হিসাব মহানিয়ন্ত্রেকের কার্যালয় || সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর/ ক্যাশিয়ার/ কেয়ারটেকার/ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (18-09-2020) || 2020

All

সকল বিষয়

এক কথায় প্রকাশ করুন:
1.

যার উপস্থিত বুদ্ধি আছে

Created: 3 months ago | Updated: 3 days ago

যার উপস্থিত বুদ্ধি আছে। = প্রত্যুৎপন্নমতি।

এক কথায় প্রকাশ করুন:
2.

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি

Created: 3 months ago | Updated: 3 days ago

ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। = ইতিহাসবেত্তা

এক কথায় প্রকাশ করুন:
3.

যে বিষয়ে কোনো বিতর্ক নেই

Created: 3 months ago | Updated: 3 days ago

যে বিষয়ে কোনো বিতর্ক নেই। = অবিসংবাদী

Created: 3 months ago | Updated: 3 days ago

কর্ম সম্পাদনে পরিশ্রমী যিনি। = কর্মঠ।

অশুদ্ধ বাক্য শুদ্ধ করুন
5.

আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়

Created: 3 months ago | Updated: 3 days ago

আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়। 

= আকণ্ঠ ভোজন ভাল নয় ।

অশুদ্ধ বাক্য শুদ্ধ করুন
6.

সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে?

Created: 3 months ago | Updated: 3 days ago

সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে। 

= সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে।

অশুদ্ধ বাক্য শুদ্ধ করুন
7.

ছেলেটি ভয়ানক মেধাবী?

Created: 3 months ago | Updated: 3 days ago

ছেলেটি ভয়ানক মেধাবী । 

= ছেলেটি অত্যন্ত মেধাবী।

অশুদ্ধ বাক্য শুদ্ধ করুন
8.

দৈন্যতা সব সময় ভাল নয়।

Created: 3 months ago | Updated: 3 days ago

দৈন্যতা সব সময় ভাল নয় । 

= দীনতা সব সময় ভাল নয়।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
9.

নদীমাতৃক

Created: 3 months ago | Updated: 3 days ago

নদীমাতৃক = নদী মাতা (মাতৃ) যার (বহুব্রীহি সমাস)।

ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন:
10.

শ্রমলব্ধ

Created: 3 months ago | Updated: 3 days ago

শ্রমলব্ধ = শ্রম দ্বারা লব্ধ (তৃতীয়া তৎপুরুষ সমাস)।

কারক ও বিভক্তি নির্ণয় করুন:
11.

বাড়ি থেকে নদী দেখা যায়

Created: 3 months ago | Updated: 6 days ago

বাড়ি থেকে নদী দেখা যায়। = অধিকরণে পঞ্চমী

Created: 3 months ago | Updated: 3 days ago

আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। = কর্মকারকে দ্বিতীয়া ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
13.

সংলাপ

Created: 3 months ago | Updated: 1 day ago

সংলাপ = সম্ + লাপ ।

সন্ধি বিচ্ছেদ করুনঃ
14.

আবিষ্কার

Created: 3 months ago | Updated: 1 day ago

আবিষ্কার = আবিঃ + কার ।

বাগধারাটির অর্থ লিখুনঃ
15.

কূপমন্ডুক 

Created: 3 months ago | Updated: 21 hours ago

কূপমন্ডুক = (ঘরকুনো; সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন) তুমি তো কূপমন্ডুক, ‘ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ'।

বাগধারাটির অর্থ লিখুনঃ
16.

এলাহি কান্ড

Created: 3 months ago | Updated: 2 days ago

এলাহি কান্ড = (বিরাট আয়োজন) বড় বাড়িতে বিয়ে, সেতো এক এলাহি কান্ড হবে ।

বাগধারাটির অর্থ লিখুনঃ
17.

তালপাতার সেপাই

Created: 3 months ago | Updated: 3 days ago

তালপাতার সেপাই = (ক্ষীণজীবী) হাসানের মত তালপাতার সেপাই দিয়ে কাজ হবে না ।

বাগধারাটির অর্থ লিখুনঃ
18.

