সকল বিষয়

Created: 3 months ago | Updated: 3 days ago

তৎসম শব্দের বানানে মূর্ধন্য 'য' এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে। 

বিধানের পাঁচটি নিয়ম হলো: 
১) অ, আ ভিন্ন কোনো স্বরধ্বনি এবং ক ও র-এর পরে 'ষ' প্রত্যয়ের 'স' থাকাল তা মূর্ধন্য 'ষ' হয়। যেমন: ভবিষ্যৎ, দিয়া, মুমূর্ষু, চক্ষুষ্মান, বিষয়, বিষ্ণু, সুনা ইত্যাদি। 
২) ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধণ্য 'য' হয়। যেমনঃ অনুষ্ঠান, অভিষেক।
৩) ঋ-কার ও র-কার এর পর মূর্ধন্য 'ষ' হয়। যেমনঃ বৃষ, ঋষি, কৃষ্ণ, কৃষক, বর্ষা, উৎকর্ষ, বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি ইত্যাদি । ইত্যাদি । 
৪) ট ও ঠ-এর সঙ্গে যুক্ত হলে দন্ত্য 'স' না হয়ে মূর্ধন্য 'য' হয়। যেমনঃ কষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ্য, স্পষ্ট ইত্যাদি। 
৫) সমাসবদ্ধ পদ হলে এবং প্রথম পদের ই, উ, ঋ থাকলে মূর্ধন্য 'ষ'-এ পরিণত হয়। যেমনঃ যুধিষ্ঠির, গোষ্ঠী, ভ্রাতৃপুত্র ইত্যাদি।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
2.

পিস্তল

Created: 3 months ago | Updated: 5 days ago

‘পিস্তল' শব্দটি পর্তুগীজ ভাষা থেকে আগত।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
3.

চর্মকার

Created: 3 months ago | Updated: 5 days ago

চর্মকার' শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
4.

ছবি

Created: 3 months ago | Updated: 5 days ago

'ছবি' শব্দটি আরবি ভাষা থেকে আগত।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
5.

গোলাপ

Created: 3 months ago | Updated: 4 days ago

'গোলাপ' শব্দটি ফারসি ভাষা থেকে আগত।

বাংলা ভাষার নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন:
6.

ম্যাজেন্টা

Created: 3 months ago | Updated: 4 days ago

'ম্যাজেন্টা' শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত ।

সন্ধি বিচ্ছেদ করুন:
7.

সংসার

Created: 3 months ago | Updated: 5 days ago

সংসার = সম্ + সার

সন্ধি বিচ্ছেদ করুন:
8.

পরীক্ষা

Created: 3 months ago | Updated: 3 days ago

পরীক্ষা = পরি + ঈক্ষা

সন্ধি বিচ্ছেদ করুন:
9.

বিদ্যালয়

Created: 3 months ago | Updated: 4 days ago

বিদ্যালয় = বিদ্যা + আলয়

সন্ধি বিচ্ছেদ করুন:
10.

প্রত্যুত্তর

Created: 3 months ago | Updated: 5 days ago

প্রত্যুত্তর = প্রতি + উত্তর

সন্ধি বিচ্ছেদ করুন:
11.

চলচ্চিত্র

Created: 3 months ago | Updated: 2 days ago

চলচ্চিত্র = চলৎ = চিত্র

এক কথায় প্রকাশ করুনঃ
12.

নৌকা চলাচলের যোগ্য

Created: 3 months ago | Updated: 3 days ago

নৌকা চলাচলের যোগ্য = নাব্য

এক কথায় প্রকাশ করুনঃ
13.

যা বলা হয়নি

Created: 3 months ago | Updated: 4 days ago

যা বলা হয়নি = অনুক্ত

এক কথায় প্রকাশ করুনঃ
14.

অন্য ভাষায় রূপান্তরিত

Created: 3 months ago | Updated: 4 days ago

অন্য ভাষায় রূপান্তরিত = অনূদিত

এক কথায় প্রকাশ করুনঃ
15.

যে বেশি কথা বলে

Created: 3 months ago | Updated: 4 days ago

যে বেশি কথা বলে = বাচাল

এক কথায় প্রকাশ করুনঃ
16.

