Attested এর বাংলা পরিভাষা হলো সত্যায়িত। উল্লেখ্য, Attestation হলো সত্যায়ন।
অহিনকুল দ্বন্দ্ব সমাস।
Sibling শব্দের বাংলা অর্থ ভাই বা বোন ।
You may go for a walk if you feel like it. এখানে Fell like অর্থ আগ্রহী হওয়া।
আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
= Today the national flag will remain half-masted
The train is running on time. On time দ্বারা ঠিক সময়মতো চলাকে বুঝায়। Neither too late nor too early. কিন্তু In time দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝায়
Active: I invited him for a dinner.
Passive: He was invited for a dinner by me
‘আমি তুমি এবং সে সবাই উত্তরায় থাকি'।
= He, you and I live at Uttara.
‘সে সাঁতার কাটতে জানে না' ।
= He does not know how to swim.
The confidence of the general passengers towards BIMAN is increasing gradually
ব্যাস, সেন্টিমিটার
∴ সেন্টিমিটার
১,৭৫০ গ্রাম খেজুরের দাম = ৭০০ টাকা
∴ ৫০০ গ্রাম খেজুরের দাম = ২০০ টাকা
বায়ো অর্থ জীবন বা প্রাণ। মেট্রিক হলো একটি প্যারামিটার যা দ্বারা এক প্রাণিকে অন্য প্রাণি হতে পৃথক করা যায়। সাধারণত আঙ্গুলের ছাপ, হাতের তালুর শিরা, DNA, চোখের রেটিনা প্রভৃতি দ্বারা এই পার্থক্য করা হয়
বিশ্বের প্রায় ৭০টি দেশের সঙ্গে প্রতিষ্ঠানটির সেবা চুক্তি রয়েছে। বর্তমানে ১৬টি দেশে এটি কার্যক্রম পরিচালনা করছে। বিমানের প্রধান কার্যালয়ের নাম বলাকা ভবন, যেটি ঢাকার কুর্মিটোলায় অবস্থিত। বিমানের বহরে আছে ছয়টি ব্রান্ড নিউ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং তিনটি ড্যাশ ৮-৪০০ সহ মোট ২১টি উড়োজাহাজ। (তথ্যসুত্র ২০২৩ বাংলানিউজটোয়েন্টিফোর.কম )
১৯টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। রুটগুলো হলোঃ আবুধাবি, বাহরাইন, ব্যাংকক, ব্রাসেলস, কলকাতা, দিল্লি, দোহা, দুবাই, হংকং, জেদ্দা, করাচি, কাঠমাণ্ডু, কুয়ালালামপুর, কুয়েত, লন্ডন, মাস্কট, রিয়াদ, রোম ও সিঙ্গাপুর ।
স্যার ফজলে হাসান আবেদ (২৭ এপ্রিল, ১৯৩৬ সালে হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০ ডিসেম্বর, ২০১৯ সালে মৃত্যু বরণ করেন) হলেন বাংলাদেশের উন্নয়নের পালাবদলের অন্যতম পথদ্রষ্টা এবং বিশ্বের বৃহত্তম বেসরকারি সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ। কিন্তু গানটির বর্তমান সুরকার হলো আলতাফ মাহমুদ।
চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কোড নাম COVID-19. CO = Corona, V = Virus, D = Disease এখানে 19 দ্বারা বুঝাচ্ছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটে
বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট ২০২০ সালে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে একুশে পদক পায়। ২০ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের হাতে ২০ ফেব্রুয়ারি, ২০২০ সালে 'একুশে পদক-২০২০' তুলে দেন প্রধানমন্ত্রী।
ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম
(২০২৩)
বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর, ৫টি অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ৭টি স্বল্প পরিসরের (শুধু উড্ডয়ন এবং অবতরণ) বন্দর রয়েছে।
TEUDATIT = ATTITUDE অর্থ আচরণের ভঙ্গি বা মনোভাব ।
প্রাচীন অর্থশাস্ত্রের জনক হলেন কৌটিল্য (চাণক্য)। আর অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ এবং আধুনিক অর্থনীতির জনক পল. স্যামুয়েলসন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মোবাইল অ্যাপের নামঃ Biman Bangladesh Airlines.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর বহরে সংযুক্ত হওয়া সর্বশেষ উড়োজাহাজ ‘সোনার তরী' ও 'অচিন পাখি’। এর মধ্যে ‘সোনার তরী' দেশে পৌঁছায় গত ২১ ডিসেম্বর ২০১৯ সালে। আর দ্বিতীয় ড্রিমলাইনার বিমানটি দেশে পৌছায় ২৪ ডিসেম্বর, ২০১৯ সালে।
বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'। এর ইংরেজি নামঃ The People's Republic of Bangladesh.
আনোয়ার পাশা রচিত 'রাইফেল রোটি আওরাত' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এই উপন্যাসে মুক্তি সংগ্রামের প্রথম দিকের মর্মান্তিক বাস্তব অভিজ্ঞতার চিত্র ফুটে উঠেছে। তার অন্যান্য উপন্যাসঃ ‘নীড়সন্ধানী', 'নিষুতি রাতের গাথা' ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে 'ভেটো' দিয়েছিল।
সর্বশেষ জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিম সর্বোচ্চ (২১৯) রান সংগ্রহ করেন।
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড বার্নার্ড নোবেল। ১৯০১ সালের ১০ ডিসেম্বর প্রথম নোবেল পুরস্কারের সূচনা হয়। এই পুরস্কারের অর্থ দেয় সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে এই পুরস্কার দেওয়া শুরু করে।
BEZA এর পূর্ণরূপ হলো Bangladesh Economic Zones Authority.
ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোমিটার/ সিসমোগ্রাফ ।
ইউরোপের অনেক যুদ্ধ যেমন রাসিল্লিস, জেস্মপেস, ওয়াটার লু সহ অনেক যুদ্ধ বেলজিয়ামে সংঘটিত হওয়ায় বেলজিয়ামকে ইউরোপের ককপিট (Cockpit) বলা হয় ।
বায়ুর প্রধান উপাদান নাইট্রোজেন (৭৮.০১)%। এছাড়া রয়েছে অক্সিজেন (২০.৭১%); কার্বন ডাই অক্সাইড (০.০৩%) ইত্যাদি।
২০২০ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের রানার আপ দলের নাম বুরুন্ডি। আর চ্যাম্পিয়ন দল হলো ফিলিস্তিন (৩ গোল)। ফিলিস্তিন দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়।
ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১।
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ শুক্রবার (১১ মে) দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।
২২তম বিশ্বকাপ ফুটবল ২০২২ অনুষ্ঠিত হয়েছে কাতারে। আর ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়
অ্যান্টোনিও গুতারেস (৯ম) হলেন পর্তুগালের নাগরিক। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং United Nations High Commissioner for Refugees হিসেবে কর্মরত ছিলেন। জাতিসংঘের নবম মহাসচিব হিসেবে ২০১৭ সালের ১ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন।
কারাগারের রোজনামচা'-র ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (জানুয়ারি ২০১৭ সালে)। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ঘটনাবহুল জেল-জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে।
২০২০ সালের ৪৯তম (১৯৯৬ থেকে ১৯৯৭ সালে ১টি অন্তবর্তীকালীন বাজেটসহ মোট ৫০তম) বাজেটের আকার ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ২,০৫,১৪৫ কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২% এবং মুদ্রাস্ফীতি ৫.৪% । উল্লেখ্য, কোন নির্দিষ্ট অর্থ বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবকে বাজেট বলে। বাজেটের অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন
গ্রিনপিস হলো হল্যান্ড বা নেদারল্যান্ডস পরিবেশবাদী সংগঠন। ১৯৭১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে ৷
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু করে ১ ডিসেম্বর ১৯৮০ সাল থেকে এবং বাংলাদেশ টেলিভিশন চালু হয় ২৫ ডিসেম্বর ১৯৬৪ সালে।
নাসাউ হলো বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী ।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ভারতকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।
সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সদস্যগণের সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে সরাসরি নির্বাচিত ৩০০ জন ও ৫০ জন নারী সদস্য সংরক্ষিত আসন হতে নির্বাচিত হয়।
নেপালের প্রধানমন্ত্রী সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল।
বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নাম ড. শিরীন শারমিন চৌধুরী (২৯.০১.২০১৪-বর্তমান)। তিনি বাংলাদেশের ১৩তম এবং নারী হিসেবে ১ম স্পিকার ।
IATA এর পূর্ণরূপ International Air Transport Association.
BFCC এর পূর্ণরূপ Biman Flight Catering Centre.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে দেশে প্রথমবারের মতো মার্চ ২০২০ সালে বাংলাদেশ ব্যাংক ২০০ টাকা মূল্যমানের নতুন নোট ছেড়েছে ।
পানির উর্ধ্বচাপ বিবেচনায় সাগরে সাতার কাটা সহজ নদীতে না ।
Compressed Natural Gas (CNG) হচ্ছে এক ধরনের জীবাশ্মে জ্বালানি যা পেট্রোল, ডিজেল কিংবা প্রোপেনের LPG) পরিবর্তে ব্যবহৃত হয়। এটার দহনে গ্রিনহাউজ গ্যাস উৎপন্ন হয়, কিন্তু পরিবেশগতভাবে উপরিউক্ত জ্বালানিগুলোর নির্ভেজাল বিকল্প এবং এটা অন্যান্য গ্যাস অপেক্ষা অনেক নিরাপদ। ন্যাচারাল গ্যাস বায়ুর চেয়ে হালকা এবং মুহূর্তেই বায়ুতেমিশে যায়। আবর্জনা বা পচা পানি থেকে উৎপন্ন বায়োগ্যাসের (জৈব গ্যাস) সাথে CNG মিশ্রিত করা যায়। আর LPG এর পূর্ণরূপ Liquefied Petroleum Gas LPG শীতলীকৃত জ্বালানী গ্যাস, এ সমস্ত নামে প্রোপেন বা বিউটেন কে বা এদের মিশ্রণকেও নির্দেশ করা হয়। এটি মূলত দাহ্য হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ এবং জ্বালানী হিসেবে রন্ধন কার্যে, গাড়িতে ও ভবনের তাপমাত্রা বৃদ্ধিতে (HVAC) ব্যবহৃত হয়। এটির ব্যবহার প্রপ্যাল্যান্ট গ্যাস হিসেবে এবং শীতল যন্ত্রের রেফ্রিজারেটর হিসেবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এতে বিভিন্ন কার্যে সিএফসি গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি ব্যবহৃত হচ্ছে। এতে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় রোধ করা যায়। এছাড়া যখন গাড়িতে এলপিজি ব্যবহার করা হয় তখন ‘অটো গ্যাস' নামে
অভিহিত হয় ।
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া আর ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। আয়তনে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান
কুয়েতের মুদ্রার নাম কুয়েতি দিনার।