নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
1.

বাংলাদেশের জাতীয় পতাকার রং কি ও উহার পরিমাপ কি?

Created: 3 months ago | Updated: 4 days ago

বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। 
বাংলাদেশের জাতীয় পতাকার পরিমাপ = ১০:৬।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
2.

স্বাধীনতার খেতাব কত প্রকার ও কি কি?

Created: 3 months ago | Updated: 3 days ago

স্বাধীনতার খেতাব ৪ প্রকার: ১. বীরশ্রেষ্ঠ ২, বীর উত্তম ৩. বীর বিক্রম ৪, বীর প্রতীক।

Created: 3 months ago | Updated: 6 days ago

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সাবেক সি আইএ প্রধান মাইক পম্পেও।

তার দাপ্তরিক পদবী সেক্রেটারি অফ দা স্টেট।

Created: 3 months ago | Updated: 5 days ago

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার লক্ষ্যে গঠিত হয়।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
5.

পূর্ণরূপ লিখুন: UNHCR, BEPZA, ICDDRB, e- TIN.

Created: 3 months ago | Updated: 4 days ago
Created: 3 months ago | Updated: 5 days ago

বীরাঙ্গনা অমিত্রাক্ষর ছন্দে রচিত।  

চর্যাপদ ১৯০৭ খ্রিস্টাব্দে নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার হয়।

Created: 3 months ago | Updated: 5 days ago

১৯৪০ সালের ২৩ মার্চ পাকিস্তানের লাহোরে মুসলিম লীগের সম্মেলনে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক প্রস্তাবটিই উত্থাপিত হয়।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
8.

``মনপুরা ৭০`` কি?

Created: 3 months ago | Updated: 6 days ago

বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন রচিত একটি চিত্রশিল্প হল 'মনপুরা ৭০'। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ঘূর্ণিঝর নিয়ে এই চিত্রটি আঁকেন। তাঁর অন্যান্য চিত্রকর্ম হল দুর্ভিক্ষের রেখাচিত্র, ম্যাডোনা-৪৩, পাইন্যারমা, সংগ্রাম, গায়ের বধু, নবান্ন, মইটানা। এছাড়াও গৌতম ঘোষ পরিচালিত একটি সিনেমা হল মনপুরা । যা বাউল সম্রাট লালন শাহ এর জীবনী নিয়ে নির্মিত ।

নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন:
9.

’জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?

Created: 3 months ago | Updated: 5 days ago

"জয় বাংলা বাংলার জয়” গানটির গীতিকার গীতিকার গাজী মাযহারুল আনোয়ার।

Related Sub Categories