মহানগর দায়রা জজ আদালত, ঢাকা || অফিস সহায়ক (11-10-2020) || 2020

All

উল্লেখিত পংক্তিটির রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন উক্ত লাইনটি কপোতাক্ষ নদ' কবিতা থেকে নেওয়া হয়েছে।

আইনের শাসন বলতে বিধিবদ্ধ আইন অনুসারে বিচার প্রক্রিয়া পরিচালনা করা বুঝায়। বিশ্বব্যাংক ১৯৯৪ সালে প্রথম সুশাসন (Good Governance) শব্দটি সকলের সামনে নিয়ে আসে। আইনের শাসন বা Rule of Law বলতে আইনের চোখে সবাই সমান এবং সবকিছুর উপরে আইনের প্রাধান্যকে বুঝায়। আইনের শাসনের অর্থ হচ্ছে ধর্ম-বর্ণ-শ্রেণি, ছোট-বড় নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। যে কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এটা আইনের শাসনের বিধান। আইনের শাসন ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষা করা।

আইনের শাসন ও বাংলাদেশঃ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু পিছিয়ে আছে আইনের শাসন প্রতিষ্ঠায়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রতিবছর আইনের শাসনের উপর প্রতিবেদন প্রকাশ করে। আইনের শাসনের উপস্থিতি বিবেচনায় বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম।

সুশাসনের বৈশিষ্ট্যঃ

০১. অংশগ্রহণ
০২. আইনের শাসন
০৩. স্বচ্ছতা
০৪. সংবেদনশীলতা
০৫. ঐক্যমত
০৬. জবাবদিহিতা

বাংলাদেশে সুশানে প্রতিষ্ঠায় সমস্যাঃ

০১. দুর্নীতি
০২. আমলাতান্ত্রিক জটিলতা
০৩. আইনের শাসনে দুর্বলতা
০৪. স্বজন প্রীতি
০৫. দুর্বল আইনি প্রক্রিয়া
০৬. সরকারের সদিচ্ছার অভাব
০৭. সমন্বয়হীন প্রশাসন ব্যবস্থা
০৮. জবাবদিহিতার অভাব ইত্যাদি ।

সুশাসনের প্রতিষ্ঠায় সরকারের করণীয়ঃ
০১. জবাবদিহিতা নিশ্চিত করা
০২. সকলের অংশগ্রহণ বৃদ্ধি করা
০৩. আইনের শাসন নিশ্চিত করা
০৪. মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা।
০৫. স্বচ্ছতা
০৬. তথ্য অধিকার নিশ্চিত করা
০৭. দুর্নীতি দূর করা
০৮. প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা
০৯. প্রশাসনিক নিরপেক্ষতা 
১০. প্রচলিত আইনের আধুনিকায়ন ও যথাযথ প্রয়োগ নিশ্চিত করা
১১. প্রশাসনিক বিকেন্দ্রীকরণ
১২. সকলের ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠা করা ১৩. বিচার বিভাগের স্বাধীনতা ইত্যাদি।

সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি। সুশাসন প্রত্যেক নাগরিকেরই কামনা। এর মাধ্যমে নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়। জনসচেতনতা বৃদ্ধি, আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং নিয়মিত কর প্রদান করে সরকারি সেবা বৃদ্ধিতে ভূমিকা রেখে সুশাসন নিশ্চিত করা যেতে পারে।

Related Sub Categories