বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন || উপ-সহকারী পরিচালক (05-12-2020) || 2020

All

ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী এস্টার

তুঁত বস্ত্র শিল্পে ব্যবহৃত হয়।

টিএসপি সার ব্যবহারে অম্লতা (Acidity) বৃদ্ধি পায়।

পেঁয়াজের কাণ্ড রূপান্তরিত কাণ্ড ।

হলটেয়ার (Holtair) থাকে মাছির পাখায়।

Created: 3 months ago | Updated: 5 days ago

প্লাংটন হলো পানিতে যুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব যা মাছের প্রাকৃতিক খাবার হিসেবে ব্যবহৃত হয়।

Created: 3 months ago | Updated: 14 hours ago

ডুমুর যৌগিক ফল ।

বোর্দো মিক্সার (Bordeaux Mixture) এর কার্যকরী অনুপাতঃ তুঁত, চুন ও পানির অনুপাত হবে যথাক্রমে ১ : ১ : ১০।

বীজতলা থেকে বীজ ছাড়ানোকে জিনিং বলে। 

হার্ডেনিং (Hardening) চারা বীজতলা থেকে মূল জমিতে স্থানান্তরের সময় করতে হয়।

বাংলাদেশে মহিষ প্রজনন খামার বাগেরহাটে অবস্থিত ।

শীম, সরিষা, লাউ, শশা, মিষ্টি কুমড়ায় মৃতভেদী অঙ্কুরোদগম হয় ।

Created: 3 months ago | Updated: 3 days ago

শিমতীয় উদ্ভিদে নডিউল হয়।

Created: 3 months ago | Updated: 3 days ago

এপিকালচার হলো মৌমাছি পালন ।

কম্পোস্ট প্রাণী ও উদ্ভিদ জাত দ্রব্য থেকে তৈরিকৃত জৈব সার।

Created: 3 months ago | Updated: 3 days ago

টুমরো রোগের কারণ  হলো রইস টুংরো ভাইরাস নামক এক ধরনের অতি সূক্ষ্ম জীবাণু দ্বারা এই রোগ হয়ে থাকে ।

মাটির স্পর্শ ছাড়া কৃষিকে  হাইড্রোফনিক বলে।

ট্রাইকোডার্মা হচ্ছে মাটিতে মুক্তভাবে বসবাসকারী উপকারী ছত্রাক যা উদ্ভিদের শিকড়স্থ মাটি, পঁচা আবর্জনা ও কম্পোস্ট ইত্যাদিতে অধিক পরিমাণে পাওয়া যায়। এটি মাটিতে বসবাসকারী উদ্ভিদের ক্ষতিকর জীবাণু যেমনঃ ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোডাকে মেরে ফেলে। ট্রাইকোডার্মা প্রকৃতি থেকে আহরিত এমন একটি অণুজীব যা জৈবিক পদ্ধতিতে উদ্ভিদের রোগ দমনে ব্যবহৃত হয়।

Related Sub Categories