‘গীতাঞ্জলী' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন। এটি মূলত কবিতার বই। এই গ্রন্থের অনুবাদ গ্রন্থের নাম হলো ‘Song offerings'. এই গ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO: World Health Organization) বর্তমান মহাসচিবের নাম টেডরস আধানম ঘেব্রেইয়েসুস (ইথিওপিয়া) । তিনি ১ জুলাই, ২০১৭ সাল থেকে বর্তমান পর্যন্ত কর্মরত আছেন। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের ৭টি রাজ্যকে 'Seven Sister' বলা হয়। রাজ্যগুলো হলোঃ আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড। আর বাংলাদেশের সীমান্তবর্তী অথচ সেভেন সিস্টারভুক্ত নয় ভারতের রাজ্যটির নাম পশ্চিবঙ্গ ।
www এর পূর্ণরূপঃ World Wide Web. উল্লেখ্য, সুইজারল্যান্ডের CERN এর বিজ্ঞানীগণ তাদের জন্য প্রয়োজনীয় গবেষণা কর্মের বিস্তারিত বিবরণ, গ্রাফিক্স এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্যটি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সহজে পাওয়ার লক্ষ্যে ১৯৮৯ সালে একটি বিশেষ তথ্য আহরণ এবং সেবা প্রদান ব্যবস্থা উদ্ভাবন করেন। তাদের উদ্ভাবিত এ ব্যবস্থাই পরবর্তীতে ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web) নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এতে ইন্টারনেট ব্যবহারকারীগণ পৃথিবীর বিভিন্ন স্থানে যে তথ্য ভাণ্ডার রয়েছে তার যেকোনটিতে পৌছে যেতে পারে। সাধারণ টেক্সট, গ্রাফিক্স, অডিও বা ভিডিও যেভাবেই এর তথ্যসমূহ সংরক্ষিত থাকুক না কেন ওয়েবসাইট ব্যবহারকারীগণ নিজেদের কম্পিউটারের হুবহু দেখতে পান। একে ইন্টারনেটের মাল্টিমিডিয়াও বলা হয় । টিম বার্নাস লি কে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক বলা হয় ।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী আবুধাবি এবং মুদ্রা দিরহাম
অস্ট্রিয়া
অস্ট্রিয়া এর রাজধানী ভিয়েনা এবং মুদ্রা ইউরো
ভুটান
ভুটান এর রাজধানী থিম্পু এবং মুদ্রা গুলট্রাম
মেক্সিকো
মেক্সিকো এর রাজধানী মেক্সিকো সিটি এবং মুদ্রা পেসো
মায়ানমার
মায়ানমার এর রাজধানী নেইপিদো এবং মুদ্রা কিয়াট