ঊনপাঁজুরে

Created: 3 months ago | Updated: 3 days ago

ঊনপাঁজুরে = (অপদার্থ) বাপ্পির মতো ঊনপাঁজুরে ছেলে আর দেখি না 

বিপরীতার্থক শব্দ লিখুন
19.

অর্বাচীন

Created: 3 months ago | Updated: 3 days ago

অর্বাচীন = প্রাচীন ।

বিপরীতার্থক শব্দ লিখুন
20.

নশ্বর

Created: 3 months ago | Updated: 3 days ago

নশ্বর = অবিনশ্বর 

Created: 3 months ago | Updated: 3 days ago

কিছু করার আগে ভালো করে ভেবে নাও। 

= Look before you leap.

Translate the following sentence from Bangla to English.
22.

তোমাদের গাছ কি অনেক আম আছে?

Created: 3 months ago | Updated: 3 days ago

তোমাদের গাছে কি অনেক আম আছে? 

= Do you have a lot of mangoes in your tree ?

Translate the following sentence from Bangla to English.
23.

এখন শরৎ কাল

Created: 3 months ago | Updated: 3 days ago

এখন শরৎ কাল।

= It is autumn now.

Translate the following sentence from Bangla to English.
24.

তার একজোড়া সুন্দর জুতা ছিল।

Created: 3 months ago | Updated: 4 days ago

তার একজোড়া সুন্দর জুতা ছিল। 

= He had a nice pair of shoes.

Translate the following sentence from Bangla to English.
25.

বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন

Created: 3 months ago | Updated: 3 days ago

বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন। 

= Father has retired from job.

Write the meaning of the following idioms and make sentences with them.
26.

By and by

Created: 3 months ago | Updated: 5 days ago

By and by (ক্রমে ক্রমে): He will come round by and by.

Write the meaning of the following idioms and make sentences with them.
27.

At a loss

Created: 3 months ago | Updated: 3 days ago

At a loss (কিংকর্তব্যবিমূঢ়): He was at a loss and could not understand what to say in reply.

Write the meaning of the following idioms and make sentences with them.
28.

Come to light

Created: 3 months ago | Updated: 3 days ago

Come to light (জানাজানি হওয়া): After all, their relationship came to light.

Write the meaning of the following idioms and make sentences with them.
29.

Gala day

Created: 3 months ago | Updated: 10 hours ago

Gala day (উৎসব মুখর): Eid is a gala day for Muslim.

Write the meaning of the following idioms and make sentences with them.
30.

Nip in the bud

Created: 3 months ago | Updated: 1 day ago

Nip in the bud ( অঙ্কুরে বিনষ্ট করা): The young boy has gone astray because he was ripped in the bud.

Transform the following sentence in directed in the brackets
31.

Is he not a great fool? ( Assertive)

Created: 3 months ago | Updated: 1 day ago

Is he not a great fool? (Assertive)

= He is a great fool.

Transform the following sentence in directed in the brackets
32.

He is the best boy in the class. (Negative)

Created: 3 months ago | Updated: 1 day ago

He is the best boy in the class. (Negative) 

= No other boy in the class is as good as he is.

Transform the following sentence in directed in the brackets
33.

I know her name. (Complex)

Created: 3 months ago | Updated: 1 day ago

I know her name. (Complex) 

= I know what her name is.

Transform the following sentence in directed in the brackets
34.

I want a car that I can drive ( simple)

Created: 3 months ago | Updated: 1 day ago

I want a car that I can drive. (Simple) 

= I want a car to drive.

Transform the following sentence in directed in the brackets
35.

Going to the garden Bulbul saw a red rose (Compound)

Created: 3 months ago | Updated: 1 day ago

Going to the garden Bulbul saw a red rose. (Compound) 

= Bulbul went to the garden and saw a red rose.

Fill in the blank with appropriate preposition.
36.

He assigned the task ___me.

Created: 3 months ago | Updated: 20 hours ago

He assigned the task to me. 

