১৮.১২.২০২০
বরাবর
উপমহাব্যবস্থাপক
আঞ্চলিক বিপণন বিভাগ
মানিকগঞ্জ-১৮৫০
বিষয়ঃ বন্যায় ক্ষতিগ্রস্থ গ্যাস লাইন মেরামতের জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা আরিচা মহাসড়কের পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার শিবালয় থানার হাইওয়ের পাশে এবারের বন্যায় পানি উঠে যা এই এলাকার তিতাস গ্যাসের পাইপের লাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এই কারণে ১০.১২.২০২০ হতে আজ অবধি আমাদের টেপড়া-দশচিড়া এলাকার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে যা আমাদের জন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তাই সংশ্লিষ্ট গ্যাস লাইন দ্রুত আবশ্যক হয়ে পড়েছে।
অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, যথাসম্ভব দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্থ গ্যাস লাইন মেরামত করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে আপনার মর্জি হয় ।
বিনীত নিবেদক
দশচিড়া গ্রামবাসী
দশচিড়া, টেপড়া, শিবালয় ।
Today marks the 49 years of our existence as a sovereign nation. On this day in 1971, our struggle for independence following a nine-month war was rewarded with a richly deserved victory that came at the cost of unimaginable loss of life and persecution. We should always remember with a deep sense of gratitude, the enormous contributions of the freedom fighters who fought and bled on the ground and the leading role of Bangabandhu and his four trusted lieutenants in steering us to this moment, Together, their efforts and sacrifices, as well as that of countless other individuals both at home and abroad, paved the way for the fulfilment of the Bengali dream for self-determination.
= স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আজ আমরা ৪৯ বছর পার করছি। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস ব্যাপী যুদ্ধে অকল্পনীয় ক্ষতি আর দুঃখ দুর্দশার বিনিময়ে এই বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়েছিল। সর্বদাই গভীর কৃতজ্ঞতাভরে তাদের এই অবদান স্মরণ করা উচিৎ। মুক্তিযোদ্ধাদের অসীম অবদান যারা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল এবং এই রক্ত দিয়েছিল যাতে বঙ্গবন্ধু ও তার চার সহযোগীর বিশ্বস্ত হাতে আমাদের পরিচালনার ভার ন্যস্ত হয়। বাঙালির এই আত্ম- প্রত্যয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টা ও ত্যাগের সাথে সাথে এদেশের অগণিত মানুষের এবং বিদেশীদের ত্যাগ সহযোগিতা করেছিল।
The trends in fashion and clothing are hard to wear by people moreover, their sole objective is to sell their clothing. Certain individuals have an opinion that people should wear dresses in which they feel more confident and comfortable. In my opinion, I do believe that the dressing style of people should be according to their taste and personality.
In present time many famous designers exhibit their clothing designs on big platforms such as The Milan and The Paris fashion week. The pattern and style of dresses that models wear Is very difficult for a normal person to carry because of their unusual designs. Moreover, the designs, colours and styles change every year thus making people to spend a lion's portion of their salary in purchasing these clothes. Actors and actresses undoubtedly spend lakhs to purchase and wear these dresses in award functions and parties in order to remain in publicity and to maintain their reputation in the glamourous world.
However, I believe that people should wear dresses which makes them feel relaxes. Every person has a different personality and fashion identity; hence they should not copy others. They should wear dresses in which they feel more self-assured. Furthermore, instead of spending enormous part of their income on purchasing clothes, they should save money for future uncertainties and invest in profitable schemes. Additionally, it is undeniable true that whatever is shown in vogue fashion magazines and fashion channels by designers will always suit your body, as everyone has different physique and it is not sure that If it is looking good on fashion models it will look good on you. So people should not spend their money in wasteful and extravagant clothing.
In my opinion, I vehemently agree that people should dress according to their taste and preference rather than wearing uncomfortable clothes to please the society and people.
প্রশ্নে বলা হচ্ছে, একজন দোকানদার 12 টাকা দরে 100 টি আম ক্রয় করলো। সে 60 টি আম 17.40 টাকা দরে বিক্রয় করলো এবং x টি আম 11.31 টাকা দরে বিক্রয় করলো। দোকানদার কমপক্ষে 10% মুনাফা করলে x এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত?
The cost of 100 mangoes is Tk. = Tk. 1,200
Selling price of 60 mangoes is Tk. () = Tk. 1,044
And selling price of x mangoes is Tk. = Tk. 11.31x
As, the shopkeeper made at least 10% profit, so his total selling price would be
প্রশ্নমতে,
As the number of mangoes can not be the decimal number.
প্রশ্নে বলা হচ্ছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে 2kmph বেগে চলমান একজন ব্যক্তিকে 3 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনের গতিবেগ কত?
Speed of the train relative to man
Let, the speed of the train is x kmph
∴ The relative speed of train = (x-2) kmph.
According to questions,
x-2=180
∴ x = 180 + 2 = 182
∴ Speed of the train is 182kmph.
দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে মাতারবাড়ী, কাক্সবাজারে। বন্দরের জেটির দৈর্ঘ্য হবে ২২০ মিটার।
২০২০ সালের ৪ জুলাই থেকে ৯ আগস্ট জাপানের টোকিওতে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩২তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো । কিন্তু করোনার কারণে স্থগিত করা হয়। এই অলিম্পিক ২০২১ সালে অনুষ্ঠিত হবে।
SDGs এর বৈশ্বিক লক্ষ্য ১৭টি এবং লক্ষ্যমাত্রা ১৬৯টি। টকসই উন্নয়ন লক্ষ্য (SDG) এর ৩টি লক্ষ্যঃ
১. দারিদ্র্য নির্মূল; ২. ক্ষুধামুক্তি; ৩. সুস্বাস্থ্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অফিসিয়াল নাম হলো Transforming our world. ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও লক্ষ্যমাত্রাগুলি পূরণের অঙ্গীকার নিয়ে জাতিসংঘভূক্ত, ১৯৩টি দেশ The Sustainable Development Goals (SDGs) এর এই চুক্তিতে স্বাক্ষর করে।
২০২১ সালের মধ্যে করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যাল ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির উদ্ভাবিত করোনাভাইরাসের তিন কোটি ডোজ টিকা কিনতে ৫ নভেম্বর ২০২০ সালে চুক্তি করে সরকার। ভারতের সেরাস ইনস্টিটিউটের কাছ থেকে এনে এই টিকা সরকারকে সরবরাহ করবে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো।