পাখি পালন বিদ্যাকে ইংরেজীতে এভিকালচার বলে।

মাশরুমে মাসকারিন বিষাক্ত উপাদান থাকলে তা খাওয়া যায় না।

সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম ফ্যাদোমিটার।

সূর্য থেকে তাপশক্তির সাথে সরাসরি আর যে শক্তিটি আসে তার নাম আলোক শক্তি।

পরমাণুর নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় ফিশন।

ড্রাই আইস তৈরীতে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়।

সিমেন্ট তৈরির অন্যতম উপাদান জিপসাম।

সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুর চাপ ১০ নিউটন।

আদ্রতা ৯০% বলতে বোঝায় বাতাসে জলীয় বাস্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০ শতাংশ।

অম্ল যুক্ত মাটি চাষাবাদের উপযুক্ত করার জন্য জৈব ও রাসায়নিক সারের সমন্বয়ে সুষম মাত্রায় সার প্রয়োগ করা উচিত।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুর ঘাট, চট্রগ্রাম।

সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত – উক্তিটি প্রমথ চৌধুরীর।

মধ্যরাতের অশ্বরোহী বলা হতো ফয়েজ আহমেদকে।

উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যাওয়ার কারণ পর্বতের উপর বায়ুর চাপ কম থাকে বলে।

জীবাশ্ম সর্বপ্রথম আবিষ্কার করেন জেনোফেল।

সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহ।

ভুমধ্যসাগর ও আটিলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালি অবস্থিত।

পঞ্চম ড্রাগনের দেশ বলা হয় ২য় দেশ তাইওয়ানকে।

নিউজিল্যান্ডের আদিবাসীদেরকে মাউরি বলা হয়।

১৯৯৯ সালের ১লা ফেব্রুয়ারি সোমবার হলে ১৯৯৮ সালে ১লা ফেব্রুয়ারি রবিবার ছিল।

Related Sub Categories