পদ্মা নদীর উপর নির্মীয়মাণ সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। উল্লেখ্য, ২০১৯ সালে পদ্ম সেতুর ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা (প্রাথমিক ভাবে যা ছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লক্ষ টাকা)। পর সেতু নির্মাণের এ বিপুল পরিমাণ অর্থ দেশীয় অর্থায়নে যোগান দেওয়া হয়েছে। পদ্মা সেতু যোগ করেছে মাওয়া (মুন্সিগঞ্জ এবং জাজিরা (শরিয়তপুর)। সেতুটির মোট পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি। আর প্রথম স্প্যান বসানো হয় ৩০ সেপ্টেম ২০১৭ সালে এবং সর্বশেষ (৪১তম) স্প্যান বসানো হয় ১০ ডিসেম্বর ২০২০ সালে ।
২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৮.১৫% (সর্বোচ্চ)।
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান নাছিমা বেগম । (2020)
বাংলাদেশের ২টি সাংবিধানিক প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং নির্বাচন কমিশন।
শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার জয়ী হলেন পাকিস্তানের বংশদ্ভূত নাগরিক মালালা ইউসুফজাঈ। তিনি মাত্র ১৭ বছর বয়সে এই পুরস্কার অর্জন করেন ২০১৪ সালে। উল্লেখ্য, ২০২০ সালে বাংলাদেশের সাদাত রহমান (১৭ বছর বয়সী) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছেন ।
বীর প্রতীক উপাধি লাভ করেন ৪২৪ জন। উল্লেখ্য, হাইকোর্ট বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত চার খুনির রাষ্ট্রীয় খেতা স্থগিত করার ফলে মূল তালিকা থেকে একজন বীরউত্তর (শরিফুল হক ডালিম), একজন বীরবিক্রম (নুর চৌধুরী) এবং দুইজন বীরপ্রতীক (রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন) বাদ যাবে। তাই বর্তমানে খেতাবপ্রাপ্তদের সংখ্যাঃ বীরউত্তর ৬৭ জন বীরবিক্রম ১৭৪ জন এবং বীর প্রতীক ৪২৪ জন।
মুক্তিযুদ্ধের সময় পটুয়াখালী জেলা ৯ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।
৯ নম্বর সেক্টর
দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে এ সেক্টর গঠিত। ভারতের বসিরহাটের নিকটবর্তী টাকিতে ছিলো ৯ নম্বর সেক্টরের হেড কোয়ার্টার।
প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল। ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত তিনি কার্যরত ছিলেন। পরবর্তী ধাপে সেক্টর কমান্ডার হন মেজর জয়নুল আবেদীন ১৯৭১ সালের ২৪ ডিসেম্বর থেকে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি।
২৩ সেপ্টেম্বর, ২০১৯ সালে টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো' পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)।
এশিয়া মহাদেশ থেকে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন ২ জন। এনারা হলেনঃ
নাম | দেশ | সময়কাল |
উথান্ট | মিয়ানমার | ৩০.১১.১৯৬১ থেকে ৩১.১২.১৯৭১ |
বান কি মুন | দক্ষিণ কোরিয়া | ০১.০১.২০০৭ থেকে ৩১.১২.২০১৬ |
NIPORT
NIPORT এর পূর্ণরূপ হলো National Institute of Population Research and Training.
BIMSTEC
CIRDAP এর পূর্ণরূপ হলো Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
CIRDAP
BIMSTEC এর পূর্ণরূপ হলো Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
HIV
HIV এর পূর্ণরূপ Human Immunodeficiency Virus.
DPT
DPT এর পূর্ণরূপ Diphtheria, Pertussis and Tetanus.