রেডক্রস সদর দপ্তর কোথায় অবস্থিত?
রেডক্রস সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত ।
'লাইন অব কন্ট্রোল' ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ।
DOS কী?
DOS হলো Disk Operating System ।
আসাদ গেইটের পূর্ব নাম কী?
আসাদ গেইটের পূর্ব নাম আইয়ুব গেট ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি অফিসের নাম ওভাল অফিস ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন কোথায় ছিল?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন ছিল ঢাকা মেডিকেল কলেজের স্থানে ।
বেইসবল কোন দেশের জাতীয় খেলা?
বেইসবল যুক্তরাষ্টের জাতীয় খেলা
আন্তর্জাতিক বিচার আদালতে কতজন বিচারক থাকে?
আন্তর্জাতিক বিচার আদালতে ১৫ জন বিচারক থাকে
সম্প্রতি উদ্ভাবিত বাংলা ফন্টের নাম কী?
সম্প্রতি উদ্ভাবিত বাংলা ফন্টের নাম পূর্ণ ।
কম্পিউটারের ব্রেইন কাকে বলা হয়?
কম্পিউটারের ব্রেইন বলা হয় প্রসেসরকে ।