আপনাকে যে পন্ডিত মনে করে
আপনাকে যে পণ্ডিত মনে করে = পণ্ডিতস্মন্য।
যা দীপ্তি পাচ্ছে
যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান।
যা পূর্বে শোনা যায় নি
যা পূর্বে শোনা যায় নি = অশ্রুতপূর্ব।
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদগমন।
যার অন্য উপায় নেই
যার অন্য উপায় নেই = অনন্যোপায় ।
প্রত্যুষ
প্রত্যূষ = প্রতি + ঊষ
নদ্যম্বু
নদ্যম্বু = নদী + অম্বু
শঙ্কা
শঙ্কা = শম্ + কা
তন্বী
তন্বী = তনু + ঈ
কুজ্ঝটিকা
কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা
ইতর বিশেষ
ইতর বিশেষ = প্রভেদ বা পার্থক্য
কেতাদুরস্ত
কেতাদুরস্ত = পরিপাটি ।
খন্ড প্রলয়
খণ্ডপ্রলয় = তুমুলকাণ্ড, ভীষণ ব্যাপার।
ছ কড়া ন কড়া
ছ কড়া ন কড়া = অপচয়/ অবহেলা করা।
তামার বিষ
তামার বিষ = অর্থের কুপ্রভাব।
Tooth and nail
Tooth and nail (প্রাণপনে চেষ্টা করা): He tried tooth and nail for the position
Crocodile tears
Crocodile tears (মায়াকান্না, কৃত্রিম কান্না): Do not make a mistake listening crocodile tears.
In the long run
In the long run ( পরিণামে): Truth must come out in the long run.
Through and through
Through and through (পুরোপুরি): Through and through he is pious man.
Kith and kin
Kith and kin (আত্মীয় স্বজন): Nazmul has no kith and keen here.
Everyone should abstain ____ smoking
Everyone should abstain from smoking.
অর্থঃ ধুমপান হতে সবার বিরত থাকা উচিৎ।
I beg mercy ____ the principal
I beg mercy of the principal.
অর্থঃ আমি অধ্যক্ষের নিকট মার্জনা চাই।
The murder was charged ____ the innocent man
The murder was charged against the innocent man.
অর্থঃ নিরপরাধ লোকটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
His honesty is deserving ____ praise.
His honesty is deserving of praise.
সঠিক বাক্যঃ His honesty deserves praise. অর্থঃ তার সততা প্রশংসার দাবিদার।
The girl expert ___ drawing
The girl is expert at drawing
অর্থঃ মেয়েটি অঙ্কনে পটু ।
সে বইটি আমার কাছে রেখেছে
সে বইটি আমার কাছে রেখেছে।
= He has kept the book to me.
আমার খুব মাথা ধরেছে
আমার খুব মাথা ধরেছে।
= I have got a lot of headache.
তিনি একটি স্বপ্ন দেখলেন।
তিনি একটি স্বপ্ন দেখলেন।
= He dreamt a dream.
তুমি কি কখনও চিড়িয়াখানা দেখেছ?
তুমি কি কখনও চিড়িয়াখানা দেখেছ?
= Have you ever seen to the zoo?
আমি বিকাল চারটার মধ্যে কাজটি শেষ করে ফেলব।
আমি বিকাল চারটার মধ্যে কাজটি শেষ করে ফেলব
= I will have done the work by 4 PM.