লাভ করিবার ইচ্ছা

Created: 3 months ago | Updated: 2 days ago

লাভ করিবার ইচ্ছা = লিপ্সা

Created: 3 months ago | Updated: 4 days ago

১) পাকা বন্দোবস্ত (স্থায়ী) = শিক্ষক পরীক্ষার জন্য পাকা বন্দোবস্ত করে রেখেছেন। 

২) পাকা কথা (শেষ সিদ্ধান্ত) = স্যার পরীক্ষার জন্য পাকা কথা নিয়েছে। 

৩) ইচরে পাকা (অকালপক্ব)ঃ ইঁচরে পাকা বাচ্চাদের কেউ পছন্দ করে না।

কাউকে অন্ধভাবে অনুকরণের প্রবণতা যে কোন ব্যক্তির জন্যে ক্ষতিকর হতে পারে। কারণ তাতে তার নিজস্ব বৈশিষ্ঠ্য ও গুণাবলির সৃজনশীল বিকাশের সম্ভাবনা নষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে নিজের প্রতিভা ও ক্ষমতার প্রকাশ ও বিকাশের মাধ্যমেই মানুষ সত্যিকারের গৌরব ও মর্যাদা অর্জন করতে পারে।

পিতামাতা হলেন পৃথিবীতে আমাদের জীবনের উৎস। তাঁরাই আমাদের পৃথিবীতে এনেছেন। তাঁরা বাল্যকালে হে দিয়ে আমাদের বড় করে তুলেছেন। তাঁরা আমাদের বাল্যকাল থেকে তাঁদের অসীম যত্ন ও ভালবাসা দিয়ে দেখাশোনা করেছেন। তাঁদের ভালবাসাপূর্ণ যত্ন ছাড়া পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকে থাকা সম্ভব হতো না ।

Fill in the blanks with appropriate prepositions:
20.

Every mother has fondness--her children.

Created: 3 months ago | Updated: 3 days ago

Every mother has fondness of her children.

Fill in the blanks with appropriate prepositions:
21.

Medha excels--speaking English.

Created: 3 months ago | Updated: 4 days ago

Medha excels in speaking English.

Fill in the blanks with appropriate prepositions:
22.

Idleness is an impediment--success in life.

Created: 3 months ago | Updated: 5 days ago

Idleness is an impediment to success in life.

Fill in the blanks with appropriate prepositions:
23.

Let us hope--the best.

Created: 3 months ago | Updated: 5 days ago

Let us hope for the best.

Fill in the blanks with appropriate prepositions:
24.

I could guess little-- what he said.

Created: 3 months ago | Updated: 4 days ago

I could guess little about what he said.

Created: 3 months ago | Updated: 4 days ago

আমার একটি কম্পিউটার আছে।

= I have a Computer.

Created: 3 months ago | Updated: 4 days ago

আমি গতকাল স্কুলে গিয়েছিলাম।

= I went to school yesterday.

Translate into English:
27.

খেলা শেষ।

Created: 3 months ago | Updated: 4 days ago

খেলা শেষ।

= The game is over.

Created: 3 months ago | Updated: 3 days ago

সে সাঁতার জানে না।

= He does not know how to swim.

Created: 3 months ago | Updated: 4 days ago

সে চুরি করতে গিয়ে ধরা খেলো।

= He got caught stealing.

Created: 3 months ago | Updated: 5 days ago

                                                                                           “Rohinga Crisis in Bangladesh”

Rohingya refugees in Bangladesh refer to the refugees from Myanmar living in Banglade An estimated 8.50,000 to 9.50,000 Rohingya people have fled to Bangladesh since 25 August 201 to avoid ethnic and religious persecution by Myanmar's security forces. There are more 300,000 Rohingyas living in Bangladesh who fled in earlier violence from the Burmese government over the last three decades. Officially, Myanmar's government does not recognize the Rohingya as lawful citizens. The government claims they were brought to Rakhine from Bangladesh during the time when Myanmar was a British colony, and the government says they are living in Myanmar illegally. The refugees who are living in Bangladesh are suffering from many humanitarian problems. They suffer from food, shelter, water and sanitation problems. Women and children are the worst sufferers. They have no scope to take a bath. For this, they are becoming sick and getting affected by diseases. Now The Government of Bangladesh (GOB) is working closely with IOM and other agencies to establish a new 2,000-acre site. Site planners and engineers are working on access roads and layout of this large site to allow the provision of services. Until then, services and assistance are still required in Rohingya's villages throughout Cox's Bazar. 

