অণু বিষয়ক
আণবিক
ইহলোক সম্পর্কিত
ঐহিক/ ইহলৌকিক
ধনুকের শব্দ
টঙ্কার
যার কিছু নেই
নিঃস্ব
হরেক রকম বোল যার
হরবোলা
অমৃতে অরুচি।
অমৃতে অরুচি (দামী জিনিসের প্রতি বিতৃষ্ণা) = জ্বর হওয়ার পর বারির অমৃতে অরুচি ধরেছে।
আসরে নামা।
আসরে নামা (আবির্ভূত হওয়া)= মজমায় হঠাৎ করে বড় মামা আসরে নামলেন।
ইতর বিশ।
ইতর বিশেষ (পার্থক্য) = জমজ হওয়ায় দুই বোনের মধ্যে তেমন কোন ইতর বিশেষ নেই।
ঊনপঞ্চাশ বায়ু ।
ঊনপঞ্চাশ বায়ু (পাগলামী) = শাকিল সাহেবের এই বিয়ে করার জন্য মত দিয়েছে, এ যেন উনপঞ্চাশ বায়ু ।
কান কাটা।
কান কাটা (বেহায়া) = রমিজ সাহেবের কান কাটা স্বভাবটি আমার পছন্দ হয় নি।
অপরাপর ।
অপর + অপর
বনৌষধি ।
বন + ওষুধি
নিরাকার।
নিঃ + আকার
বৃহস্পতি ।
বৃহৎ + পতি
ক্ষুৎপিপাসা।
ক্ষুধ + পিপাসা
খিড়কি।
খিড়কি = সিংহদ্বার
জরা।
জরা = যৌবন
গৃহী।
গৃহী = সন্ন্যাসী
অনুরক্ত।
অনুরক্ত = বিরক্ত
বাহুল্য।
বাহুল্য = স্বল্পতা