= বাক্যের অর্থঃ আমাকে সে কাজটি করতে দিলো ।

Fill in the blank with appropriate preposition.
37.

He comes ___ a noble family

Created: 3 months ago | Updated: 1 day ago

He comes of a noble family. 

= বাক্যের অর্থঃ সে অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলো।

Fill in the blank with appropriate preposition.
38.

This thing differs ____that

Created: 3 months ago | Updated: 1 day ago

This thing differs  from that. 

বাক্যের অর্থঃ এই জিনিসটি ওটা থেকে ভিন্ন।

Fill in the blank with appropriate preposition.
39.

I am looking ____the matter.

Created: 3 months ago | Updated: 5 days ago

I am looking into the matter.  

=  বাক্যের অর্থঃ বিষয়টি আমি খতিয়ে দেখছি।

Fill in the blank with appropriate preposition.
40.

I wonder ____his ignorance

Created: 3 months ago | Updated: 3 days ago

I wonder at his ignorance. 

= বাক্যের অর্থঃ তার অবজ্ঞায় আমি বিস্মিত।

9x2-9x-4 = 9x2- 12x + 3x - 4 = 3 x(3x-4) +1 (3x-4) = (3x  4 ) (3x + 1)

দেওয়া আছে, 

x2 + 1x2 =3

 x2 + 1x23 = 33 = 27

সুদ আসলের  অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ হবে ৩ টাকা।

∴ সুদাসল = ৮ + ৩ = ১১ টাকা

অর্থাৎ সুদাসল ১১ টাকা হলে আসল = ৮ টাকা

∴ সুদাসল ৫,৫০০ টাকা হলে আসল  ×  = , টাকা

ধরি, সুদের হার r

এখন দেয়া আছে, আসল p = ৪,০০০ টাকা; সময় n = ৩ বছর এবং সুদ I = ৫,৫০০ - ৪,০০০ = ১,৫০০ টাকা

আমরা জানি, I = prn100

বা,  , = × r ×

বা, r =  ×  × 

∴ r= ১২.৫

উত্তরঃ সুদের হার ১২.৫%

এক কথায় উত্তর দিন;
44.

১ ইঞ্চি = কত সে .মি ?

Created: 3 months ago | Updated: 7 hours ago

১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।

এক কথায় উত্তর দিন;
45.

১ একর = কত বর্গ গজ?

Created: 3 months ago | Updated: 9 hours ago

১ একর = ৪,৫৪০ বর্গগজ ।

Created: 3 months ago | Updated: 9 hours ago

১ থেকে ১০ এর মৌলিক সংখ্যা ৪টি (২, ৩, ৫ এবং ৭)

এক কথায় উত্তর দিন:
47.

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

Created: 3 months ago | Updated: 1 day ago

পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি ও প্রস্থ ১৮.১০ মি।

Created: 3 months ago | Updated: 3 days ago

'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' বহনকারী রকেটের নাম ফ্যালকন-৯।

স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান। দেশটি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে (৬ ডিসেম্বর ভুটান এবং ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় কিন্তু ভুটান ভারতের ২ ঘণ্টা আগে স্বীকৃতি দেয়।

এক কথায় উত্তর দিন:
50.

‘সংসপ্তক’ এর লেখক কে?

Created: 3 months ago | Updated: 3 days ago

‘সংসপ্তক' এর লেখক শহীদুল্লা কায়সার ।

Created: 3 months ago | Updated: 3 days ago

'অপরাজেয় বাংলা' এর ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (কলাভবন) অবস্থিত।

এক কথায় উত্তর দিন:
52.

বাংলাদেশের সাদা সোনা কী?

