যার উপস্থিত বুদ্ধি আছে
যার উপস্থিত বুদ্ধি আছে। = প্রত্যুৎপন্নমতি।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। = ইতিহাসবেত্তা
যে বিষয়ে কোনো বিতর্ক নেই
যে বিষয়ে কোনো বিতর্ক নেই। = অবিসংবাদী
কর্ম সম্পাদনে পরিশ্রমী যিনি
কর্ম সম্পাদনে পরিশ্রমী যিনি। = কর্মঠ।
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়
আকণ্ঠ পর্যন্ত ভোজন ভাল নয়।
= আকণ্ঠ ভোজন ভাল নয় ।
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে?
সর্ব বিষয়ে বাহুল্যতা বর্জন করিবে।
= সর্ব বিষয়ে বাহুল্য বর্জন করিবে।
ছেলেটি ভয়ানক মেধাবী?
ছেলেটি ভয়ানক মেধাবী ।
= ছেলেটি অত্যন্ত মেধাবী।
দৈন্যতা সব সময় ভাল নয়।
দৈন্যতা সব সময় ভাল নয় ।
= দীনতা সব সময় ভাল নয়।
নদীমাতৃক
নদীমাতৃক = নদী মাতা (মাতৃ) যার (বহুব্রীহি সমাস)।
শ্রমলব্ধ
শ্রমলব্ধ = শ্রম দ্বারা লব্ধ (তৃতীয়া তৎপুরুষ সমাস)।
বাড়ি থেকে নদী দেখা যায়
বাড়ি থেকে নদী দেখা যায়। = অধিকরণে পঞ্চমী
আমারে তুমি করিবে ত্রাণ , এ নহে মোর প্রার্থনা
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। = কর্মকারকে দ্বিতীয়া ।
সংলাপ
সংলাপ = সম্ + লাপ ।
আবিষ্কার
আবিষ্কার = আবিঃ + কার ।
কূপমন্ডুক
কূপমন্ডুক = (ঘরকুনো; সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন) তুমি তো কূপমন্ডুক, ‘ঘরে হৈতে আঙ্গিনা বিদেশ'।
এলাহি কান্ড
এলাহি কান্ড = (বিরাট আয়োজন) বড় বাড়িতে বিয়ে, সেতো এক এলাহি কান্ড হবে ।
তালপাতার সেপাই
তালপাতার সেপাই = (ক্ষীণজীবী) হাসানের মত তালপাতার সেপাই দিয়ে কাজ হবে না ।
ঊনপাঁজুরে
ঊনপাঁজুরে = (অপদার্থ) বাপ্পির মতো ঊনপাঁজুরে ছেলে আর দেখি না
অর্বাচীন
অর্বাচীন = প্রাচীন ।
নশ্বর
নশ্বর = অবিনশ্বর