সমাজসেবা অধিদপ্তর || গাড়িচালক/ নিরাপত্তা প্রহরী/ পরিচ্ছন্নতা কর্মী/ বাবুর্চি-স্থায়ী/ বাবুর্চি-অস্থায়ী (20-11-2020) || 2020

All

সকল বিষয়

আদর্শ ছেলে' কবিতাটির কবির নাম কুসুমকুমারী দাস।

অমৃত = গরল (বিষ) ।

'ময়ূরের ডাক' = কেকা ।

'হরিণের চামড়া' = অজিন ৷

গীতাঞ্জলি' কাব্যের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। উল্লেখ্য 'গীতাঞ্জলী' গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালের নভেম্বর মাসে নোবেল পুরস্কার পান।

গুণবান' এর স্ত্রীলিঙ্গ 'গুণবতী' ।

আধুনিক নাগরিক কবি বলা হয় সমর সেন কে। উল্লেখ্য, নাগরিক কবি শামসুর রহমান ।

ইসলামী রেনেসাঁর কবি বলা হয় ফররুখ আহমদ কে ।

বিদ্যালয় = বিদ্যা + আলয়।

'ভিক্ষুককে ভিক্ষা দাও' সম্প্রদান কারকে চতুর্থী বা ‘কে' বিভক্তি।

‘আমার বাবা একজন কৃষক'

= My father is a farmer.

‘সে সাঁতার কাটছে'

=He is swimming.

‘তুমি চা খাবে?' 

=Will you have tea? / Will you take tea?

‘আমাকে ভুলে যেও না' 

= Don't forget me.

আমার একটি চাকরি দরকার' 

= I need a job.

Created: 2 months ago | Updated: 7 hours ago

I have a book. বাক্যের অর্থঃ আমার একটি বই আছে।

Created: 2 months ago | Updated: 7 hours ago

The glass is on the table. বাক্যের অর্থঃ টেবিলের উপর একটি গ্লাস আছে।

Created: 2 months ago | Updated: 7 hours ago

He is an honest man. বাক্যের অর্থঃ সে একজন সৎ লোক ।

Created: 2 months ago | Updated: 7 hours ago

He goes to school. বাক্যের অর্থঃ সে স্কুলে যায়।

Created: 2 months ago | Updated: 7 hours ago

Don't laugh at poor. বাক্যের অর্থঃ গরীবকে দেখে হাসিও না।

১২ জন লোক কাজটি করে = ৯ দিনে

∴ জন লোক কাজটি করে = ( × ) দিনে

∴ ১৮ জন লোক কাজটি করে =  ×  = ৬ দিনে

আমরা জানি, ৩ হালি = ১ ডজন

অর্থাৎ ১ ডজন কলার দাম = ২০ টাকা

∴ ৩ ডজন কলার দাম =  ×  = ৬০ টাকা

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম বা অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগর) ভবের পাড়া গ্রামের আমবাগানে গঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে ৫০ জন হলো সংরক্ষিত নারী আসনে নির্বাচিত মহিলা সদস্য ।

‘শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পালিত হয় ২১ ফেব্রুয়ারি।

আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম (৩৩,৯০৯ বর্গ কিলোমিটার বা ১৩,০৯২ বর্গ মাইল) এবং আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ (১০,৬৬৯ বর্গ কিলোমিটার বা ৪,১১৬ বর্গমাইল)।

মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১০ এপ্রিল, ১৯৭১ সালে গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এ সরকার শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে ।

২০১৫ সালে শেখ হাসিনা পরিবেশ বিষয়ক সর্বোচ্চ বৈশ্বিক পুরস্কার 'Champion of the Earth' পুরস্কার লাভ করেন বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দূরদর্শী পদক্ষেপ নেওয়ায় জাতিসংঘ তাঁকে এই স্বীকৃতি দেয় ।

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৬তম প্রেসিডেন্ট হলেন 'জো বাইডেন'।

বাংলাদেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম ।

এক নজরে স্মৃতিসৌধঃ

স্থপতিসৈয়দ মঈনুল হোসেনস্থাপিত হয়১০৯ একর জমির উপর
অবস্থিতঢাকার সাভারেউচ্চতা ৪৬.৫ মিটার বা ১৫০ ফুট
ভিত্তি প্রস্তর স্থাপন১৬ ডিসেম্বর, ১৯৭২ ফলক ৭ টি
ভিত্তি প্রস্তর স্থাপন করেনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানউদ্বোধন১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে

‘সব কটা জানালা খুলে দাও না' গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু।

Related Sub Categories