Rohingya, they've been described as the "world's most persecuted minority". The Rohingya are a majority-Muslim ethnic group who have lived in the Buddhist nation of Myanmar for centuries. They have faced persecution at the hands of Myanmar's military since the country's independence in the late 1940s.Buddhists in Myanmar believe that Rohingya are Bengali who migrated to Myanmar illegally during the British rule in the subcontinent. Recently, a military crackdown held in August 2017 which creates a new mass exodus of Rohingyas towards Bangladesh and many other countries. Most Rohingya have sought refuge in and around Cox's Bazar in Bangladesh. There they spend their days and nights in an inhuman condition.Bangladesh govt and foreign organizations try their utmost to handle this situation. But it is getting worse day by day.UNO, Turkey and many other Muslim and non-muslim countries are trying to stop this heinous work of Myanmar govt. Though their state councillor ONG SAN SUKI declared that she will give all the rights of Rohingya 

One significant resource is increasingly limited cooking fuel. Wood fuel collected from protected forest reserves is the main source of cooking fuel for refugees. The speed of the influx of arrivals is contributing to the lack of cooking fuel in markets and its high prices, now reaching more than 60 percent of refugee households' weekly expenditure. To afford fuel, people are resorting to selling food and assets. More and more food, firewood and other commodities are being imported from neighbouring districts, as local people are unable to meet the demands of the burgeoning market. High prices of goods and transportation are increasing the negative impacts on the local population. Mobilizing resources to support one of the world's poorest and most densely populated countries has proved challenging. The Government of Bangladesh is responding to the crisis in partnership with national and international humanitarian and development agencies. Short- and medium-term solutions are needed to increase support to host communities and families supporting refugees, and improve the wider food and agriculture environment of impacted areas outside camps. The Food and Agriculture Organization of the United Nations (FAO), with government partners, civil society and other United Nations agencies, is working to meet early response needs and contribute to longer- term solutions to the region's endemic poverty.

২৫ দিনে কাজ করে = ২০০ জন লোক

১ দিনে কাজ করে =২০০×২৫ জন লোক

২০ দিনে কাজ করে= ×= জন লোক

অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে = (২৫০-২০০) = ৫০ জন লোক।

Created: 3 months ago | Updated: 6 hours ago

দেওয়া আছে, x - y =3 এবং xy =0

আমরা জানি, x3-y3 =(x-y)3+3xy(x-y) = (3)3+3.0.3 = 27+0 = 27

মনে করি, পূর্বের শেয়ারের দাম = ১০০ টাকা

শেয়ারের মূল্য ২০% কমার পর হ্রাসকৃত দাম = ১০০ - ২০ = ৮০ টাকা

আবার, শেয়ারের মূল্য ২০% বাড়ার পর দাম = +×= == টাকা

হ্রাসের হার (১০০-৯৬)% = ৪%

 

ay + a -y2 -2y - 1 = a(y+1) - (y2 + 2y + 1) =a(y+1) - (y+1)2 = (y + 1) {a-(y+1)} = (y+1) (a-y-1)

দেওয়া আছে, x +y = 2, xy = 3

x3+y3+4(x-y)2 =(x+y)3-3.xy.(x+y)+4{(x+y)2-4xy} =(2)3-3×3×2+4{(2)2-4×3} =8-18+4(4-12) =8-18+4(-8) =8-18-32 =8-50 =-42

ওয়াইফাই শব্দটি Wireless Fidelity-এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি আউটসোর্সিং বলতে ইন্টারনেট বেইসড কর্মপদ্ধতিকে বোঝায়। একজন ইন্টারনেট ইউজার ঘরে বসেই কোন প্রতিষ্ঠানের কাজ করে তার প্রাপ্য সম্মানী অনলাইনের ক্রেডিটে পান। এভাবে উপার্জন করার পদ্ধতিকে আউট সোর্সিং বলে।

কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক বিট (bit). 8 bit এর সমন্বয়ে 1 byte.

কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তিকে ROM বলা হয়। ROM এর পূর্ণরূপ হলো - Read Only Memory.

OMR এর পূর্ণরূপ- Optical Mark Recognition or Optical Mark Reader. 

'ফেসবুক' এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

Created: 3 months ago | Updated: 2 days ago

Email হলো ইলেক্ট্রনিক মেইল (Electronic mail) -এর সংক্ষিপ্তরূপ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www)-এর সাহাযে তথ্য গ্রহণ ও প্রেরণের একটি বহুল ব্যবহৃত মাধ্যম এটি।

Related Sub Categories