং এইভাবে এটা ব্যবহার কারীদের মনে করিয়ে দেয় যে তারা একটি বিশ্বগ্রামে বাস করে।
মনেকরি, পিতার বয়স = ১৪x বছর
এবং পুত্রের “ = ৩x ”
প্রশ্নমতে, ১৪x = ৫৬
=> x=8
∴ পুত্রের বয়স = ৩ ৪ = ১২ বছর
১ কাঠা = ৭২০ বর্গফুট
∴ ৩ " = ৩ ৭২০ = ২১৬০ ব.ফুট
∴ উক্ত জমিতে তিনি ২১৬০ বর্গফুটের বাড়ি নির্মাণ করতে পারবেন।
দেওয়া আছে, ৫টি পরীক্ষার গড় = ৭০
∴ ৫ “ ” মোট = ৫ ৭০
= ৩৫০
এখন,
একটিতে ৮০ পেলে মোটের উপর বৃদ্ধি পাবে = ৮০ - ৭০
= ১০
∴ নতুন মোট = ৩৫০ + ১০ = ৩৬০
তাহলে নতুন গড় =
5x + 3 = 18
5x= 18-3
5x = 15
x = 3
দেওয়া আছে, ঘরটির দৈর্ঘ্য = ১২ মিটার
" প্রস্থ = ১০ "
এবং " উচ্চতা = ৮ মিটার
∴ " আয়তক্ষেত্র = ১২ ১০ ৮
= ৯৬০ ঘনমি.
'জেলা ও দায়রা জজ' ইংরেজিতে লিখুন।
'জেলা ও দায়রা জজ' ইংরেজিতে District and Sessions Judge
বাংলাদেশের প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করেন?
বাংলাদেশের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন
DCR কী?
DCR হলো Duplicate Carbon Receipt.
ক্যাপস লক কী জন্য ব্যবহার করতে হয়?
ক্যাপস লক বড় হাতের অক্ষর নির্ধারণে ব্যবহৃত হয়।
FIR কী?
FIR হলো First Information Report
তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
তিন বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত
প্রবাসী লাউঞ্জ কী?
প্রবাসী লাউঞ্জ হলো প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য নির্ধারিত স্থান।
বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ?
বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা সৈয়দপুর
আল-আকসা মসজিদটি কোথায় অবস্থিত?
আল-আকসা মসজিদটি জেরুজালেমে অবস্থিত ।
MS Word এর Symbol কোন Menu তে আছে?
MS Word এর Symbol Insert Menu তে আছে
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম?
লেজার প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম ।
Cursor কী?
Cursor হলো একটি ছোট আলোকরেখা, যা দিয়ে মনিটরের পর্দায় কাজের স্থান নির্দিষ্ট করা হয়।
ইন্টারপোল কী?
ইন্টারপোল হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা (International Criminal Police Organization)। এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা।
AI কী?
AI হলো Artificial intelligence