Created: 3 months ago | Updated: 3 days ago

বাংলাদেশের সাদা সোনা চিংড়ি ।

Created: 3 months ago | Updated: 3 days ago

তিস্তা বাঁধ স্থাপিত হয়েছে ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিস্তা নদীর বাংলাদেশ অংশে। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গাডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামে ১৯৭৯ খ্রিষ্টাব্দে এই বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হয়। ১৯৯০-এ মূল বাঁধ নির্মাণ কার্যক্রম শেষ হয়, অন্যান্য কাজ বাকী থাকে। ৬১৫ দশমিক ২৪ মিটার দীর্ঘ এই বাধেঁর উদ্দেশ্য ছিল ৬ লাখ কিউসেক পরিমাণ পানি শুষ্ক মৌসুমে সেচের জন্য বিভিন্নখাতে প্রবাহিত করা। ৭টি জেলার ৩৫টি উপজেলার ১৩ লাখ ৩৫ হাজার একর জমি সেচের আওতায় এনে ফসল ফলানের লক্ষ্যে ১৯৫৩ খ্রিষ্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বৃহৎ তিস্তা প্রকল্পের আওতায় তিস্তা বাঁধ নির্মাণের সূত্রপাত করে।

তিস্তা ব্যারেজ বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। এটি প্রধানত জলসম্পদ নিয়ন্ত্রণ এবং কৃষি সেচের জন্য ব্যবহৃত হয়। এখানে কিছু বিস্তারিত তথ্য:

1. অবস্থান ও নির্মাণ

  • অবস্থান: তিস্তা ব্যারেজটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় অবস্থিত।
  • নির্মাণের সময়কাল: ১৯৬০-এর দশকে নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৬২ সালে এটি কার্যক্রম শুরু করে।

2. কার্যক্রম ও উদ্দেশ্য

  • জলসেচ: ব্যারেজটি তিস্তা নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে, যা কৃষি জমিতে সেচের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে।
  • বন্যা নিয়ন্ত্রণ: এটি নদীর জলস্তর নিয়ন্ত্রণে সহায়ক, যা বন্যার ঝুঁকি কমাতে সাহায্য করে।
  • অর্থনৈতিক সুবিধা: সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো এবং স্থানীয় অর্থনীতি উন্নয়নে অবদান রাখে।

3. প্রযুক্তিগত বৈশিষ্ট্য

  • দৈর্ঘ্য: প্রায় ২.৫ কিলোমিটার।
  • উচ্চতা: প্রায় ১৫ মিটার।
  • মোট গেটের সংখ্যা: ৪৪টি গেট।

4. প্রভাব ও চ্যালেঞ্জ

  • সেচ সুবিধা: ব্যারেজের মাধ্যমে কৃষকদের জন্য সেচ সুবিধা নিশ্চিত হয়েছে, যা গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন বৃদ্ধি করেছে।
  • পরিবেশগত প্রভাব: নদীর প্রবাহ নিয়ন্ত্রণের কারণে কিছু স্থানীয় পরিবেশগত পরিবর্তন ঘটেছে, যেমন নদী সংলগ্ন এলাকার জলস্তরের পরিবর্তন।
  • বিভিন্ন সমস্যা: কখনও কখনও পানির অভাব বা অতিরিক্ত পানি সমস্যার সৃষ্টি হতে পারে, যা স্থানীয় জনগণের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

5. সম্ভাব্য উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা

  • নির্মাণের উন্নতি: ব্যারেজের সঞ্চালন কার্যকারিতা বৃদ্ধির জন্য বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ চলছে।
  • স্থানীয় সমাজের সহায়তা: স্থানীয় জনগণের জন্য প্রশিক্ষণ এবং সহায়তার মাধ্যমে কৃষি প্রযুক্তির উন্নয়ন করা হচ্ছে।

তিস্তা ব্যারেজ বাংলাদেশের জলসম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং কৃষি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

তিস্তা ব্যারেজ বাংলাদেশের জলসম্পদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এখানে কিছু মূল সমস্যা তুলে ধরা হলো:

১. পানি সেচের সমস্যা

  • অনিয়মিত পানি সরবরাহ: তিস্তা ব্যারেজের মাধ্যমে পানি সরবরাহের অনিয়মিততা কৃষকদের জন্য সমস্যা সৃষ্টি করেছে। বিশেষত, শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানি সরবরাহ ঠিকমতো না পাওয়ার কারণে ফসলের উৎপাদন কমে যায়।
  • উত্তরাঞ্চলের কৃষি নির্ভরতা: তিস্তার ওপর কৃষি নির্ভরতা বেশি হওয়ায়, ব্যারেজের কার্যকারিতা সঠিক না থাকলে কৃষি উৎপাদনে প্রভাব পড়ে।

