খাদ্য মন্ত্রণালয় || সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (29-11-2020) || 2020

All

Created: 8 months ago | Updated: 9 hours ago

২০ আগস্ট, ১৯৭১ এ মতিউর রহমান দেশের জন্য মৃত্যুবরণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ২০০৬ সালের ২৪ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তানের করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণীর কবরস্থান হতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাঁকে পূর্ণ মর্যাদায় ২৫শে জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় দাফন করা হয়। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানকে তাঁর সাহসী ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
2.

বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়?

Created: 8 months ago | Updated: 2 days ago

বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১১ এপ্রিল ১৯৭২ সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। ১২ অক্টোবর ১৯৭২ সালে কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করলে ৪ নভেম্বর ১৯৭২ সালে তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে সংবিধান কার্যকর হয়।

Created: 8 months ago | Updated: 1 day ago

শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘জুলিও কুরী' পদকটি পেয়েছিলেন ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
4.

হার্ভাড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?

Created: 8 months ago | Updated: 1 day ago

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। 

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
5.

ঐতিহাসিক ৬ দফার প্রথম দফা কী ছিল?

Created: 8 months ago | Updated: 15 hours ago

ঐতিহাসিক ৬ দফার প্রথম দফা ছিলো পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি। উল্লেখ্য, ঐতিহাসিক ৬ দফা দিবস ৭ জুন, ১৯৬৬ সালের ৫ থেকে ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মিলনে বঙ্গবন্ধু ৫ ফেব্রুয়ারি বাঙ্গালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন এবং এই কর্মসূচীকে পূর্ব পাকিস্তানের মুক্তির সনদ বলে অভিহিত করেন। ৬ দফাঃ

ক) পাকিস্তান রাষ্ট্রের প্রকৃতি  

খ) কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ৷

গ) মুদ্রা সংক্রান্ত বিষয় ।

ঘ) খাজনা ধার্য ও সংগ্রহের বিষয়

ঙ) আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষমতা

চ) প্যারা মিলিশিয়া বাহিনী গঠন ৷

Created: 8 months ago | Updated: 1 day ago

নরওয়েজিয়ান পার্লামেন্ট ‘নরওয়েজিয়ান নোবেল কমিটি' কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়। উল্লেখ্য, নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬টি ক্ষেত্রে। আর এই পুরস্কার প্রদানের নেপথ্যে কাজ করে ৪টি প্রতিষ্ঠান। 

Created: 8 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ২০১০ সালে তরুণ একদল বিজ্ঞানীকে নিয়ে তোষা পাটের জিন নকশা উন্মোচন করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানের অধ্যাপক মাকসুদুলের নেতৃত্বে পরে ম্যাক্রোফমিনা ফাসিওলিনা নামের এক ছত্রাকের জিন-নকশা উন্মোচন করেন; যা পাটসহ প্রায় ৫০০ উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়। WIPO এর পূর্ণরূপ হলো World Intellectual Property Organization. এটি বিভিন্ন মেধাস্বত্ত্বের স্বীকৃতি দিয়ে থাকে।

Created: 8 months ago | Updated: 14 hours ago

বাংলার জমিদারী প্রথা উচ্ছেদে শেরে বাংলা এ. কে. ফজলুল হক মূখ্য ভূমিকা পালন করেন। উল্লেখ্য, ১৯৫০ সালে এই প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয় ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
9.

কক্সবাজারে কোন ২টি উপজাতি বাস করে?

Created: 8 months ago | Updated: 17 hours ago

কক্সবাজারে চাকমা এবং তঞ্চঙ্গ্যা উপজাতি বাস করে। উল্লেখ থাকে যে, চাকমা, মারমা, মুরং, ত্রিপুরাসহ বেশ কিছু উপজাতি বাস করে পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে । 

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
10.

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কী বলে?

Created: 8 months ago | Updated: 16 hours ago

অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ্য আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন (১৬তম) ।

Created: 8 months ago | Updated: 1 day ago

স্বধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্রবন্দর হলো ‘পায়রা সমুদ্র বন্দর' যা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত। এটি চালু হয় ১৩ আগস্ট, ২০১৬ সালে। উল্লেখ্য, চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় ২৫ এপ্রিল, ১৮৮৭ সালে এবং মংলা  সমুদ্র বন্দর চালু হয় ১৯৫০ সালে।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
12.

ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?

Created: 8 months ago | Updated: 1 day ago

ভূমিকম্প মাপার যন্ত্র হলো সিসমোগ্রাফ। এ যন্ত্রে রিখটার স্কেল থাকে। এর সাহায্যে ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা মাপা যায় ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
13.

সোয়াচ অন নো গ্রাউন্ড কোথায় অবস্থিত ?

Created: 8 months ago | Updated: 17 hours ago

সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। সোয়াচ অব নোগ্রাউন্ডের অপর নাম গঙ্গাখাত।

Created: 8 months ago | Updated: 1 day ago

বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার শিল্পী কে জি মুস্তাফা। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকটসহ আরো গুরুত্বপূর্ণ স্মারকের নকশাকারও তিনি। উল্লেখ্য, উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন লর্ড ক্যানিং (১৮৫৭ সালে)।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
15.

OMT এর পূর্ণরূপ লিখুন।

Created: 8 months ago | Updated: 9 hours ago

OMT এর পূর্ণরূপ Osteopathic Manipulative Treatment.

বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগ (মৌলিক অধিকার) অধ্যায়ের ৩৯(১) নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হয়েছে।

Created: 8 months ago | Updated: 12 hours ago

আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর ১৯৪৫ (কার্যক্রম শুরু ১৮ এপ্রিল ১৯৪৬) সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর দি হো, নেদারল্যান্ডস-এ। এই আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন এবং তাদের মেয়াদকাল ৯ বছর ।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
18.

‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লেখা?

Created: 8 months ago | Updated: 3 days ago

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর প্রথম গ্রন্থ হলো ‘অসমাপ্ত আত্মজীবনী'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ হলো 'কারাগারের রোজনামচা'। উল্লেখ্য, বাংলা একাডেমি ১৭ মার্চ ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে ‘কারাগারের রোজনামচা'টি প্রকাশ করে। ‘কারাগারের রোজনামচা' গ্রন্থটিতে ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল সময়কালের কারাস্মৃতি স্থান পেয়েছে।

নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন:
19.

Long Walk to Freedom” কার আত্মজীবী এবং কবে প্রকাশিত হয়?

Created: 8 months ago | Updated: 12 hours ago

Long Walk to Freedom' গ্রন্থটির লেখক দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলা। তার আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৪ সালে।

Related Sub Categories