২. পরিবেশগত প্রভাব

  • নদী পরিবেশের পরিবর্তন: ব্যারেজ নির্মাণ ও পরিচালনার ফলে তিস্তা নদীর প্রাকৃতিক প্রবাহ পরিবর্তিত হয়েছে, যা নদীর পরিসর, জীববৈচিত্র্য এবং স্থানীয় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
  • পানি স্তরের পরিবর্তন: নদীর পানি স্তরের পরিবর্তনের কারণে আশপাশের এলাকার জলাবদ্ধতা বা শুষ্কতা দেখা দিতে পারে।

৩. বন্যা ও পানি সঞ্চালন সমস্যা

  • বন্যা নিয়ন্ত্রণের সমস্যা: যেভাবে ব্যারেজটি পানি নিয়ন্ত্রণ করে, তার ফলে কখনও কখনও অতিরিক্ত পানি বা বন্যার ঝুঁকি বাড়তে পারে। ঠিকমতো ব্যবস্থাপনা না হলে এটি স্থানীয় বন্যা পরিস্থিতিকে খারাপ করে দিতে পারে।
  • পানি সঞ্চালন হ্রাস: নদীর উজানের দেশগুলোর পানি সঞ্চালন হ্রাসের কারণে তিস্তার প্রবাহ কমে গেছে, যা ব্যারেজের কার্যকারিতা প্রভাবিত করে।

৪. বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ

  • স্থানীয় জনগণের জীবিকা: পানি ব্যবস্থাপনার সমস্যা স্থানীয় জনগণের জীবিকা ও জীবনযাত্রার মানের উপর প্রভাব ফেলেছে। অনেক পরিবার কৃষি আয়ের উপর নির্ভরশীল, এবং পানি সমস্যার কারণে তাদের আয় কমে যাচ্ছে।
  • অবকাঠামোগত অসুবিধা: ব্যারেজের অবকাঠামো কখনও কখনও পুরনো হয়ে যাওয়ার কারণে maintenance ও আপগ্রেডের প্রয়োজন হয়, যা সমস্যা সৃষ্টি করতে পারে।

৫. অন্যান্য চ্যালেঞ্জ

  • মৌসুমি পরিবর্তন: জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি পানি প্রবাহের অবস্থা পরিবর্তিত হয়েছে, যা ব্যারেজ পরিচালনায় নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে।

এসব সমস্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে, কিন্তু সমাধান একে একে সময়সাপেক্ষ ও জটিল হতে পারে। তিস্তা ব্যারেজের কার্যকারিতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তিস্তা ব্যারেজ বাংলাদেশে জলসম্পদ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি নানা ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। এখানে কিছু প্রধান বিপদের বর্ণনা দেওয়া হলো:

১. বন্যার ঝুঁকি

  • অতিরিক্ত পানি: বর্ষা মৌসুমে তিস্তার অতিরিক্ত পানি প্রবাহ ব্যারেজের মাধ্যমে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, যা আশপাশের এলাকায় বন্যার সৃষ্টি করতে পারে।
  • বন্যার প্রকৃতির পরিবর্তন: পানি প্রবাহের অসামঞ্জস্য বন্যার ধরণ পরিবর্তন করতে পারে, যা স্থানীয় জনগণের জীবনযাত্রার উপর প্রভাব ফেলতে পারে।

২. পানি সংকট

  • শুষ্ক মৌসুমে পানি অভাব: শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ কমে যাওয়ার কারণে সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া কঠিন হয়ে পড়ে, যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে।
  • উজানের দেশগুলির প্রভাব: ভারতের উপরিভাগে জলব্যবস্থাপনার পরিবর্তনের কারণে তিস্তার প্রবাহ কমে যেতে পারে, যা বাংলাদেশে পানি সংকট তৈরি করে।

৩. পরিবেশগত সমস্যা

  • জলাবদ্ধতা ও শুকনো মরু: ব্যারেজের কারণে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে জলাবদ্ধতা বা শুকনো মরু পরিস্থিতি তৈরি হতে পারে, যা জীববৈচিত্র্য ও কৃষি উভয়ের জন্য ক্ষতিকর।
  • জীববৈচিত্র্যের ক্ষতি: নদীর পরিবেশে পরিবর্তন এবং পানি প্রবাহের হেরফের জীববৈচিত্র্য হ্রাস করতে পারে, বিশেষত মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য।

৪. অবকাঠামোগত সমস্যা

  • ব্যারেজের অবস্থা: পুরনো হওয়া ব্যারেজের অবকাঠামোগত সমস্যা যেমন গেটের ক্রুটি, পানি প্রবাহ নিয়ন্ত্রণের সমস্যা প্রভৃতি কার্যকারিতা কমিয়ে দিতে পারে।
  • মেন্টেনেন্স চ্যালেঞ্জ: নিয়মিত মেন্টেনেন্স এবং সংস্কার না হলে ব্যারেজের কার্যকারিতা বাধাগ্রস্ত হতে পারে, যা স্থানীয় জনগণের জন্য সমস্যার সৃষ্টি করে।

৫. সামাজিক ও অর্থনৈতিক প্রভাব

  • কৃষকের সমস্যা: পানি সংকট ও অন্যান্য সমস্যার কারণে কৃষকদের আয় কমে যেতে পারে, যা তাদের জীবনযাত্রার মান প্রভাবিত করে।
  • স্থানীয় সম্প্রদায়ের চাপ: পানির অভাব বা অতিরিক্ত পানি স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান ও তাদের অর্থনৈতিক অবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে।

৬. বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ

  • আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা: ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে মতভেদ এবং আন্তর্জাতিক চুক্তির সমস্যা রয়েছে, যা পানি ব্যবস্থাপনায় প্রভাব ফেলতে পারে।
  • জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনের কারণে নদীর প্রবাহের প্রকৃতি ও মৌসুম পরিবর্তিত হতে পারে, যা ব্যারেজের পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করে।

এসব সমস্যার মোকাবিলা করার জন্য সঠিক পরিকল্পনা, তত্ত্বাবধান, এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা এবং নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা সম্ভব।

Created: 3 months ago | Updated: 3 days ago

বাংলাদেশের সরকার প্রধানের নাম শেখ হাসিনা । (2023)

Created: 3 months ago | Updated: 1 day ago

WiMax হলো একটি উচ্চ গতির ব্রডব্যান্ড যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। WiMax এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access. WiMax প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত ।

Created: 3 months ago | Updated: 3 days ago

ভারতের প্রথম বাঙ্গালী প্রেসিডেন্টের নাম প্রণব মুখার্জি। তিনি ২৫ জুলাই ২০১২ থেকে ২৪ জুলাই ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

এক কথায় উত্তর দিন:
57.

জার্মানি মুদ্রার নাম কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

জার্মানির মুদ্রার নাম ইউরো ।

Created: 3 months ago | Updated: 1 day ago

পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। ২০২৩ সালে ১৩তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে ।

Created: 3 months ago | Updated: 1 day ago

দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত। উল্লেখ্য, আমাজন অরণ্যের আয়তন ৫৫,০০,০০০ বর্গকিলোমিটার। ৯টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। আমাজন অরণ্যের ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা ।

এক কথায় উত্তর দিন:
60.

NATO এর পূর্ণরূপ কী?

Created: 3 months ago | Updated: 1 day ago

NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization. উল্লেখ্য, এটি ৪ এপ্রিল ১৯৪৯ সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয় । NATO এর বর্তমান সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম (১৯৬৭ সালে স্থানান্তর করা হয়)।

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সালে প্রথম COVID-19 সনাক্ত হয় ।

Related Sub Categories